বিশেষ প্রতিনিধি, ঢাকা

ভারতের গুজরাটে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ২৭৪ জনের প্রাণহানির ঘটনার পর নিজেদের বহরে থাকা বোয়িং ৭৮৭ সিরিজের সব উড়োজাহাজ পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজ মঙ্গলবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনায় পড়ে, যার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানের প্রকৌশল বিভাগ বহরে থাকা সব ড্রিমলাইনারের নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে। এই পরীক্ষার আওতায় ইঞ্জিন ফুয়েল সিস্টেম, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল, ইলেকট্রিক্যাল পাওয়ার, হাইড্রোলিক সিস্টেম, এয়ারকন্ডিশনিং, ফ্লাইট কন্ট্রোল সিস্টেমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের মান যাচাই করা হচ্ছে।
বিমানের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার তদন্ত শেষে নির্মাতাপ্রতিষ্ঠান বোয়িং রক্ষণাবেক্ষণসংক্রান্ত যে নির্দেশনাই দেবে, তা সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য বিমানের প্রকৌশল বিভাগ প্রস্তুত রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে মোট ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে। এগুলোর মধ্যে চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ মডেলের। প্রতিটি উড়োজাহাজ নির্ধারিত সময়ে এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রোগ্রাম অনুসারে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময়ের মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুনে পুড়ে যায় উড়োজাহাজটি। ওই উড়োজাহাজে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন নিহত হন। হোস্টেলের কিছু শিক্ষার্থীও প্রাণ হারান। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৭৪ জনে।
এই মর্মান্তিক ঘটনার পর ভারত সরকার বোয়িং ৭৮৭ সিরিজের সব উড়োজাহাজের বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে।

ভারতের গুজরাটে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ২৭৪ জনের প্রাণহানির ঘটনার পর নিজেদের বহরে থাকা বোয়িং ৭৮৭ সিরিজের সব উড়োজাহাজ পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজ মঙ্গলবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনায় পড়ে, যার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানের প্রকৌশল বিভাগ বহরে থাকা সব ড্রিমলাইনারের নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে। এই পরীক্ষার আওতায় ইঞ্জিন ফুয়েল সিস্টেম, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল, ইলেকট্রিক্যাল পাওয়ার, হাইড্রোলিক সিস্টেম, এয়ারকন্ডিশনিং, ফ্লাইট কন্ট্রোল সিস্টেমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের মান যাচাই করা হচ্ছে।
বিমানের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার তদন্ত শেষে নির্মাতাপ্রতিষ্ঠান বোয়িং রক্ষণাবেক্ষণসংক্রান্ত যে নির্দেশনাই দেবে, তা সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য বিমানের প্রকৌশল বিভাগ প্রস্তুত রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে মোট ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে। এগুলোর মধ্যে চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ মডেলের। প্রতিটি উড়োজাহাজ নির্ধারিত সময়ে এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রোগ্রাম অনুসারে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময়ের মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুনে পুড়ে যায় উড়োজাহাজটি। ওই উড়োজাহাজে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জন নিহত হন। হোস্টেলের কিছু শিক্ষার্থীও প্রাণ হারান। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৭৪ জনে।
এই মর্মান্তিক ঘটনার পর ভারত সরকার বোয়িং ৭৮৭ সিরিজের সব উড়োজাহাজের বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে
আদিলুর রহমান খান বলেন, এত দিন যে অন্যায় হয়েছে, সেই অন্যায় আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের বিষয়ে সবার সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘যাঁরা বাংলাদেশকে বদলাতে চান, বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে চান...
২ ঘণ্টা আগে
গণভোট নিয়ে সমালোচনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে।
২ ঘণ্টা আগে
হিজরি সালের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন।
৫ ঘণ্টা আগে