আজকের পত্রিকা ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি চলছে। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
বুধবার খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানিতে জয়নুল আবেদীন বলেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো আলামত ছিল না। তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন—এ কথা বলে এত বছর তাঁকে অপদস্থ করা হয়েছে। তিনি শুধু কারাগারেই ছিলেন না, চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি। জয়নুল আবেদীন আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানান।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তিনিও আপিল মঞ্জুরের আবেদন জানান।
গত মঙ্গলবার আপিলের শুনানি শুরু হয়। এই মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে তিনি এবং সাজা বাড়াতে দুদক হাইকোর্টে আপিল করে। শুনানি শেষে ওই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এই রায়ের বিরুদ্ধে তাঁর করা লিভ টু আপিল গত ১১ নভেম্বর মঞ্জুর হয়। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ।
এতিমদের সহায়তার জন্য বিদেশ থেকে পাঠানো ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই এই মামলা করে দুদক।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি চলছে। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
বুধবার খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানিতে জয়নুল আবেদীন বলেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো আলামত ছিল না। তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন—এ কথা বলে এত বছর তাঁকে অপদস্থ করা হয়েছে। তিনি শুধু কারাগারেই ছিলেন না, চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি। জয়নুল আবেদীন আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানান।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তিনিও আপিল মঞ্জুরের আবেদন জানান।
গত মঙ্গলবার আপিলের শুনানি শুরু হয়। এই মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে তিনি এবং সাজা বাড়াতে দুদক হাইকোর্টে আপিল করে। শুনানি শেষে ওই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এই রায়ের বিরুদ্ধে তাঁর করা লিভ টু আপিল গত ১১ নভেম্বর মঞ্জুর হয়। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ।
এতিমদের সহায়তার জন্য বিদেশ থেকে পাঠানো ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই এই মামলা করে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১২টি ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্মসাৎ করা হয়।
২ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
৪ মিনিট আগে
বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেওয়া হুমকির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘যাদের সাহস আছে তারা দেশে এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে থেকে কথা বললে তার কোনো ভ্যালু নেই।’
১২ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটগ্রহণের তিন সপ্তাহ আগেই নির্বাচনী প্রচার শুরু করার অভিযোগে তাঁকে এই নোটিশ দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে