নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি পণ্য আমদানিতে ভ্যাট ও ট্যাক্স কমানোর কারণে ভোক্তা পর্যায়ে কেমন প্রভাব পড়তে তা জানতে দুই–তিন দিন লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে।
বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ আজ সোমবার সংস্থাটির কারওয়ান বাজারে লিয়াজোঁ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এবিএম আজাদ বলেন, ‘পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ভ্যাট ও ট্যাক্স আংশিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন আমাদের জ্বালানি পণ্যের দামে কী প্রভাব পড়বে তা নির্ণয় করতে কাজ চলছে।’
ভ্যাট ও অগ্রিম ট্যাক্স কমানোর ফলে কী পরিমাণ দাম কমতে পারে এই প্রশ্নের জবাবে এবিএম আজাদ বলেন, ‘রোববারই পরিশোধিত জ্বালানি তেলের আমদানির ওপর শুল্ক কমানো হয়েছে। জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত মন্ত্রণালয় পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। শুল্ক হার কমানোর ফলে কী পরিমাণ দাম কমানো হবে তা পর্যালোচনা না করে এখন বলা সম্ভব নয়।’
ডিজেলে লিটার প্রতি ৯.৫০ টাকা থেকে ১০ টাকা লোকসান গুনছে দাবি করে বিপিসির চেয়ারম্যান বলেন, ‘চলতি মাসের ২৮ দিন পর্যন্ত প্যালেটসের মূল্য অনুযায়ী পরিশোধিত ডিজেলের দাম প্রতি ব্যারেল ১৩২ ডলার। ক্রয়মূল্যের চেয়ে আমরা এখনো ডিজেলে লিটার প্রতি ৯.৫০ টাকা থেকে ১০ টাকার মতো লোকসান দিচ্ছি।’
রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়ের ব্যাপারে তিনি বলেন, ‘রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের ব্যাপারে খুবই প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। রাশিয়ার তেল ক্রয়ের ব্যাপারে কোন মন্তব্য ও মতামত দেওয়ার মতো জায়গায় আসেনি।’
রাশিয়ার তেল ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত কখন আসতে পারে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাশিয়ার তেল ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে মতামত দেওয়ার ব্যাপারে আমি উপযুক্ত ব্যক্তি নই।’
রাশিয়ার তেল বাংলাদেশে আসছে এমন সংবাদের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রাশিয়া থেকে ৫০ লিটার ক্রুড তেলের একটা নমুনা এসেছে। রাশিয়ার এই তেল আমাদের ইস্টার্ন রিফাইনারির ল্যাবে পরীক্ষা করা হবে। রাশিয়ার এই ক্রুড তেলের স্যাম্পলের সঙ্গে তেল আমদানি কোনো সম্পর্ক নেই।’

জ্বালানি পণ্য আমদানিতে ভ্যাট ও ট্যাক্স কমানোর কারণে ভোক্তা পর্যায়ে কেমন প্রভাব পড়তে তা জানতে দুই–তিন দিন লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ। তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে।
বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ আজ সোমবার সংস্থাটির কারওয়ান বাজারে লিয়াজোঁ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এবিএম আজাদ বলেন, ‘পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ভ্যাট ও ট্যাক্স আংশিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন আমাদের জ্বালানি পণ্যের দামে কী প্রভাব পড়বে তা নির্ণয় করতে কাজ চলছে।’
ভ্যাট ও অগ্রিম ট্যাক্স কমানোর ফলে কী পরিমাণ দাম কমতে পারে এই প্রশ্নের জবাবে এবিএম আজাদ বলেন, ‘রোববারই পরিশোধিত জ্বালানি তেলের আমদানির ওপর শুল্ক কমানো হয়েছে। জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত মন্ত্রণালয় পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। শুল্ক হার কমানোর ফলে কী পরিমাণ দাম কমানো হবে তা পর্যালোচনা না করে এখন বলা সম্ভব নয়।’
ডিজেলে লিটার প্রতি ৯.৫০ টাকা থেকে ১০ টাকা লোকসান গুনছে দাবি করে বিপিসির চেয়ারম্যান বলেন, ‘চলতি মাসের ২৮ দিন পর্যন্ত প্যালেটসের মূল্য অনুযায়ী পরিশোধিত ডিজেলের দাম প্রতি ব্যারেল ১৩২ ডলার। ক্রয়মূল্যের চেয়ে আমরা এখনো ডিজেলে লিটার প্রতি ৯.৫০ টাকা থেকে ১০ টাকার মতো লোকসান দিচ্ছি।’
রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়ের ব্যাপারে তিনি বলেন, ‘রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের ব্যাপারে খুবই প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। রাশিয়ার তেল ক্রয়ের ব্যাপারে কোন মন্তব্য ও মতামত দেওয়ার মতো জায়গায় আসেনি।’
রাশিয়ার তেল ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত কখন আসতে পারে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাশিয়ার তেল ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে মতামত দেওয়ার ব্যাপারে আমি উপযুক্ত ব্যক্তি নই।’
রাশিয়ার তেল বাংলাদেশে আসছে এমন সংবাদের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রাশিয়া থেকে ৫০ লিটার ক্রুড তেলের একটা নমুনা এসেছে। রাশিয়ার এই তেল আমাদের ইস্টার্ন রিফাইনারির ল্যাবে পরীক্ষা করা হবে। রাশিয়ার এই ক্রুড তেলের স্যাম্পলের সঙ্গে তেল আমদানি কোনো সম্পর্ক নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫৩ জন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে ব
২৭ মিনিট আগে
সাত দেশে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবের ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের মোট ৩২৮টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকান ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
২০২৫ সালের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সেদিন ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে