নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তির কথা চিন্তা করে শিগগিরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু জায়গা নির্ধারণ না হওয়ায় পিসিআর ল্যাব বসাতে বিলম্ব হচ্ছে। এ সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শ্যামলী ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টার ও ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে রিজিওনাল টিবি ল্যাবরেটরি উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে এখনো পিসি আর ল্যাব বসানো সম্ভব হয়নি। আজ বিমানবন্দরের প্রবাসী কল্যাণমন্ত্রীকে সঙ্গে নিয়ে জায়গা পরিদর্শন করা হয়েছে। তারা খোলা জায়গা দিয়েছিল, কিন্তু ল্যাব তো আর উন্মুক্ত জায়গায় বসানো যায় না। তাই ভেতরে জায়গা নির্ধারণ করে দিয়েছি। আশা করি দ্রুত এই ল্যাবের কাজ শেষ হবে।
এর আগে সকালে আরটি-পিসিআরের জন্য সাত প্রতিষ্ঠানের স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
দেশে যক্ষ্মার চিকিৎসা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, `ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টার প্রমাণ করে সরকার রোগীকেন্দ্রিক সেবা প্রদানে কতটা আন্তরিক। আমরা দেশের অন্যান্য অঞ্চলেও রোগীকেন্দ্রিক যক্ষ্মার সেবা সম্প্রসারণ করব। আমরা যক্ষ্মা নিয়ন্ত্রণ ও নির্মূলের জন্য দৃঢ়প্রতিজ্ঞ, যা ২০৩০ সালের উন্নয়ন অর্জনেও অবদান রাখবে।'
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, `এই অসাধারণ ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টারের দ্বার উন্মোচন করতে পেরে এবং যারা যক্ষ্মায় আক্রান্ত হয়েও এর বিরুদ্ধে নিয়মিত সংগ্রাম করে যাচ্ছে, তাদের জীবন রক্ষায় অবদান রাখতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের মানুষকে স্বাস্থ্যকর ও উন্নত জীবনের জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যে সমন্বিত প্রচেষ্টা, এই সেন্টার তারই স্মারক।'
ইউএসএআইডির ডেপুটি মিশন ডিরেক্টর র্যান্ডি আলি বলেন, সব ধরনের যক্ষ্মা, বিশেষ করে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে যক্ষ্মার বিস্তার রোধ ও বাংলাদেশিদের জীবন রক্ষায় এর ভূমিকা অপরিসীম হবে।

প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তির কথা চিন্তা করে শিগগিরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু জায়গা নির্ধারণ না হওয়ায় পিসিআর ল্যাব বসাতে বিলম্ব হচ্ছে। এ সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শ্যামলী ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টার ও ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে রিজিওনাল টিবি ল্যাবরেটরি উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে এখনো পিসি আর ল্যাব বসানো সম্ভব হয়নি। আজ বিমানবন্দরের প্রবাসী কল্যাণমন্ত্রীকে সঙ্গে নিয়ে জায়গা পরিদর্শন করা হয়েছে। তারা খোলা জায়গা দিয়েছিল, কিন্তু ল্যাব তো আর উন্মুক্ত জায়গায় বসানো যায় না। তাই ভেতরে জায়গা নির্ধারণ করে দিয়েছি। আশা করি দ্রুত এই ল্যাবের কাজ শেষ হবে।
এর আগে সকালে আরটি-পিসিআরের জন্য সাত প্রতিষ্ঠানের স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
দেশে যক্ষ্মার চিকিৎসা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, `ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টার প্রমাণ করে সরকার রোগীকেন্দ্রিক সেবা প্রদানে কতটা আন্তরিক। আমরা দেশের অন্যান্য অঞ্চলেও রোগীকেন্দ্রিক যক্ষ্মার সেবা সম্প্রসারণ করব। আমরা যক্ষ্মা নিয়ন্ত্রণ ও নির্মূলের জন্য দৃঢ়প্রতিজ্ঞ, যা ২০৩০ সালের উন্নয়ন অর্জনেও অবদান রাখবে।'
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, `এই অসাধারণ ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টারের দ্বার উন্মোচন করতে পেরে এবং যারা যক্ষ্মায় আক্রান্ত হয়েও এর বিরুদ্ধে নিয়মিত সংগ্রাম করে যাচ্ছে, তাদের জীবন রক্ষায় অবদান রাখতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের মানুষকে স্বাস্থ্যকর ও উন্নত জীবনের জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যে সমন্বিত প্রচেষ্টা, এই সেন্টার তারই স্মারক।'
ইউএসএআইডির ডেপুটি মিশন ডিরেক্টর র্যান্ডি আলি বলেন, সব ধরনের যক্ষ্মা, বিশেষ করে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে যক্ষ্মার বিস্তার রোধ ও বাংলাদেশিদের জীবন রক্ষায় এর ভূমিকা অপরিসীম হবে।

‘দেশের চাবি আপনার হাতে’—স্লোগানে গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে কী পাবেন আর ‘না’ ভোট দিলে কী পাবেন না—শিরোনামে একটি লিফলেট শুক্রবার পোস্ট করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে।
৩৮ মিনিট আগে
নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে জুমার নামাজ পরবর্তী এই দোয়া মাহফিলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
১৬ ঘণ্টা আগে