আজকের পত্রিকা ডেস্ক

খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনটি প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রকল্পগুলো হচ্ছে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ও জগন্নাথপুর এবং মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন শীর্ষক প্রকল্প।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩ হাজার কোটি টাকার ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’ পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মঞ্জুর-উল-আলম। তিনি আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) খামারবাড়িতে যোগদানের কথা রয়েছে। প্রকল্পটির মেয়াদ জুন ২০২৫-এ শেষ হওয়ার কথা রয়েছে।
এত দিন মঞ্জুর-উল-আলম কৃষি প্রকৌশলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের কৃষি প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি প্রকল্পের সদ্য সাবেক পিডি মোহাম্মদ সফিউজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।
জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি ‘কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন’ শীর্ষক প্রকল্পে পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম বদরুল হক। ৩৫৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি জুন ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে। কে এম বদরুল হক এত দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি এখন প্রকল্পটির সদ্য সাবেক পিডি মুহাম্মদ শরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক হিসেবে এত দিন দায়িত্ব পালন করছিলেন। জুলাই ২০২৩ সালে শুরু হওয়া প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি ২০২৮ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। আবুল কালাম আজাদ প্রকল্পটির সদ্য সাবেক পিডি মো. মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
প্রকল্পের পিডি বদলের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পগুলো নিয়ে নানা রকম অনিয়মের অভিযোগ রয়েছে। প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে প্রকল্প পরিচালক পরিবর্তন করা হয়েছে। চলতি সপ্তাহে নতুন প্রকল্প পরিচালকদের যোগদানের কথা রয়েছে।’

খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনটি প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রকল্পগুলো হচ্ছে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ও জগন্নাথপুর এবং মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন শীর্ষক প্রকল্প।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩ হাজার কোটি টাকার ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’ পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মঞ্জুর-উল-আলম। তিনি আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) খামারবাড়িতে যোগদানের কথা রয়েছে। প্রকল্পটির মেয়াদ জুন ২০২৫-এ শেষ হওয়ার কথা রয়েছে।
এত দিন মঞ্জুর-উল-আলম কৃষি প্রকৌশলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের কৃষি প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি প্রকল্পের সদ্য সাবেক পিডি মোহাম্মদ সফিউজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।
জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি ‘কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন’ শীর্ষক প্রকল্পে পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম বদরুল হক। ৩৫৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি জুন ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে। কে এম বদরুল হক এত দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি এখন প্রকল্পটির সদ্য সাবেক পিডি মুহাম্মদ শরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক হিসেবে এত দিন দায়িত্ব পালন করছিলেন। জুলাই ২০২৩ সালে শুরু হওয়া প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি ২০২৮ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। আবুল কালাম আজাদ প্রকল্পটির সদ্য সাবেক পিডি মো. মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
প্রকল্পের পিডি বদলের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পগুলো নিয়ে নানা রকম অনিয়মের অভিযোগ রয়েছে। প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে প্রকল্প পরিচালক পরিবর্তন করা হয়েছে। চলতি সপ্তাহে নতুন প্রকল্প পরিচালকদের যোগদানের কথা রয়েছে।’

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণত একটি রেওয়াজ অনুসরণ করা হয়—প্রার্থীদের নির্বাচনী সুবিধা নেওয়ার সুযোগ যাতে না থাকে, সে কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নতুন কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হয় না। এ সময়টাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকও সাধারণত আর বসে না।
২ ঘণ্টা আগে
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছর ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ হয়। রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭৮ জন এবং আহত হয় ১৫২ জন।
৭ ঘণ্টা আগে
ফাহমিদা খাতুন বলেন, ‘বিনিয়োগ না বাড়লে বৈষম্য ও অস্থিরতা বাড়বে। সমাজে যদি ন্যায়সংগত সুযোগ না থাকে, তাহলে একদিকে বৈষম্য তৈরি হয়, অন্যদিকে অস্থিরতা দেখা দেয়। ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন হয়, তার পেছনেও এই বাস্তবতা কাজ করেছে। বাজারে চাকরি নেই, সরকারি চাকরিই একমাত্র ভরসা, সেখানেও কোটা-সংকট।
১০ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে শাহজাদপুরেই ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
১১ ঘণ্টা আগে