কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের স্বীকৃতি দেওয়ার দিনটিকে মৈত্রী দিবস হিসেবে উদ্যাপন করতে যাচ্ছে দুই দেশ। উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের ১৮টি দেশের রাজধানীতে অনুষ্ঠান করবে।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় দেশটি। বাংলাদেশকে একই দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে দ্বিতীয় স্বীকৃতি দিয়েছিল ভারত। এ জন্য ঐতিহাসিক দিনটি বাংলাদেশ ও ভারত মৈত্রী দিবস পালন করতে যাচ্ছে। আর এ জন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে দুই দেশ। চলতি বছরের মার্চে এ দিনটিকে দুই দেশের মৈত্রী দিবস হিসেবে পালন করতে সিদ্ধান্ত নেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীরা।
উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের ১৮টি দেশের রাজধানীতে অনুষ্ঠান করবে। ঢাকা ও দিল্লির বাইরে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের রাজধানীতে বাংলাদেশ ও ভারতের দূতাবাসগুলো যৌথভাবে মৈত্রী দিবস উদযাপন করবে। এর মধ্যে কিছু দেশে ৬ ডিসেম্বর দিবসটি উদযাপন করা হলেও কিছু দেশে করোনার পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের দেওয়া বিধিনিষেধের ফলে পরে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পুর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শহরে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী দেখানো হচ্ছে। চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এর উদ্বোধন করা হয়। এ সময়ে দুই নেতা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ৫০ বছরের ওপর ডাকটিকিট অবমুক্ত করেন। সেই সঙ্গে যুদ্ধে অংশগ্রহণকারীদর সফর বিনিময়, নৌ বাহিনীর জাহাজের সফর বিনিময়, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিন্ন স্বার্থ, সন্মান ও বোঝাপড়ার মাধ্যমে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ও ভারত। সমৃদ্ধি ও উন্নয়নে আগামী ৫০ বছরেরও পরে দুই দেশের মানুষ ও নেতৃত্বের একত্রে কাজ করার ইচ্ছার প্রতিফলন হচ্ছে যৌথ ভাবে মৈত্রী দিবস উদযাপন।

বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের স্বীকৃতি দেওয়ার দিনটিকে মৈত্রী দিবস হিসেবে উদ্যাপন করতে যাচ্ছে দুই দেশ। উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের ১৮টি দেশের রাজধানীতে অনুষ্ঠান করবে।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় দেশটি। বাংলাদেশকে একই দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে দ্বিতীয় স্বীকৃতি দিয়েছিল ভারত। এ জন্য ঐতিহাসিক দিনটি বাংলাদেশ ও ভারত মৈত্রী দিবস পালন করতে যাচ্ছে। আর এ জন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে দুই দেশ। চলতি বছরের মার্চে এ দিনটিকে দুই দেশের মৈত্রী দিবস হিসেবে পালন করতে সিদ্ধান্ত নেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীরা।
উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের ১৮টি দেশের রাজধানীতে অনুষ্ঠান করবে। ঢাকা ও দিল্লির বাইরে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের রাজধানীতে বাংলাদেশ ও ভারতের দূতাবাসগুলো যৌথভাবে মৈত্রী দিবস উদযাপন করবে। এর মধ্যে কিছু দেশে ৬ ডিসেম্বর দিবসটি উদযাপন করা হলেও কিছু দেশে করোনার পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের দেওয়া বিধিনিষেধের ফলে পরে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পুর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শহরে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী দেখানো হচ্ছে। চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এর উদ্বোধন করা হয়। এ সময়ে দুই নেতা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ৫০ বছরের ওপর ডাকটিকিট অবমুক্ত করেন। সেই সঙ্গে যুদ্ধে অংশগ্রহণকারীদর সফর বিনিময়, নৌ বাহিনীর জাহাজের সফর বিনিময়, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিন্ন স্বার্থ, সন্মান ও বোঝাপড়ার মাধ্যমে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ও ভারত। সমৃদ্ধি ও উন্নয়নে আগামী ৫০ বছরেরও পরে দুই দেশের মানুষ ও নেতৃত্বের একত্রে কাজ করার ইচ্ছার প্রতিফলন হচ্ছে যৌথ ভাবে মৈত্রী দিবস উদযাপন।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৭ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১০ ঘণ্টা আগে