Ajker Patrika

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল: রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল: রাষ্ট্রদূত

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব। বাংলাদেশ আনতেও চায়। তবে দূরত্বসহ নানান কারণে জীবন্ত গরু আমদানির প্রক্রিয়াটি জটিল। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন। 

ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। 

রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের গরুর মাংসের বাংলাদেশে বিপুল সম্ভাবনা আছে। দূরত্বসহ নানা জটিলতা সামাল দেওয়া গেলে ব্রাজিল থেকে এখানে জীবন্ত গরু আনা সম্ভব। 

চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার ঢাকা সফরের সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ঈদুল আজহা সামনে রেখে দেশটি থেকে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা, তা খতিয়ে দেখার অনুরোধ জানান। 

রাষ্ট্রদূত বলেন, ভারতসহ বিভিন্ন দেশ ব্রাজিল থেকে প্রচুর জৈবজ্বালানি ইথানল কেনে। ইথানল সস্তা। বিশ্ববাজারে তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে বিকল্প হিসেবে বাংলাদেশ ইথানল কিনতে পারে। 

ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাকের বেশ চাহিদা আছে, এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল বাংলাদেশের পোশাকের বড় বাজার হতে পারে। 

ঢাকায় ব্রাজিলের একটি ভিসা সেন্টারের ব্যবস্থা করার চেষ্টা চলছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ভিসার আবেদন বাড়ছে। কিন্তু দূতাবাসে পর্যাপ্ত লোকবল নেই। ভিসা সেন্টারের ব্যবস্থা করা গেলে দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করা যাবে। 

রাষ্ট্রদূত বলেন, আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে যাওয়ার কথা রয়েছে। তখন দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা আছে। 

ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত