কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব। বাংলাদেশ আনতেও চায়। তবে দূরত্বসহ নানান কারণে জীবন্ত গরু আমদানির প্রক্রিয়াটি জটিল। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের গরুর মাংসের বাংলাদেশে বিপুল সম্ভাবনা আছে। দূরত্বসহ নানা জটিলতা সামাল দেওয়া গেলে ব্রাজিল থেকে এখানে জীবন্ত গরু আনা সম্ভব।
চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার ঢাকা সফরের সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ঈদুল আজহা সামনে রেখে দেশটি থেকে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা, তা খতিয়ে দেখার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত বলেন, ভারতসহ বিভিন্ন দেশ ব্রাজিল থেকে প্রচুর জৈবজ্বালানি ইথানল কেনে। ইথানল সস্তা। বিশ্ববাজারে তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে বিকল্প হিসেবে বাংলাদেশ ইথানল কিনতে পারে।
ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাকের বেশ চাহিদা আছে, এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল বাংলাদেশের পোশাকের বড় বাজার হতে পারে।
ঢাকায় ব্রাজিলের একটি ভিসা সেন্টারের ব্যবস্থা করার চেষ্টা চলছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ভিসার আবেদন বাড়ছে। কিন্তু দূতাবাসে পর্যাপ্ত লোকবল নেই। ভিসা সেন্টারের ব্যবস্থা করা গেলে দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করা যাবে।
রাষ্ট্রদূত বলেন, আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে যাওয়ার কথা রয়েছে। তখন দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা আছে।
ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব। বাংলাদেশ আনতেও চায়। তবে দূরত্বসহ নানান কারণে জীবন্ত গরু আমদানির প্রক্রিয়াটি জটিল। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের গরুর মাংসের বাংলাদেশে বিপুল সম্ভাবনা আছে। দূরত্বসহ নানা জটিলতা সামাল দেওয়া গেলে ব্রাজিল থেকে এখানে জীবন্ত গরু আনা সম্ভব।
চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার ঢাকা সফরের সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ঈদুল আজহা সামনে রেখে দেশটি থেকে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা, তা খতিয়ে দেখার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত বলেন, ভারতসহ বিভিন্ন দেশ ব্রাজিল থেকে প্রচুর জৈবজ্বালানি ইথানল কেনে। ইথানল সস্তা। বিশ্ববাজারে তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে বিকল্প হিসেবে বাংলাদেশ ইথানল কিনতে পারে।
ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাকের বেশ চাহিদা আছে, এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল বাংলাদেশের পোশাকের বড় বাজার হতে পারে।
ঢাকায় ব্রাজিলের একটি ভিসা সেন্টারের ব্যবস্থা করার চেষ্টা চলছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ভিসার আবেদন বাড়ছে। কিন্তু দূতাবাসে পর্যাপ্ত লোকবল নেই। ভিসা সেন্টারের ব্যবস্থা করা গেলে দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করা যাবে।
রাষ্ট্রদূত বলেন, আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে যাওয়ার কথা রয়েছে। তখন দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা আছে।
ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
৩ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
৫ ঘণ্টা আগে