নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাস সীমিত থাকায় যাত্রীরা রেলযোগাযোগকেই বেছে নিচ্ছে।
আজ (বৃহস্পতিবার) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলোতে যাত্রী স্বাভাবিকের চেয়ে বেশি। সকালে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ফিরতি ট্রেনগুলো সময়মতো স্টেশনে পৌঁছেছে বলে জানিয়েছেন একাধিক টিটি (টিকিট কালেক্টর)। সকাল ৬টায় রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস যথাসময়ে ছেড়ে গেছে। এরপর সকালে প্রতিটি ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়ে যেতে দেখা যায়।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চট্টগ্রামগামী যাত্রী আবির হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ কাজে কক্সবাজারে যেতে হচ্ছে। দিনের বেলায় বাস নেই একটিও। তাই চট্টগ্রামে যাওয়ার জন্য সোনার বাংলা এক্সপ্রেসে উঠেছি। চট্টগ্রামে গিয়ে সেখান থেকে বাসে কক্সবাজার যাব।’
নির্ধারিত সময় সকাল ৭টায় চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়। এ ছাড়া নির্ধারিত সময়ে অন্য রুটের ট্রেনগুলোও ছেড়েছে।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কমলাপুরে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) দায়িত্ব পালন করছে। স্টেশনের প্রবেশমুখ থেকে শুরু করে টিকিট কাউন্টার হয়ে ট্রেনে ওঠা পর্যন্ত তিন জায়গায় আরএনবি ও জিআরপি রয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, ‘অবরোধে ট্রেনের সময়সূচির কোনো পরিবর্তন হয়নি। ট্রেন সময়মতো চলছে।’
এর আগেও বিএনপি ও জামায়াতের পৃথকভাবে ডাকা দুই দফা অবরোধে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাস সীমিত থাকায় যাত্রীরা রেলযোগাযোগকেই বেছে নিচ্ছে।
আজ (বৃহস্পতিবার) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলোতে যাত্রী স্বাভাবিকের চেয়ে বেশি। সকালে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ফিরতি ট্রেনগুলো সময়মতো স্টেশনে পৌঁছেছে বলে জানিয়েছেন একাধিক টিটি (টিকিট কালেক্টর)। সকাল ৬টায় রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস যথাসময়ে ছেড়ে গেছে। এরপর সকালে প্রতিটি ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়ে যেতে দেখা যায়।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চট্টগ্রামগামী যাত্রী আবির হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ কাজে কক্সবাজারে যেতে হচ্ছে। দিনের বেলায় বাস নেই একটিও। তাই চট্টগ্রামে যাওয়ার জন্য সোনার বাংলা এক্সপ্রেসে উঠেছি। চট্টগ্রামে গিয়ে সেখান থেকে বাসে কক্সবাজার যাব।’
নির্ধারিত সময় সকাল ৭টায় চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়। এ ছাড়া নির্ধারিত সময়ে অন্য রুটের ট্রেনগুলোও ছেড়েছে।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কমলাপুরে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) দায়িত্ব পালন করছে। স্টেশনের প্রবেশমুখ থেকে শুরু করে টিকিট কাউন্টার হয়ে ট্রেনে ওঠা পর্যন্ত তিন জায়গায় আরএনবি ও জিআরপি রয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, ‘অবরোধে ট্রেনের সময়সূচির কোনো পরিবর্তন হয়নি। ট্রেন সময়মতো চলছে।’
এর আগেও বিএনপি ও জামায়াতের পৃথকভাবে ডাকা দুই দফা অবরোধে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনে লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে এবং এতে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
২৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে ‘বার্তা’ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর এই বার্তা প্রচার করা হবে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি
১ ঘণ্টা আগে