নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে আমদানি হওয়া বিভিন্ন খেজুরের মধ্যে দুই ধরনের খেজুরের দাম ঠিক করে দিয়েছে সরকার। গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অতি সাধারণ/নিম্নমানের খেজুর প্রতি কেজি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম ১৭০-১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় ওই বিজ্ঞপ্তির অনুলিপি এফবিসিসিআই সভাপতি এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকেও পাঠানো হয়েছে।
তারপরও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন আমদানিকারকেরা। খেজুরের দাম বেঁধে দেওয়া সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি সিরাজুল ইসলাম বলেন, ‘খেজুরের দাম বেঁধে দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমদানিকারক ও পাইকারি পর্যায়ে কে কত দামে বিক্রি করবে, সেটিও আমাদের জানা নেই।’
এদিকে খেজুরের অতিরিক্ত দাম নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম মঙ্গলবার বলেন, ‘সাধারণ মানুষ যে খেজুরটা খায়, সেটা ২০০-২৫০ টাকার মধ্যে রাখতে বলেছি। মন্ত্রণালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজকের (গতকাল) মধ্যে এটা প্রকাশ করা হবে।’
এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলার দরকার নেই। এটা যার যার ব্যাপার। যে যেটা দিয়ে ইচ্ছা ইফতার করবেন। বস্তার খেজুরটার শুল্ক কমানো হয়েছে। উঁচু জাতের দামি খেজুরের শুল্ক কমানো হয়নি। সাধারণ মানুষ যেটা খায়, সেটার দাম কমাতে চিঠি দেওয়া হয়েছে।
এ সময় দেশে চিনি ও অন্যান্য পণ্যের কোনো সংকট নেই বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, খোলা চিনি প্রতি কেজি ১৪০ টাকা এবং প্যাকেটজাত ১৪৫ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হবে। দেশে কোনো জিনিসের অভাব নেই।

দেশে আমদানি হওয়া বিভিন্ন খেজুরের মধ্যে দুই ধরনের খেজুরের দাম ঠিক করে দিয়েছে সরকার। গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অতি সাধারণ/নিম্নমানের খেজুর প্রতি কেজি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম ১৭০-১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় ওই বিজ্ঞপ্তির অনুলিপি এফবিসিসিআই সভাপতি এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকেও পাঠানো হয়েছে।
তারপরও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন আমদানিকারকেরা। খেজুরের দাম বেঁধে দেওয়া সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি সিরাজুল ইসলাম বলেন, ‘খেজুরের দাম বেঁধে দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমদানিকারক ও পাইকারি পর্যায়ে কে কত দামে বিক্রি করবে, সেটিও আমাদের জানা নেই।’
এদিকে খেজুরের অতিরিক্ত দাম নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম মঙ্গলবার বলেন, ‘সাধারণ মানুষ যে খেজুরটা খায়, সেটা ২০০-২৫০ টাকার মধ্যে রাখতে বলেছি। মন্ত্রণালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজকের (গতকাল) মধ্যে এটা প্রকাশ করা হবে।’
এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলার দরকার নেই। এটা যার যার ব্যাপার। যে যেটা দিয়ে ইচ্ছা ইফতার করবেন। বস্তার খেজুরটার শুল্ক কমানো হয়েছে। উঁচু জাতের দামি খেজুরের শুল্ক কমানো হয়নি। সাধারণ মানুষ যেটা খায়, সেটার দাম কমাতে চিঠি দেওয়া হয়েছে।
এ সময় দেশে চিনি ও অন্যান্য পণ্যের কোনো সংকট নেই বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, খোলা চিনি প্রতি কেজি ১৪০ টাকা এবং প্যাকেটজাত ১৪৫ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হবে। দেশে কোনো জিনিসের অভাব নেই।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
২ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৪ ঘণ্টা আগে