টানা ছয় দিনের ছুটি শেষে সরকারি অফিসগুলো খুলছে আগামী বৃহস্পতিবার (৫ মে)। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ এপ্রিল থেকে ৪ মে (বুধবার) পর্যন্ত ঈদের ছুটিতে বন্ধ ছিল সরকারি প্রতিষ্ঠানগুলো।
গত মঙ্গলবার সারা দেশে উদ্যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। তার আগে, গত ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় স্বাভাবিকভাবেই ছিল সাপ্তাহিক ছুটি। পয়লা মে রোববার ছিল মে দিবসের ছুটি। এরপরের তিনদিন অর্থাৎ, ২,৩ ও ৪ মে যথাক্রমে সোম, মঙ্গল ও বুধবার ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ফলে, ৫ মে অর্থাৎ, বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিনের সাপ্তাহিক ছুটি পাবেন তাঁরা। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তাঁরা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সে ক্ষেত্রে তাদের আগামী ৮ মে অফিস করতে হবে তাদের।
করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ কেটেছে নানা বিধিনিষেধের মধ্যে। তবে চলতি বছর করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাভাবিক পরিস্থিতিতেই পালিত হয়েছে ঈদুল ফিতর। গত দুই বছর করোনা সংক্রমণ রোধে ট্রেন, দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। তাই এক মাস রোজা রাখার পর গত দুটি ঈদুল ফিতর গ্রামে থাকা প্রিয়জনদের সান্নিধ্যে গিয়ে কাটাতে পারেননি দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার সন্ধানে পরিবার থেকে দূরে থাকা মানুষেরা।
তবে, এবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত সেই চিত্র চোখে পড়েছে। লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় এবারও বরাবরের মতো ফাঁকা ঢাকা।

‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি-৪ অনুযায়ী কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কেউ নির্বাচনি এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনোপ্রকার চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না।
১ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে নামছেন ১ হাজার ৯৮১ জন প্রার্থী। এর মধ্যে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ২৪৯ জন।
১৪ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, অনেকেই জিজ্ঞেস করেন, ‘হ্যাঁ’ এর প্রার্থী কে? আমি বলি, হ্যাঁ-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই। কারণ ‘হ্যাঁ’ আমাদের উপহার দেবে, একটি গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ। যেটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে