নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন এলাকার কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। এ ছাড়া অবৈধভাবে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে বালু উত্তোলন তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত।
জনস্বার্থে এলাকাবাসীর পক্ষে আলোকবালী গ্রামের হানিফ মিয়ার করা রিটের পরিপ্রেক্ষিতে গত ২৫ মে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকার বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
ভূমি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার সচিব, নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ৯ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সত্যায়িত অনুলিপি পাওয়ার পর মঙ্গলবার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী সিরাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কেন পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এ ছাড়া জেলা প্রশাসক বরাবর দেওয়া এ-সংক্রান্ত আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
গত ১৯ এপ্রিল জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, আলোকবালী ইউনিয়নের ১৩৯ জন কৃষকের কয়েক শ বিঘা জমি থেকে স্থানীয় ভূমিদস্যু কাইয়ুম মিয়া অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এতে কৃষকেরা জমি হারিয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোনো প্রতিকার মেলেনি।

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন এলাকার কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। এ ছাড়া অবৈধভাবে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে বালু উত্তোলন তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত।
জনস্বার্থে এলাকাবাসীর পক্ষে আলোকবালী গ্রামের হানিফ মিয়ার করা রিটের পরিপ্রেক্ষিতে গত ২৫ মে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকার বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
ভূমি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার সচিব, নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ৯ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সত্যায়িত অনুলিপি পাওয়ার পর মঙ্গলবার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী সিরাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কেন পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এ ছাড়া জেলা প্রশাসক বরাবর দেওয়া এ-সংক্রান্ত আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
গত ১৯ এপ্রিল জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, আলোকবালী ইউনিয়নের ১৩৯ জন কৃষকের কয়েক শ বিঘা জমি থেকে স্থানীয় ভূমিদস্যু কাইয়ুম মিয়া অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এতে কৃষকেরা জমি হারিয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোনো প্রতিকার মেলেনি।

ঋণ ও আয়কর-সংক্রান্ত অনিয়মের মাধ্যমে প্রায় ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ জন পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
কার্যকরভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার মৌলিক ভিত্তি বলে মন্তব্য করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেছেন, পরিবর্তনশীল কৌশলগত পরিবেশে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ রক্ষায়...
২৩ মিনিট আগে
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট। একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’-তে রায়ের কোনো বিকল্প নেই।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকি আসনগুলোতে ফ্যাসিবাদবিরোধী সৎ ও দক্ষ প্রার্থীদের সমর্থন দেবে বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে