নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি চলছে। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
বুধবার খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানিতে জয়নুল আবেদীন বলেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো আলামত ছিল না। তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন—এ কথা বলে এত বছর তাঁকে অপদস্থ করা হয়েছে। তিনি শুধু কারাগারেই ছিলেন না, চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি। জয়নুল আবেদীন আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানান।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তিনিও আপিল মঞ্জুরের আবেদন জানান।
গত মঙ্গলবার আপিলের শুনানি শুরু হয়। এই মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে তিনি এবং সাজা বাড়াতে দুদক হাইকোর্টে আপিল করে। শুনানি শেষে ওই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এই রায়ের বিরুদ্ধে তাঁর করা লিভ টু আপিল গত ১১ নভেম্বর মঞ্জুর হয়। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ।
এতিমদের সহায়তার জন্য বিদেশ থেকে পাঠানো ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই এই মামলা করে দুদক।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি চলছে। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
বুধবার খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানিতে জয়নুল আবেদীন বলেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো আলামত ছিল না। তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন—এ কথা বলে এত বছর তাঁকে অপদস্থ করা হয়েছে। তিনি শুধু কারাগারেই ছিলেন না, চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি। জয়নুল আবেদীন আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানান।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তিনিও আপিল মঞ্জুরের আবেদন জানান।
গত মঙ্গলবার আপিলের শুনানি শুরু হয়। এই মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে তিনি এবং সাজা বাড়াতে দুদক হাইকোর্টে আপিল করে। শুনানি শেষে ওই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এই রায়ের বিরুদ্ধে তাঁর করা লিভ টু আপিল গত ১১ নভেম্বর মঞ্জুর হয়। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ।
এতিমদের সহায়তার জন্য বিদেশ থেকে পাঠানো ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই এই মামলা করে দুদক।
২০২৪ সালে বাংলাদেশের সীমান্ত পাড়ি দেওয়ার প্রবণতা আগের বছরের চেয়ে চার গুণ বেড়েছে বলে বিজিবির বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে সীমান্ত অতিক্রমের চেষ্টার জন্য ২,৬৭৮ বাংলাদেশি আটক এবং ভারত ও মিয়ানমার থেকে আসা ১৪ হাজারের বেশি অনুপ্রবেশকারীর কথা বলা হয়েছে। সীমান্তে মাদক, অস্ত্র, ও সোনা চোরাচালানসহ
১০ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ রোববার বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্
১৩ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্দিষ্ট কিছু পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট বৃদ্ধির ফলে মানুষের ওপর ন্যূনতম প্রভাব পড়বে। তিনি বলেন, এই উদ্যোগ আইএমএফের পরামর্শে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নেওয়া হয়েছে। শুল্ক-ভ্যাট বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো, টাকার মান স্থিতিশীল রাখা, এব
১৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর প্রায় ৭৯ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
১৩ ঘণ্টা আগে