Ajker Patrika

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১০: ৫৯
ফাইল ছবি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। স্টারলিংকের একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তিগুলোর আওতায় ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা, অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া, গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে স্টারলিংক কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সম্পত্তি এবং কিছু হাইটেক পার্কের জমি।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, স্টারলিংক বাংলাদেশের শহর ও প্রান্তিক অঞ্চলে নিরবচ্ছিন্ন হাইস্পিড ইন্টারনেট সেবা দেবে। এতে লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের সময় ইন্টারনেট সেবাজনিত সমস্যা কমবে। দেশব্যাপী ডিজিটাল অর্থনীতির উন্নয়ন ঘটবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ইলন মাস্ককে বাংলাদেশের তরুণ জনগণের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেওয়ার কথা বলেন, যারা এই প্রযুক্তির মূল সুবিধাভোগী হবে।

আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক সেবা চালুর সব কাজ সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা তাঁর হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে নির্দেশনা দিয়েছেন।

স্টারলিংক সেবা বাংলাদেশে চালু করার প্রক্রিয়ায় গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে একটি দীর্ঘ টেলিফোন আলাপ হয়, যেখানে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত