আজকের পত্রিকা ডেস্ক

খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনটি প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রকল্পগুলো হচ্ছে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ও জগন্নাথপুর এবং মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন শীর্ষক প্রকল্প।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩ হাজার কোটি টাকার ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’ পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মঞ্জুর-উল-আলম। তিনি আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) খামারবাড়িতে যোগদানের কথা রয়েছে। প্রকল্পটির মেয়াদ জুন ২০২৫-এ শেষ হওয়ার কথা রয়েছে।
এত দিন মঞ্জুর-উল-আলম কৃষি প্রকৌশলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের কৃষি প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি প্রকল্পের সদ্য সাবেক পিডি মোহাম্মদ সফিউজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।
জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি ‘কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন’ শীর্ষক প্রকল্পে পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম বদরুল হক। ৩৫৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি জুন ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে। কে এম বদরুল হক এত দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি এখন প্রকল্পটির সদ্য সাবেক পিডি মুহাম্মদ শরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক হিসেবে এত দিন দায়িত্ব পালন করছিলেন। জুলাই ২০২৩ সালে শুরু হওয়া প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি ২০২৮ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। আবুল কালাম আজাদ প্রকল্পটির সদ্য সাবেক পিডি মো. মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
প্রকল্পের পিডি বদলের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পগুলো নিয়ে নানা রকম অনিয়মের অভিযোগ রয়েছে। প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে প্রকল্প পরিচালক পরিবর্তন করা হয়েছে। চলতি সপ্তাহে নতুন প্রকল্প পরিচালকদের যোগদানের কথা রয়েছে।’

খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনটি প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রকল্পগুলো হচ্ছে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ও জগন্নাথপুর এবং মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন শীর্ষক প্রকল্প।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩ হাজার কোটি টাকার ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’ পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মঞ্জুর-উল-আলম। তিনি আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) খামারবাড়িতে যোগদানের কথা রয়েছে। প্রকল্পটির মেয়াদ জুন ২০২৫-এ শেষ হওয়ার কথা রয়েছে।
এত দিন মঞ্জুর-উল-আলম কৃষি প্রকৌশলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের কৃষি প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি প্রকল্পের সদ্য সাবেক পিডি মোহাম্মদ সফিউজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।
জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি ‘কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন’ শীর্ষক প্রকল্পে পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম বদরুল হক। ৩৫৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি জুন ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে। কে এম বদরুল হক এত দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি এখন প্রকল্পটির সদ্য সাবেক পিডি মুহাম্মদ শরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক হিসেবে এত দিন দায়িত্ব পালন করছিলেন। জুলাই ২০২৩ সালে শুরু হওয়া প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি ২০২৮ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। আবুল কালাম আজাদ প্রকল্পটির সদ্য সাবেক পিডি মো. মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
প্রকল্পের পিডি বদলের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পগুলো নিয়ে নানা রকম অনিয়মের অভিযোগ রয়েছে। প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে প্রকল্প পরিচালক পরিবর্তন করা হয়েছে। চলতি সপ্তাহে নতুন প্রকল্প পরিচালকদের যোগদানের কথা রয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শুক্রবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ১৮ জন। নির্বাচন কমিশনে (ইসি) আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে তাঁরা প্রার্থিতা ফেরত পান। একই সঙ্গে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী মোছা. সাবিরা সুলতানাসহ চারজনের প্রার্থিতা বহাল রেখেছে ইসি।
৬ ঘণ্টা আগে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এমন ৯৪৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে কোন কোন বিদ্যালয় মেরামত হবে, কোন
৮ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট হবে, তবে অন্যান্য বিষয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে