আজকের পত্রিকা ডেস্ক

কর্মবিরতি প্রত্যাহারে রাজি করাতে রেলওয়ের শ্রমিকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এ সময় ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে বিষয়টির কোনো সুরাহা হয়নি। রানিং স্টাফদের দাবি, তাঁরা এই বৈঠকে ছিলেন না। তবে তাঁদের দাবির পক্ষে অন্য সংগঠন বৈঠকে অংশ নিয়েছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, তিনি একটি মিটিংয়ে আছেন। এ বিষয়ে পরে জানাবেন।
রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘এই বৈঠক আমাদের সঙ্গে ছিল না। এটা রেলওয়ের যে অন্যান্য ট্রেড ইউনিয়ন আছে যারা আমাদের এই অধিকার রক্ষার সঙ্গে একমত তারা বসেছিল। তারা সবাই শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে বৈঠক করেছেন। এটা আমাদের অধিকার নিয়েই, যা খর্ব করা হয়েছে।’
এই শ্রমিক নেতা বলেন, ‘আমরা সবাইকে বুঝিয়েছি আমাদের বিষয়গুলো। সেখানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও ছিলেন। আমরা তাঁদেরও বুঝিয়েছি। আমাদের যে দাবিগুলো এই ব্যাপারে সবাই একমত। তবে এই দাবিগুলো কেন রেল মন্ত্রণালয় অগ্রাধিকারে নিচ্ছে না বা অর্থ মন্ত্রণালয় এটাকে অগ্রাহ্য করছে, সেটা আমাদের জানা নেই।’
সাঈদুর রহমান বলেন, ‘এই আন্দোলনকে অন্য কিছু ভাবার সুযোগ নেই। এখন রেলপথ মন্ত্রণালয় এটাকে অগ্রাহ্য করলে আমরা দায়ভার নিতে পারি না। আমরা কর্মসূচি দিয়েছি আর এটা ততক্ষণ চলমান থাকবে যতক্ষণ না রেলওয়ের বিধিবিধান অনুযায়ী আমাদের প্রাপ্যটা না পাব।’
তবে তিনি বৈঠকে অংশ নেননি উল্লেখ করে বলেন, ‘আমার শামসুর রহমান শিমুল বিশ্বাসদের সঙ্গে কথা হয়েছে। রেলওয়ের কারও সঙ্গে বৈঠক হয়নি।’

কর্মবিরতি প্রত্যাহারে রাজি করাতে রেলওয়ের শ্রমিকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এ সময় ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে বিষয়টির কোনো সুরাহা হয়নি। রানিং স্টাফদের দাবি, তাঁরা এই বৈঠকে ছিলেন না। তবে তাঁদের দাবির পক্ষে অন্য সংগঠন বৈঠকে অংশ নিয়েছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, তিনি একটি মিটিংয়ে আছেন। এ বিষয়ে পরে জানাবেন।
রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘এই বৈঠক আমাদের সঙ্গে ছিল না। এটা রেলওয়ের যে অন্যান্য ট্রেড ইউনিয়ন আছে যারা আমাদের এই অধিকার রক্ষার সঙ্গে একমত তারা বসেছিল। তারা সবাই শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে বৈঠক করেছেন। এটা আমাদের অধিকার নিয়েই, যা খর্ব করা হয়েছে।’
এই শ্রমিক নেতা বলেন, ‘আমরা সবাইকে বুঝিয়েছি আমাদের বিষয়গুলো। সেখানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও ছিলেন। আমরা তাঁদেরও বুঝিয়েছি। আমাদের যে দাবিগুলো এই ব্যাপারে সবাই একমত। তবে এই দাবিগুলো কেন রেল মন্ত্রণালয় অগ্রাধিকারে নিচ্ছে না বা অর্থ মন্ত্রণালয় এটাকে অগ্রাহ্য করছে, সেটা আমাদের জানা নেই।’
সাঈদুর রহমান বলেন, ‘এই আন্দোলনকে অন্য কিছু ভাবার সুযোগ নেই। এখন রেলপথ মন্ত্রণালয় এটাকে অগ্রাহ্য করলে আমরা দায়ভার নিতে পারি না। আমরা কর্মসূচি দিয়েছি আর এটা ততক্ষণ চলমান থাকবে যতক্ষণ না রেলওয়ের বিধিবিধান অনুযায়ী আমাদের প্রাপ্যটা না পাব।’
তবে তিনি বৈঠকে অংশ নেননি উল্লেখ করে বলেন, ‘আমার শামসুর রহমান শিমুল বিশ্বাসদের সঙ্গে কথা হয়েছে। রেলওয়ের কারও সঙ্গে বৈঠক হয়নি।’

২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ জব্দ এবং উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) বিরুদ্ধে প্রায় ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি মাত্র ১২ লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এসব যন্ত্রপাতি সংস্থাটির আওতাধীন বন্ধ থাকা সাতটি মিলের।
৪২ মিনিট আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক উপকমিশনার এবং রংপুর রেঞ্জে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত অবস্থায় বাধ্যতামূলক অবসরে পাঠানো মো. হামিদুল আলম, তাঁর স্ত্রী ও তিন বোনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা একটি হত্যাচেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বিষয়ে সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে