নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিগারেট খেতে নিষেধ করায় চা ছুড়ে মারার কারণে দুই নারীর ওপর হামলা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব)। আজ রোববার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।
একটি শো-রুমে হামলা হয়েছে দলগতভাবে ও লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি জেনেছি কয়েকজন লোক নামাজ পড়তে যাচ্ছিলেন। ওই সময় দুই নারী রাস্তার ওপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। তাদের সিগারেট খেতে নিষেধ করায় তাঁরা চা ছুড়ে মারে। এ কারণে তাদের ওপর হামলা হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়।’
বিশ্বের অন্যান্য দেশে রোজায় পণ্যের দাম কমলেও বাংলাদেশে বাড়ে। ব্যবসায়ীরা এই সময়ে যাতে পণ্যের দাম না বাড়ান, সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।
আগে র্যাবের ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালানোয় বাজারে পণ্যের দাম কম থাকত এবং ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানো হতো, এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘গত বছরের চেয়ে এবার পণ্যের দাম কিছুটা কম আছে। যখন দাম কম থাকে, তখন অভিযান চালানোর প্রয়োজন নেই।’
গতকাল শনিবার রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক একজনের আপত্তি জানালে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হয়। পরে সেখানে ৪০ থেকে ৫০ জনের মব সৃষ্টি হলে দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে দুই পক্ষই তাদের ‘ভুল হয়েছে’ বলে আপসনামা দেন। আর ওই দুই তরুণীকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। ধানমন্ডির বাসিন্দা ওই দুই তরুণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।

সিগারেট খেতে নিষেধ করায় চা ছুড়ে মারার কারণে দুই নারীর ওপর হামলা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব)। আজ রোববার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।
একটি শো-রুমে হামলা হয়েছে দলগতভাবে ও লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি জেনেছি কয়েকজন লোক নামাজ পড়তে যাচ্ছিলেন। ওই সময় দুই নারী রাস্তার ওপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। তাদের সিগারেট খেতে নিষেধ করায় তাঁরা চা ছুড়ে মারে। এ কারণে তাদের ওপর হামলা হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়।’
বিশ্বের অন্যান্য দেশে রোজায় পণ্যের দাম কমলেও বাংলাদেশে বাড়ে। ব্যবসায়ীরা এই সময়ে যাতে পণ্যের দাম না বাড়ান, সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।
আগে র্যাবের ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালানোয় বাজারে পণ্যের দাম কম থাকত এবং ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানো হতো, এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘গত বছরের চেয়ে এবার পণ্যের দাম কিছুটা কম আছে। যখন দাম কম থাকে, তখন অভিযান চালানোর প্রয়োজন নেই।’
গতকাল শনিবার রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক একজনের আপত্তি জানালে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হয়। পরে সেখানে ৪০ থেকে ৫০ জনের মব সৃষ্টি হলে দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে দুই পক্ষই তাদের ‘ভুল হয়েছে’ বলে আপসনামা দেন। আর ওই দুই তরুণীকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। ধানমন্ডির বাসিন্দা ওই দুই তরুণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।

বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
১ ঘণ্টা আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতির কারণ ব্যাখ্যা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, মামলাটির তদন্তে অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি; বরং মামলার ভিকটিম
৩ ঘণ্টা আগে