Ajker Patrika

সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে দুই নারীর ওপর হামলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মার্চ ২০২৫, ২০: ৪৫
ফাইল ছবি
ফাইল ছবি

সিগারেট খেতে নিষেধ করায় চা ছুড়ে মারার কারণে দুই নারীর ওপর হামলা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব)। আজ রোববার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।

একটি শো-রুমে হামলা হয়েছে দলগতভাবে ও লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি জেনেছি কয়েকজন লোক নামাজ পড়তে যাচ্ছিলেন। ওই সময় দুই নারী রাস্তার ওপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। তাদের সিগারেট খেতে নিষেধ করায় তাঁরা চা ছুড়ে মারে। এ কারণে তাদের ওপর হামলা হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়।’

বিশ্বের অন্যান্য দেশে রোজায় পণ্যের দাম কমলেও বাংলাদেশে বাড়ে। ব্যবসায়ীরা এই সময়ে যাতে পণ্যের দাম না বাড়ান, সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।

আগে র‍্যাবের ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালানোয় বাজারে পণ্যের দাম কম থাকত এবং ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানো হতো, এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘গত বছরের চেয়ে এবার পণ্যের দাম কিছুটা কম আছে। যখন দাম কম থাকে, তখন অভিযান চালানোর প্রয়োজন নেই।’

গতকাল শনিবার রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক একজনের আপত্তি জানালে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হয়। পরে সেখানে ৪০ থেকে ৫০ জনের মব সৃষ্টি হলে দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পরে দুই পক্ষই তাদের ‘ভুল হয়েছে’ বলে আপসনামা দেন। আর ওই দুই তরুণীকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। ধানমন্ডির বাসিন্দা ওই দুই তরুণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত