নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে আরও দুই সাবেক সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন- বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান (দিলীপ)।
আজ মঙ্গলবার দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ সংশ্লিষ্ট বরগুনা-২ আসন সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
দুদক সূত্রে বলা হয়, তার অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বর্হিভূত সম্পদ রয়েছে মর্মে গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে।
অন্যদিকে, নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি।
অভিযোগে বলা হয়, সাবেক এই সংসদ সদস্য ২০২৩-২৪ করবর্ষে তার স্ত্রীর নামে ৩৪ লাখ ৪১ হাজার ৮০০ টাকা ও নিজ নামে ৮ কোটি ৬২ লাখ ২৮ ৬৩৭ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জন করেছেন তথ্য পাওয়া গেছে, যা আয়ের বৈধ উৎস নেই।।
ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ সার আত্মসাৎকাণ্ডে আলোচিত কামরুল আশরাফ খান পোটনের ভাই। এই ঘটনায় পোটনের বিরুদ্ধে সরকারের ৫৮২ কোটি টাকা মূল্যের ইউরিয়ার সার আমদানি করে আত্মসাতের অভিযোগ মামলা করেছে দুদক। পোটন একই আসনের সাবেক এমপি ছিলেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে আরও দুই সাবেক সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন- বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান (দিলীপ)।
আজ মঙ্গলবার দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ সংশ্লিষ্ট বরগুনা-২ আসন সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
দুদক সূত্রে বলা হয়, তার অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বর্হিভূত সম্পদ রয়েছে মর্মে গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে।
অন্যদিকে, নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি।
অভিযোগে বলা হয়, সাবেক এই সংসদ সদস্য ২০২৩-২৪ করবর্ষে তার স্ত্রীর নামে ৩৪ লাখ ৪১ হাজার ৮০০ টাকা ও নিজ নামে ৮ কোটি ৬২ লাখ ২৮ ৬৩৭ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জন করেছেন তথ্য পাওয়া গেছে, যা আয়ের বৈধ উৎস নেই।।
ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ সার আত্মসাৎকাণ্ডে আলোচিত কামরুল আশরাফ খান পোটনের ভাই। এই ঘটনায় পোটনের বিরুদ্ধে সরকারের ৫৮২ কোটি টাকা মূল্যের ইউরিয়ার সার আমদানি করে আত্মসাতের অভিযোগ মামলা করেছে দুদক। পোটন একই আসনের সাবেক এমপি ছিলেন।

যমুনা নদীর ওপর বর্তমানে চার লেনের একটি বড় সেতু চালু রয়েছে, যা দেশের উত্তর-দক্ষিণ সংযোগের প্রধান করিডর। এ ছাড়া রেল যোগাযোগের জন্য নতুন করে নির্মিত হয়েছে আলাদা রেলসেতু। এর পরও ক্রমবর্ধমান যানবাহনের চাপের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের বিবেচনায় এবার নদীটিতে আরেকটি সড়কসেতু নির্মাণের পরিকল্পনা করছে বাংলাদেশ...
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের অধিকাংশই উচ্চ শিক্ষিত। এর মধ্যে শতাংশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। দলটির ৯৪ শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। বিএনপিতে এই হার ৮১ শতাংশের মতো।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ-২০২৫ অনুমোদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত সভায় অধ্যাদেশটি অনুমোদিত হয়।
১০ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ বিশ্বজুড়ে ‘নতুন উদ্ভাবন ও দৃষ্টান্ত স্থাপন’ করবে বলে মনে করছে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। সিডিএফের মতে, এ ধরনের ব্যাংক হলে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর কাঠামোর ভিত্তি আরও সুদৃঢ় হবে।
১৪ ঘণ্টা আগে