নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাময়িক সমস্যা হলেও ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনে সংস্থাটির আয়োজিত ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘জ্বালানির তেলের দাম বেড়েছে, এতে সাময়িক সমস্যা হবে এটা প্রধানমন্ত্রী জানেন। কিন্তু ভবিষ্যতে এটার সুফল পাওয়া যাবে। সুদূরপ্রসারী একটা ভালো অবস্থানে যাওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষকে কষ্ট দেওয়ার জন্য শেখ হাসিনা কখনোই কোনো কাজ করেন না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ দিয়ে গেছেন। তাঁর কন্যা শেখ হাসিনা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সামনে নির্বাচন, নির্বাচন এলেই অনেকে অনেক কথা বলবে। যারা ভালো দেখতে পারে না, তারা কখনোই দেখতে পারে না। তাই তাদের কথা শুনে অস্থির হবেন না, অস্থির হওয়ার কোনো কারণ নেই।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তান রাষ্ট্র গঠনের পর বঞ্চনা থেকে বেরিয়ে আসতে বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটিয়েছিলেন। এ ক্ষেত্রে রাজনৈতিক ও অর্থনৈতিক দুটি ধারায় তিনি সমানভাবে এগিয়ে গেছেন।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব রিজার্ভে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা নেওয়া হয়েছে। ডিসেম্বরের শেষের দিকে রিজার্ভ স্থিতিশীল হয়ে যাবে। এখন আমাদের খুব সতর্ক হতে হবে। এই সরকারের আমলে ব্যবসায়ীদের উন্নতি হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। সামনে নির্বাচন, এই সময়ে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের নিজেদের স্বার্থে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, ‘অর্থনৈতিক বঞ্চনার বিষয়ে জনগণকে সচেতন করে তুলেই রাজনৈতিক মুক্তিসংগ্রামকে বেগবান করেছিলেন বঙ্গবন্ধু। তাঁর গণমুখী অর্থনৈতিক সংবেদনশীলতা থেকে আসা ৬ দফাই গড়ে দেয় বাংলাদেশের স্বাধীনতার পথ। যুদ্ধের পর কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়েছিলেন তিনি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতিকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছিলেন। কীভাবে সংকট মোকাবিলা করতে হয়, তার পথ দেখিয়েছিলেন বঙ্গবন্ধু।’
এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রিজওয়ান রহমান, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা ড. মোস্তফা আবিদ খান প্রমুখ।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাময়িক সমস্যা হলেও ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনে সংস্থাটির আয়োজিত ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘জ্বালানির তেলের দাম বেড়েছে, এতে সাময়িক সমস্যা হবে এটা প্রধানমন্ত্রী জানেন। কিন্তু ভবিষ্যতে এটার সুফল পাওয়া যাবে। সুদূরপ্রসারী একটা ভালো অবস্থানে যাওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষকে কষ্ট দেওয়ার জন্য শেখ হাসিনা কখনোই কোনো কাজ করেন না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ দিয়ে গেছেন। তাঁর কন্যা শেখ হাসিনা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সামনে নির্বাচন, নির্বাচন এলেই অনেকে অনেক কথা বলবে। যারা ভালো দেখতে পারে না, তারা কখনোই দেখতে পারে না। তাই তাদের কথা শুনে অস্থির হবেন না, অস্থির হওয়ার কোনো কারণ নেই।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তান রাষ্ট্র গঠনের পর বঞ্চনা থেকে বেরিয়ে আসতে বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটিয়েছিলেন। এ ক্ষেত্রে রাজনৈতিক ও অর্থনৈতিক দুটি ধারায় তিনি সমানভাবে এগিয়ে গেছেন।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব রিজার্ভে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা নেওয়া হয়েছে। ডিসেম্বরের শেষের দিকে রিজার্ভ স্থিতিশীল হয়ে যাবে। এখন আমাদের খুব সতর্ক হতে হবে। এই সরকারের আমলে ব্যবসায়ীদের উন্নতি হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। সামনে নির্বাচন, এই সময়ে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের নিজেদের স্বার্থে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, ‘অর্থনৈতিক বঞ্চনার বিষয়ে জনগণকে সচেতন করে তুলেই রাজনৈতিক মুক্তিসংগ্রামকে বেগবান করেছিলেন বঙ্গবন্ধু। তাঁর গণমুখী অর্থনৈতিক সংবেদনশীলতা থেকে আসা ৬ দফাই গড়ে দেয় বাংলাদেশের স্বাধীনতার পথ। যুদ্ধের পর কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়েছিলেন তিনি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতিকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছিলেন। কীভাবে সংকট মোকাবিলা করতে হয়, তার পথ দেখিয়েছিলেন বঙ্গবন্ধু।’
এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রিজওয়ান রহমান, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা ড. মোস্তফা আবিদ খান প্রমুখ।

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
৮ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
৯ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
১০ ঘণ্টা আগে