নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের ওপরই নির্ভর করবে লন্ডনের যৌথ ঘোষণার বাস্তবায়ন। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপের অগ্রগতি জানলে নির্বাচনের দিনক্ষণ বলবেন প্রধান উপদেষ্টা।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. ইউনূসের সঙ্গে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের বৈঠকে এমনটিই আলোচনা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। এতে কমিশনের কার্যক্রম তুলে ধরেন আলী রীয়াজ।
গত ১৩ জুন লন্ডন সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুজনের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।’
সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনকে বলেছেন, কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে লন্ডনে দেওয়া যৌথ ঘোষণার বাস্তবায়ন। দলগুলোর সঙ্গে হওয়া সংলাপের সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হলো, সবাই কতটুকু একমত পোষণ করল, কী কী অর্জিত হলো—এসব জানার পর তিনি নির্বাচনের দিনক্ষণ বলবেন। তার ভিত্তিতেই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।
দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১১ দিন সংলাপ হয়েছে। এটি রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে সরাসরি দেখানো হয়। বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বৈঠকে জানান, সংলাপ তিনি নিজে দেখেন, শোনেন এবং এর ওপর নজর রাখেন। প্রধান উপদেষ্টা বলেন, বৈঠকে কে কী বলছেন, তা তিনি শোনেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, রাজনৈতিক নেতাদের এ রকম এক টেবিলে বসে সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করাটা অত্যন্ত সুখের বিষয়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কীভাবে হবে, তা সংবিধানে যুক্ত করা নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে যে যার মতো করে নিয়োগ দেবে। এ ছাড়া মহিলা আসনে সরাসরি নির্বাচন কীভাবে হবে, তা-ও নির্দিষ্ট করতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের সদস্যরা গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। গতকাল ওই বৈঠকের বিষয়বস্তুও কমিশনের কাছে জানতে চান প্রধান উপদেষ্টা।
এ ব্যাপারে জানতে চেয়ে বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের ওপরই নির্ভর করবে লন্ডনের যৌথ ঘোষণার বাস্তবায়ন। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপের অগ্রগতি জানলে নির্বাচনের দিনক্ষণ বলবেন প্রধান উপদেষ্টা।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. ইউনূসের সঙ্গে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের বৈঠকে এমনটিই আলোচনা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। এতে কমিশনের কার্যক্রম তুলে ধরেন আলী রীয়াজ।
গত ১৩ জুন লন্ডন সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুজনের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।’
সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনকে বলেছেন, কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে লন্ডনে দেওয়া যৌথ ঘোষণার বাস্তবায়ন। দলগুলোর সঙ্গে হওয়া সংলাপের সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হলো, সবাই কতটুকু একমত পোষণ করল, কী কী অর্জিত হলো—এসব জানার পর তিনি নির্বাচনের দিনক্ষণ বলবেন। তার ভিত্তিতেই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।
দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১১ দিন সংলাপ হয়েছে। এটি রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে সরাসরি দেখানো হয়। বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বৈঠকে জানান, সংলাপ তিনি নিজে দেখেন, শোনেন এবং এর ওপর নজর রাখেন। প্রধান উপদেষ্টা বলেন, বৈঠকে কে কী বলছেন, তা তিনি শোনেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, রাজনৈতিক নেতাদের এ রকম এক টেবিলে বসে সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করাটা অত্যন্ত সুখের বিষয়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কীভাবে হবে, তা সংবিধানে যুক্ত করা নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে যে যার মতো করে নিয়োগ দেবে। এ ছাড়া মহিলা আসনে সরাসরি নির্বাচন কীভাবে হবে, তা-ও নির্দিষ্ট করতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের সদস্যরা গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। গতকাল ওই বৈঠকের বিষয়বস্তুও কমিশনের কাছে জানতে চান প্রধান উপদেষ্টা।
এ ব্যাপারে জানতে চেয়ে বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ঋণখেলাপির জিম্মাদার হওয়ার পরেও চট্টগ্রাম-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে এশিয়া ব্যাংকের আপিল খারিজ করে দিয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেন, ‘উনার মনোনয়ন গ্রহণ করা হলো। তবে উনাকে অর্থ পরিশোধ করতে হবে।’
২৮ মিনিট আগে
ঋণ ও আয়কর-সংক্রান্ত অনিয়মের মাধ্যমে প্রায় ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ জন পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
কার্যকরভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার মৌলিক ভিত্তি বলে মন্তব্য করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেছেন, পরিবর্তনশীল কৌশলগত পরিবেশে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ রক্ষায়...
১ ঘণ্টা আগে
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট। একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’-তে রায়ের কোনো বিকল্প নেই।
২ ঘণ্টা আগে