Ajker Patrika

মব জাস্টিস নিয়ে কঠোর অবস্থানে সরকার

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি: পিআইডি
উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি: পিআইডি

মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘এখন থেকে কেউ মব জাস্টিস বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হবে।’

সচিবালয়ে আজ রোববার আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নারী নির্যাতন ও হয়রানির বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ আলোচনা হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘যেখানে মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হবে, সে যে-ই হোন না কেন, সে যে ধর্মের, যে লিঙ্গের, যে বর্ণের হোন না কেন—এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব।’

মাহফুজ আলম বলেন, ‘আইন হচ্ছে অন্ধ, যে-ই অপরাধী হন, তার জাত-পাত, বর্ণ দেখা হবে না। লিঙ্গ দেখা হবে না, নারী কী পুরুষ। যিনি মব জাস্টিস করুন না কেন—ধর্মীয় হোক, নিধার্মিক হোক না কেন, তাকে আইনের আওতায় নেওয়ার বিষয়ে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

এ উপদেষ্টা আরও বলেন, ‘আজকে (রোববার) আমরা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি—সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, থানা ঘেরাও থেকে শুরু করে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে, আমরা কঠোর ভূমিকা রাখব। গ্রেপ্তার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা সেখানেই আমরা নেব। এ বিষয়ে সকল স্টেকহোল্ডারদের বলে দেওয়া হয়েছে।’

মাহফুজ আলম বলেন, এর আগে মব জাস্টিসের যত ঘটনা ঘটেছে, সেসব নিয়ে মামলা হলে বা সরকারের পক্ষ থেকেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স।

তথ্য উপদেষ্টা বলেন, ‘গত সাত-আট মাসের যে যেখানেই ঝামেলা করেছে, যে যেখানে মব জাস্টিস করেছে—আমাদের গোয়েন্দা সংস্থা সক্রিয় আছে। আমরা বলেছি আরও প্রো-অ্যাকটিভ ওয়েতে সবকিছু নজরদারিতে আনার জন্য। আজকে থেকে আমরা সমন্বিতভাবে সব তথ্য সংগ্রহ করে, যে অপরাধী তাকে আমরা ওখানেই গ্রেপ্তার করব। আমরা একদিন অপেক্ষা করব না। ওখান থেকেই তুলে নিয়ে আসব।’

মব জাস্টিসের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘প্রধান উপদেষ্টার দপ্তরে আজকে (রোববার) মিটিংটা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে হয়েছে। আমরা প্রত্যেকেই আপনাদের মতো ডিস্টার্ব। আমরা সিদ্ধান্ত নিয়েছি—আমাদের আরও অনেক কঠোর হতে হবে। এখান থেকে যেকোনো ধরনের মব জাস্টিসকে কঠোরভাবে দমন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত