কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং সেক্রেটারি অব স্টেট ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স ডমিনিক রাব ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে ডমিনিক রাব বাংলাদেশ এবং দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানান। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আফগানিস্তান ইস্যুতে সমন্বিত আন্তর্জাতিক সাড়া দানের বিষয়টিতে গুরুত্ব দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আবারও জানিয়েছেন ডমিনিক রাব। বিশেষ করে যখন কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রে স্থানান্তর এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের জন্য বাংলাদেশের প্রশংসা করেন তিনি।
বৈঠকে দুই মন্ত্রী রোহিঙ্গা নিয়েও আলোচনা করেন। বাংলাদেশে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন দিতে যুক্তরাজ্যের সহায়তার বিষয়টি আবারও নিশ্চিত করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বজায় রাখার বিষয়টিতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান ডমিনিক রাব। বৈঠকে দুই দেশের বাণিজ্য সংলাপের বিষয়টিকে স্বাগত জানিয়ে বাণিজ্য বাড়ানোর বিষয়ে ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি সশরীরে লন্ডনে ২ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আফগানিস্তান ইস্যুতে ডমিনিক রাব মধ্যপ্রাচ্য সফরে চলে যাওয়ায় বৈঠকটি স্থগিত হয়ে যায়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক হয়েছিল ১৯৭৪ সালে। এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন। আর যুক্তরাজ্যের পক্ষে বৈঠকে অংশ নেন তৎকালীন সেক্রেটারি অব স্টেট ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স জেমস কালাগান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং সেক্রেটারি অব স্টেট ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স ডমিনিক রাব ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে ডমিনিক রাব বাংলাদেশ এবং দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানান। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আফগানিস্তান ইস্যুতে সমন্বিত আন্তর্জাতিক সাড়া দানের বিষয়টিতে গুরুত্ব দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আবারও জানিয়েছেন ডমিনিক রাব। বিশেষ করে যখন কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রে স্থানান্তর এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের জন্য বাংলাদেশের প্রশংসা করেন তিনি।
বৈঠকে দুই মন্ত্রী রোহিঙ্গা নিয়েও আলোচনা করেন। বাংলাদেশে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবন দিতে যুক্তরাজ্যের সহায়তার বিষয়টি আবারও নিশ্চিত করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বজায় রাখার বিষয়টিতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান ডমিনিক রাব। বৈঠকে দুই দেশের বাণিজ্য সংলাপের বিষয়টিকে স্বাগত জানিয়ে বাণিজ্য বাড়ানোর বিষয়ে ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি সশরীরে লন্ডনে ২ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আফগানিস্তান ইস্যুতে ডমিনিক রাব মধ্যপ্রাচ্য সফরে চলে যাওয়ায় বৈঠকটি স্থগিত হয়ে যায়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক হয়েছিল ১৯৭৪ সালে। এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন। আর যুক্তরাজ্যের পক্ষে বৈঠকে অংশ নেন তৎকালীন সেক্রেটারি অব স্টেট ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স জেমস কালাগান।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১০ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
১১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১২ ঘণ্টা আগে