নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাহাত্তরের সংবিধানে ফিরতে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিআইএলআইএ) কার্যালয়ে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যে প্রসঙ্গ তাঁর তৎনগদ জবাব দেওয়া সম্ভব নয়।’ বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ‘সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে আলাপ–আলোচনা এবং যে দল সরকার গঠন করেছে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়ে তারপর এমন সিদ্ধান্তে আসতে হবে।’
আনিসুল হক বলেন, ‘আমি যেটা মনে করি ১৫ তম সংশোধনীর মাধ্যমে অরিজিনাল বা বাহাত্তরের সংবিধান আমরা অনেকাংশেই ফিলআপ করেছি। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আমরা আর কিছুটা তার মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করেছি।’
তবে এখানেও অনেক বাধা বিপত্তি আসছে বলেও উল্লেখ করেন তিনি।
একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমানের সাজা বাড়ানোর জন্য কোনো আপিল করা হয়েছে বা হবে কিনা জানতে চাইলে নির্দিষ্ট করে কিছু বলেননি আইনমন্ত্রী। তিনি বলেন, ‘ঘটনায় তারেক রহমানের হাত ছিল এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কারণ তিনি ভিকটিম। তাঁর কাছে শুনে আমরাও বলেছি। এখন আদালতে সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছে যে, হামলায় তারেক রহমান জড়িত। তাঁর যাবজ্জীবন সাজা হয়েছে। অ্যাপিলেট কোর্টে এই মামলার শুরু হয়েছে। দেখেন আগে কি হয়।’
‘বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে’—প্রধানমন্ত্রীর এমন উক্তি উল্লেখ করে এক্সিকিউটিভ পাওয়ার যখন-তখন ব্যবহার করা যায় কিনা, এই বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এক্সিকিউটিভ পাওয়ার যেকোনো সময়ে বাড়ানো যায় বা ব্যবহার করা যায়। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ৪০১ ধারা ও নির্বাহী আদেশ অনুযায়ী সাজা স্থগিত করা হয়েছে। স্থগিত মানে যেকোনো সময়ে আবারও চালু করা যাবে।’ তবে এখনো তেমন কোনো চিন্তা ভাবনা নেই বলে জানান তিনি।

বাহাত্তরের সংবিধানে ফিরতে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিআইএলআইএ) কার্যালয়ে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যে প্রসঙ্গ তাঁর তৎনগদ জবাব দেওয়া সম্ভব নয়।’ বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ‘সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে আলাপ–আলোচনা এবং যে দল সরকার গঠন করেছে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়ে তারপর এমন সিদ্ধান্তে আসতে হবে।’
আনিসুল হক বলেন, ‘আমি যেটা মনে করি ১৫ তম সংশোধনীর মাধ্যমে অরিজিনাল বা বাহাত্তরের সংবিধান আমরা অনেকাংশেই ফিলআপ করেছি। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আমরা আর কিছুটা তার মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করেছি।’
তবে এখানেও অনেক বাধা বিপত্তি আসছে বলেও উল্লেখ করেন তিনি।
একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমানের সাজা বাড়ানোর জন্য কোনো আপিল করা হয়েছে বা হবে কিনা জানতে চাইলে নির্দিষ্ট করে কিছু বলেননি আইনমন্ত্রী। তিনি বলেন, ‘ঘটনায় তারেক রহমানের হাত ছিল এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কারণ তিনি ভিকটিম। তাঁর কাছে শুনে আমরাও বলেছি। এখন আদালতে সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছে যে, হামলায় তারেক রহমান জড়িত। তাঁর যাবজ্জীবন সাজা হয়েছে। অ্যাপিলেট কোর্টে এই মামলার শুরু হয়েছে। দেখেন আগে কি হয়।’
‘বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে’—প্রধানমন্ত্রীর এমন উক্তি উল্লেখ করে এক্সিকিউটিভ পাওয়ার যখন-তখন ব্যবহার করা যায় কিনা, এই বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এক্সিকিউটিভ পাওয়ার যেকোনো সময়ে বাড়ানো যায় বা ব্যবহার করা যায়। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ৪০১ ধারা ও নির্বাহী আদেশ অনুযায়ী সাজা স্থগিত করা হয়েছে। স্থগিত মানে যেকোনো সময়ে আবারও চালু করা যাবে।’ তবে এখনো তেমন কোনো চিন্তা ভাবনা নেই বলে জানান তিনি।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৫ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৮ ঘণ্টা আগে