সিরিয়ার এই সংকটময় পরিবর্তনের মুহূর্তে বাংলাদেশ রোববার (১৫ ডিসেম্বর) দ্ব্যর্থহীনভাবে ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে, এই ঘটনা অন্তর্ভুক্তি, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার নীতির ভিত্তিতে সিরিয়ার জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে।
সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ তার প্রধান অবস্থান পুনর্ব্যক্ত করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সব ধরনের বাহ্যিক পদক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা অপরিহার্য।
মধ্যপ্রাচ্যের দেশটিতে শান্তি ও স্থিতি বজায় রাখতে সিরিয়ার সব পক্ষের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে এবং ঢাকা সিরিয়ায় সাম্প্রতিক ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সিরিয়ার অন্তর্বর্তী সরকারসহ সব পক্ষকে সংযম প্রদর্শন, সিরীয়দের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন এবং সংলাপ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়।
বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে বেসামরিক জনগণের জীবন রক্ষা, মানবিক নীতি সমুন্নত রাখা এবং নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান জোরদার করার আহ্বান জানায়।
বাংলাদেশ সিরিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত হতে সব পক্ষের প্রতি আহ্বান জানায়।
এ অঞ্চলের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও টেকসই শান্তির পথ নিশ্চিত করা অপরিহার্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশনসমূহ থেকে প্রয়োজনীয় জনবল
৭ ঘণ্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দাবি মানা না হলে আগামী ৬ ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুখা মিছিল করার ঘোষণা দিয়েছেন তাঁরা। এর আগে ১ থেকে ৩
৯ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে যে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক বলেন, ‘অতীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন। তবে বর্তমানে নির্বাচন কমিশন সুস্পষ্ট বিধিনিষেধ আরোপ করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর
১০ ঘণ্টা আগে