নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি পণ্য আমদানিতে ভ্যাট ও ট্যাক্স কমানোর কারণে ভোক্তা পর্যায়ে কেমন প্রভাব পড়তে তা জানতে দুই–তিন দিন লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে।
বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ আজ সোমবার সংস্থাটির কারওয়ান বাজারে লিয়াজোঁ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এবিএম আজাদ বলেন, ‘পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ভ্যাট ও ট্যাক্স আংশিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন আমাদের জ্বালানি পণ্যের দামে কী প্রভাব পড়বে তা নির্ণয় করতে কাজ চলছে।’
ভ্যাট ও অগ্রিম ট্যাক্স কমানোর ফলে কী পরিমাণ দাম কমতে পারে এই প্রশ্নের জবাবে এবিএম আজাদ বলেন, ‘রোববারই পরিশোধিত জ্বালানি তেলের আমদানির ওপর শুল্ক কমানো হয়েছে। জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত মন্ত্রণালয় পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। শুল্ক হার কমানোর ফলে কী পরিমাণ দাম কমানো হবে তা পর্যালোচনা না করে এখন বলা সম্ভব নয়।’
ডিজেলে লিটার প্রতি ৯.৫০ টাকা থেকে ১০ টাকা লোকসান গুনছে দাবি করে বিপিসির চেয়ারম্যান বলেন, ‘চলতি মাসের ২৮ দিন পর্যন্ত প্যালেটসের মূল্য অনুযায়ী পরিশোধিত ডিজেলের দাম প্রতি ব্যারেল ১৩২ ডলার। ক্রয়মূল্যের চেয়ে আমরা এখনো ডিজেলে লিটার প্রতি ৯.৫০ টাকা থেকে ১০ টাকার মতো লোকসান দিচ্ছি।’
রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়ের ব্যাপারে তিনি বলেন, ‘রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের ব্যাপারে খুবই প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। রাশিয়ার তেল ক্রয়ের ব্যাপারে কোন মন্তব্য ও মতামত দেওয়ার মতো জায়গায় আসেনি।’
রাশিয়ার তেল ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত কখন আসতে পারে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাশিয়ার তেল ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে মতামত দেওয়ার ব্যাপারে আমি উপযুক্ত ব্যক্তি নই।’
রাশিয়ার তেল বাংলাদেশে আসছে এমন সংবাদের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রাশিয়া থেকে ৫০ লিটার ক্রুড তেলের একটা নমুনা এসেছে। রাশিয়ার এই তেল আমাদের ইস্টার্ন রিফাইনারির ল্যাবে পরীক্ষা করা হবে। রাশিয়ার এই ক্রুড তেলের স্যাম্পলের সঙ্গে তেল আমদানি কোনো সম্পর্ক নেই।’

জ্বালানি পণ্য আমদানিতে ভ্যাট ও ট্যাক্স কমানোর কারণে ভোক্তা পর্যায়ে কেমন প্রভাব পড়তে তা জানতে দুই–তিন দিন লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে।
বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ আজ সোমবার সংস্থাটির কারওয়ান বাজারে লিয়াজোঁ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এবিএম আজাদ বলেন, ‘পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ভ্যাট ও ট্যাক্স আংশিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন আমাদের জ্বালানি পণ্যের দামে কী প্রভাব পড়বে তা নির্ণয় করতে কাজ চলছে।’
ভ্যাট ও অগ্রিম ট্যাক্স কমানোর ফলে কী পরিমাণ দাম কমতে পারে এই প্রশ্নের জবাবে এবিএম আজাদ বলেন, ‘রোববারই পরিশোধিত জ্বালানি তেলের আমদানির ওপর শুল্ক কমানো হয়েছে। জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত মন্ত্রণালয় পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। শুল্ক হার কমানোর ফলে কী পরিমাণ দাম কমানো হবে তা পর্যালোচনা না করে এখন বলা সম্ভব নয়।’
ডিজেলে লিটার প্রতি ৯.৫০ টাকা থেকে ১০ টাকা লোকসান গুনছে দাবি করে বিপিসির চেয়ারম্যান বলেন, ‘চলতি মাসের ২৮ দিন পর্যন্ত প্যালেটসের মূল্য অনুযায়ী পরিশোধিত ডিজেলের দাম প্রতি ব্যারেল ১৩২ ডলার। ক্রয়মূল্যের চেয়ে আমরা এখনো ডিজেলে লিটার প্রতি ৯.৫০ টাকা থেকে ১০ টাকার মতো লোকসান দিচ্ছি।’
রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়ের ব্যাপারে তিনি বলেন, ‘রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের ব্যাপারে খুবই প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। রাশিয়ার তেল ক্রয়ের ব্যাপারে কোন মন্তব্য ও মতামত দেওয়ার মতো জায়গায় আসেনি।’
রাশিয়ার তেল ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত কখন আসতে পারে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাশিয়ার তেল ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে মতামত দেওয়ার ব্যাপারে আমি উপযুক্ত ব্যক্তি নই।’
রাশিয়ার তেল বাংলাদেশে আসছে এমন সংবাদের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রাশিয়া থেকে ৫০ লিটার ক্রুড তেলের একটা নমুনা এসেছে। রাশিয়ার এই তেল আমাদের ইস্টার্ন রিফাইনারির ল্যাবে পরীক্ষা করা হবে। রাশিয়ার এই ক্রুড তেলের স্যাম্পলের সঙ্গে তেল আমদানি কোনো সম্পর্ক নেই।’

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৫ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৬ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
৮ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
৮ ঘণ্টা আগে