নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে, তা চূড়ান্ত না হলেও বর্তমান বিধান পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মুলতবি শেষে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের যে বিধান আছে ৪৮-এর ১ অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। পরিবর্তিত সংশোধিত ও সংস্কারের বিষয়টি আমরা পরবর্তীকালে আলোচনা করব।’
তিনি বলেন, ‘আমাদের আলোচনায় বিভিন্ন রকম মত থাকলেও আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে হচ্ছে। প্রত্যেকেই মতামত দিচ্ছে। আজকে আমরা সবাই একমত হয়েছি রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি রয়েছে, তা পরিবর্তন হওয়া দরকার।’
প্রধানমন্ত্রী মেয়াদকাল নিয়ে আলী রীয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদকালে দুই মেয়াদের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এ বিষয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দল বলেছে একই ব্যক্তি দুবার আবার প্রধানমন্ত্রী রাখার বিষয়টি বিবেচনা করার কথা বলেছে। অন্যান্য আরও কিছু প্রস্তাবও এসেছে। আমরা এই আলোচনা অব্যাহত রাখব এবং আগামী রোববার সাড়ে ১০টায় আবার আলোচনা শুরু করব। আমরা আশা করব, এ সপ্তাহে যে সকল বিষয় অমীমাংসিত রয়ে গেছে সেগুলো প্রথমে আলোচনা করব।’
দ্বিকক্ষ আইনসভা নিয়ে সবাই একমত হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। ১০০ সদস্যবিশিষ্ট হওয়ার ক্ষেত্রেও একমত হয়েছে। তার মানে এই নয়, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে আরও সংশ্লিষ্ট বিষয় রয়েছে যেগুলো ঐকমত্য হলে পরে জানানো হবে।’
অনেক বিষয় নিয়ে একমত হচ্ছে, যেগুলো একমত হবে না তার ভবিষ্যৎ কী হবে এমন প্রশ্ন তিনি বলেন, ‘আমরা আশাবাদী অনেকগুলো বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব। সব বিষয়ে আমরা একমত হতে পারব না, সেটা আগেও বলেছি। তারপরও যেগুলো উল্লেখযোগ্য বিষয়ক একমত হতে পারব না, সেগুলো আমরা ইতিবাচকভাবে তুলে ধরব। আমরা আশা করব, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা একমত হতে পারব।’

রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে, তা চূড়ান্ত না হলেও বর্তমান বিধান পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মুলতবি শেষে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের যে বিধান আছে ৪৮-এর ১ অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। পরিবর্তিত সংশোধিত ও সংস্কারের বিষয়টি আমরা পরবর্তীকালে আলোচনা করব।’
তিনি বলেন, ‘আমাদের আলোচনায় বিভিন্ন রকম মত থাকলেও আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে হচ্ছে। প্রত্যেকেই মতামত দিচ্ছে। আজকে আমরা সবাই একমত হয়েছি রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি রয়েছে, তা পরিবর্তন হওয়া দরকার।’
প্রধানমন্ত্রী মেয়াদকাল নিয়ে আলী রীয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদকালে দুই মেয়াদের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এ বিষয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দল বলেছে একই ব্যক্তি দুবার আবার প্রধানমন্ত্রী রাখার বিষয়টি বিবেচনা করার কথা বলেছে। অন্যান্য আরও কিছু প্রস্তাবও এসেছে। আমরা এই আলোচনা অব্যাহত রাখব এবং আগামী রোববার সাড়ে ১০টায় আবার আলোচনা শুরু করব। আমরা আশা করব, এ সপ্তাহে যে সকল বিষয় অমীমাংসিত রয়ে গেছে সেগুলো প্রথমে আলোচনা করব।’
দ্বিকক্ষ আইনসভা নিয়ে সবাই একমত হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। ১০০ সদস্যবিশিষ্ট হওয়ার ক্ষেত্রেও একমত হয়েছে। তার মানে এই নয়, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে আরও সংশ্লিষ্ট বিষয় রয়েছে যেগুলো ঐকমত্য হলে পরে জানানো হবে।’
অনেক বিষয় নিয়ে একমত হচ্ছে, যেগুলো একমত হবে না তার ভবিষ্যৎ কী হবে এমন প্রশ্ন তিনি বলেন, ‘আমরা আশাবাদী অনেকগুলো বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব। সব বিষয়ে আমরা একমত হতে পারব না, সেটা আগেও বলেছি। তারপরও যেগুলো উল্লেখযোগ্য বিষয়ক একমত হতে পারব না, সেগুলো আমরা ইতিবাচকভাবে তুলে ধরব। আমরা আশা করব, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা একমত হতে পারব।’

পদত্যাগপত্র গৃহীত হওয়ার দুদিন পর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। তাঁকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
সব ধরনের পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করে এবং এ বিধান লঙ্ঘনের অপরাধে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে অধ্যাদেশ কার্যকর করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, বে সিটি অ্যাপারেলস, ইয়েলো অ্যাপারেলস, পিংক মেকার ও অ্যাপোলো অ্যাপারেলস নামে চারটি কথিত গ্রাহক প্রতিষ্ঠান ঋণের নামে প্রায় ২ হাজার ৮৫৭ কোটি ৯৩ লাখ ১২ হাজার ৯৪১ টাকা আত্মসাৎ করেছে। মূলত সালমান এফ রহমান তাঁর ক্ষমতার অপব্যবহার করে, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসির...
৩ ঘণ্টা আগে
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৯ ঘণ্টা আগে