এস এম নূর মোহাম্মদ, ঢাকা

সদ্য অনুষ্ঠিত বিচার বিভাগীয় জাতীয় সেমিনারে প্রধান উপদেষ্টা পৃথক সচিবালয়ের ঘোষণা দেবেন বলেই আশা করেছিলেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। তবে সে ঘোষণা না আসায় হতাশ তাঁরা। বিচার বিভাগীয় কর্মকর্তারা বলছেন, পৃথক সচিবালয় না হলে তাঁদের রাজনৈতিকভাবে ব্যবহার করার দীর্ঘদিনের সংস্কৃতি বহাল থেকে যাবে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে পৃথক সচিবালয়ের উদ্যোগে ভাটা পড়তে পারে। এখনই বিচার বিভাগ সচিবালয় বাস্তবায়ন করার উপযুক্ত সময় ছিল।
একাধিক বিচার বিভাগীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকা'কে বলেন, তাঁরা আশা করেছিলেন জাতীয় সেমিনারে প্রধান অতিথি হয়ে আসা প্রধান উপদেষ্টা পৃথক সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হবে, সে বিষয়ে স্পষ্ট ঘোষণা দেবেন। তিনি তাঁর বক্তব্যে স্বাধীন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় অপরিহার্য বলে মন্তব্য করেন। কিন্তু সময়সীমার ঘোষণা না আশায় অনেক বিচারক হতাশ। কারণ তাঁদের আশঙ্কা, রাজনৈতিক সরকার এলেই বিষয়টি আবার ঝুলে যাবে।
গত রোববার সুপ্রিম কোর্ট আয়োজিত জুডিশিয়াল ইনডিপেনডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, পৃথক সচিবালয় হলে বিচার বিভাগ হস্তক্ষেপমুক্ত হবে। স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সেমিনারে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদও বলেন, ‘বিচার বিভাগ প্রকৃত স্বাধীনতা দাবি করতে পারে না, যদি না তার সর্বোচ্চ সদস্যদের নিয়োগ এবং জবাবদিহি কাঠামোগতভাবে রাজনৈতিক প্রভাব থেকে রক্ষা করা হয়। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করছি।’
তবে পৃথক সচিবালয় কবে নাগাদ হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট আভাস পাওয়া যায়নি সেমিনারের সভাপতি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বা অন্যতম বক্তা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা থেকেও।
এ বিষয়ে অভিমত জানতে চাইলে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘বিচারকেরা আশা করেছিলেন প্রধান উপদেষ্টার কাছ থেকে পৃথক সচিবালয়ের বিষয়ে স্পষ্ট ঘোষণা আসবে। অন্তর্বর্তী সরকারের এত দিনেও পৃথক সচিবালয় না হওয়ায় তাঁরা কিছুটা হতাশ। তবে আমরা আশা করি, সরকার দ্রুত বিচার বিভাগ সচিবালয় বাস্তবায়ন করবে।’
গত বছরের ২১ সেপ্টেম্বর সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণে নতুন নিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়ের মতো বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পূর্ণাঙ্গ প্রস্তাব শিগগির আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সুপ্রিম কোর্ট থেকে গত বছরের ২৭ অক্টোবর এ বিষয়ে ধারণাপত্র ও প্রস্তাব পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে।
একটি সূত্র জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রস্তাবের পর আইন মন্ত্রণালয় প্রায় সব কাজ শেষ করে রেখেছে। এখন অর্ন্তবর্তী সরকার সিদ্ধান্ত নিলেই অধ্যাদেশ জারির মাধ্যমে পৃথক সচিবালয় করতে পারে। এ নিয়ে প্রশ্ন করা হলে আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের কোনো মন্তব্য করতে রাজি হননি। আর সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে দ্রুতই পৃথক সচিবালয় হবে বলে আমরা আশা করছি।’
হস্তক্ষেপ বন্ধ চায় সংস্কার কমিশন: বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করতে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধ করার সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশনের মতে, মন্ত্রণালয়ের হাতে ক্ষমতা থাকার অর্থ দ্বৈত নিয়ন্ত্রণব্যবস্থা বজায় থাকা।
জানতে চাইলে সংস্কার কমিশনের সদস্য তানিম হোসেইন শাওন বলেন, ‘এখন বিচার বিভাগ নামমাত্র স্বাধীন। সবকিছু আসে মন্ত্রণালয় থেকে। তবে সংবিধানে ১১৬ ধারা রেখে পৃথক সচিবালয় অর্থপূর্ণ হবে না। তাই দ্রুত রুল নিষ্পত্তি করে পৃথক সচিবালয় বাস্তবায়ন করা দরকার। কেননা কোনো রাজনৈতিক সরকার এলে আর এটা বাস্তবায়ন করবে বলে মনে হয় না।’
আরও খবর পড়ুন:

সদ্য অনুষ্ঠিত বিচার বিভাগীয় জাতীয় সেমিনারে প্রধান উপদেষ্টা পৃথক সচিবালয়ের ঘোষণা দেবেন বলেই আশা করেছিলেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। তবে সে ঘোষণা না আসায় হতাশ তাঁরা। বিচার বিভাগীয় কর্মকর্তারা বলছেন, পৃথক সচিবালয় না হলে তাঁদের রাজনৈতিকভাবে ব্যবহার করার দীর্ঘদিনের সংস্কৃতি বহাল থেকে যাবে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে পৃথক সচিবালয়ের উদ্যোগে ভাটা পড়তে পারে। এখনই বিচার বিভাগ সচিবালয় বাস্তবায়ন করার উপযুক্ত সময় ছিল।
একাধিক বিচার বিভাগীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকা'কে বলেন, তাঁরা আশা করেছিলেন জাতীয় সেমিনারে প্রধান অতিথি হয়ে আসা প্রধান উপদেষ্টা পৃথক সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হবে, সে বিষয়ে স্পষ্ট ঘোষণা দেবেন। তিনি তাঁর বক্তব্যে স্বাধীন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় অপরিহার্য বলে মন্তব্য করেন। কিন্তু সময়সীমার ঘোষণা না আশায় অনেক বিচারক হতাশ। কারণ তাঁদের আশঙ্কা, রাজনৈতিক সরকার এলেই বিষয়টি আবার ঝুলে যাবে।
গত রোববার সুপ্রিম কোর্ট আয়োজিত জুডিশিয়াল ইনডিপেনডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, পৃথক সচিবালয় হলে বিচার বিভাগ হস্তক্ষেপমুক্ত হবে। স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সেমিনারে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদও বলেন, ‘বিচার বিভাগ প্রকৃত স্বাধীনতা দাবি করতে পারে না, যদি না তার সর্বোচ্চ সদস্যদের নিয়োগ এবং জবাবদিহি কাঠামোগতভাবে রাজনৈতিক প্রভাব থেকে রক্ষা করা হয়। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করছি।’
তবে পৃথক সচিবালয় কবে নাগাদ হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট আভাস পাওয়া যায়নি সেমিনারের সভাপতি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বা অন্যতম বক্তা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা থেকেও।
এ বিষয়ে অভিমত জানতে চাইলে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘বিচারকেরা আশা করেছিলেন প্রধান উপদেষ্টার কাছ থেকে পৃথক সচিবালয়ের বিষয়ে স্পষ্ট ঘোষণা আসবে। অন্তর্বর্তী সরকারের এত দিনেও পৃথক সচিবালয় না হওয়ায় তাঁরা কিছুটা হতাশ। তবে আমরা আশা করি, সরকার দ্রুত বিচার বিভাগ সচিবালয় বাস্তবায়ন করবে।’
গত বছরের ২১ সেপ্টেম্বর সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণে নতুন নিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়ের মতো বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পূর্ণাঙ্গ প্রস্তাব শিগগির আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সুপ্রিম কোর্ট থেকে গত বছরের ২৭ অক্টোবর এ বিষয়ে ধারণাপত্র ও প্রস্তাব পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে।
একটি সূত্র জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রস্তাবের পর আইন মন্ত্রণালয় প্রায় সব কাজ শেষ করে রেখেছে। এখন অর্ন্তবর্তী সরকার সিদ্ধান্ত নিলেই অধ্যাদেশ জারির মাধ্যমে পৃথক সচিবালয় করতে পারে। এ নিয়ে প্রশ্ন করা হলে আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের কোনো মন্তব্য করতে রাজি হননি। আর সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে দ্রুতই পৃথক সচিবালয় হবে বলে আমরা আশা করছি।’
হস্তক্ষেপ বন্ধ চায় সংস্কার কমিশন: বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করতে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধ করার সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশনের মতে, মন্ত্রণালয়ের হাতে ক্ষমতা থাকার অর্থ দ্বৈত নিয়ন্ত্রণব্যবস্থা বজায় থাকা।
জানতে চাইলে সংস্কার কমিশনের সদস্য তানিম হোসেইন শাওন বলেন, ‘এখন বিচার বিভাগ নামমাত্র স্বাধীন। সবকিছু আসে মন্ত্রণালয় থেকে। তবে সংবিধানে ১১৬ ধারা রেখে পৃথক সচিবালয় অর্থপূর্ণ হবে না। তাই দ্রুত রুল নিষ্পত্তি করে পৃথক সচিবালয় বাস্তবায়ন করা দরকার। কেননা কোনো রাজনৈতিক সরকার এলে আর এটা বাস্তবায়ন করবে বলে মনে হয় না।’
আরও খবর পড়ুন:

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৩০ মিনিট আগে
বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
২ ঘণ্টা আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
৩ ঘণ্টা আগে