নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। ১৪০ জন পুলিশ সুপার পদে কর্মরতদের সুপার নিউমারারি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে (অতিরিক্ত ডিআইজি) পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া ১২ জন পুলিশ সুপারকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশের ১২ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপির উপপুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, এবিএম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ ও আসমা সিদ্দিকা মিলি, কুষ্টিয়া পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, খুলনা নৌপুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ও যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে ১৪০ জন পুলিশ সুপারকে সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে সেসব কর্মকর্তা মিশন, শিক্ষা ছুটি, পেষণ বা লিয়েনে কর্মরত আছেন। তাদের মূল কর্মস্থলে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা পাবেন না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদগুলোতে কর্মরতরা পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। পদ তৈরির তারিখ থেকে ১৪০টি সুপার নিউমারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্তরা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। ১৪০ জন পুলিশ সুপার পদে কর্মরতদের সুপার নিউমারারি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে (অতিরিক্ত ডিআইজি) পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া ১২ জন পুলিশ সুপারকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশের ১২ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপির উপপুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, এবিএম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ ও আসমা সিদ্দিকা মিলি, কুষ্টিয়া পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, খুলনা নৌপুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ও যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে ১৪০ জন পুলিশ সুপারকে সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে সেসব কর্মকর্তা মিশন, শিক্ষা ছুটি, পেষণ বা লিয়েনে কর্মরত আছেন। তাদের মূল কর্মস্থলে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা পাবেন না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদগুলোতে কর্মরতরা পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। পদ তৈরির তারিখ থেকে ১৪০টি সুপার নিউমারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্তরা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত একজন প্রার্থী এবং নরসিংদী-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি (জাপা)...
৪ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারে সাতটি বিধি অবশ্যই মেনে চলতে হবে। এসব বিধি লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে অর্থদণ্ড ও কারাদণ্ডের পাশাপাশি প্রার্থিতাও বাতিল হতে পারে।
৯ ঘণ্টা আগে