নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের এত দিন শোকজ করা হয়েছে। এখন দৃশ্যমান ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করার মতো সিদ্ধান্তও আসতে পারে।
আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
অশোক কুমার বলেন, ‘নির্বাচন কর্মকর্তারা ঢাকার বাইরে ছিলেন। এ জন্য আমাদের অনেকগুলো ফাইল পেন্ডিং ছিল। আজকে আলোচনার পর পেন্ডিং ফাইল নিষ্পত্তি করেছি।’
আচরণবিধি মানাতে পারছেন না কেন—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘যেকোনো ধরনের অভিযোগ, ভিডিও ক্লিপস যেখান থেকেই আসুক না কেন, সকল বিষয় আমরা রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এসপির কাছে পাঠাব এবং তাদের কাছ থেকে আসা তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর, ঝিনাইদহ ও রাজশাহীর তদন্ত রিপোর্ট নিয়ে কী ব্যবস্থা হলো—প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘সেটার ব্যবস্থা হয়েছে। প্রতিবেদনে যা পেয়েছি সেটা হলো সংশ্লিষ্ট থানার ওসিদের নির্লিপ্ততা। তার জন্য তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা আর হরিণাকুণ্ডুর ওসির নির্লিপ্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাজশাহীতে মামলা হয়েছে। তাই কোনো সিদ্ধান্ত হয়নি। যশোরেও মামলা হয়েছে। যেখানে মামলা হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়নি।’
এত রদবদল তবু কেন পুলিশ, প্রশাসনে নির্লিপ্ততা—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘প্রশাসনে তো গণহারে নির্লিপ্ততা নেই।’
আপনারা কেবল শোকজ করছেন, ব্যবস্থা কেন নিচ্ছেন না—এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘এখন শোকজ করাই কেবল নয়, তাদের (ডিসি-এসপি) প্রতিবেদনের ভিত্তিতে এখন আমরা ব্যবস্থা নেব। কোনো একটা দৃশ্যমান আপডেট আপনারা পাবেন।’
অশোক কুমার বলেন, যেখানে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্বাচনী তদন্ত কমিটি আচরণবিধি না মানলে সংশ্লিষ্টদের শোকজ করছে। তবুও সেকেন্ড টাইম করলে এখন ব্যবস্থা নেওয়া হবে।
স্বতন্ত্র প্রার্থীরা নৌকা প্রার্থীদের চাপে রয়েছেন, এমন বিষয় উত্থাপন করা হলে অশোক কুমার বলেন, কমিশন বিভিন্ন জেলায় সফর করেছে। তাদের মেসেজ হচ্ছে, কোনোভাবেই যেন পক্ষপাত আচরণ না হয়। আপনারা অচিরেই দেখবেন, যে তারা স্বাভাবিকভাবে প্রচার চালাতে পারবেন। মামলা, প্রয়োজনে প্রার্থীও বাতিল হতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের এত দিন শোকজ করা হয়েছে। এখন দৃশ্যমান ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করার মতো সিদ্ধান্তও আসতে পারে।
আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
অশোক কুমার বলেন, ‘নির্বাচন কর্মকর্তারা ঢাকার বাইরে ছিলেন। এ জন্য আমাদের অনেকগুলো ফাইল পেন্ডিং ছিল। আজকে আলোচনার পর পেন্ডিং ফাইল নিষ্পত্তি করেছি।’
আচরণবিধি মানাতে পারছেন না কেন—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘যেকোনো ধরনের অভিযোগ, ভিডিও ক্লিপস যেখান থেকেই আসুক না কেন, সকল বিষয় আমরা রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এসপির কাছে পাঠাব এবং তাদের কাছ থেকে আসা তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর, ঝিনাইদহ ও রাজশাহীর তদন্ত রিপোর্ট নিয়ে কী ব্যবস্থা হলো—প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘সেটার ব্যবস্থা হয়েছে। প্রতিবেদনে যা পেয়েছি সেটা হলো সংশ্লিষ্ট থানার ওসিদের নির্লিপ্ততা। তার জন্য তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা আর হরিণাকুণ্ডুর ওসির নির্লিপ্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাজশাহীতে মামলা হয়েছে। তাই কোনো সিদ্ধান্ত হয়নি। যশোরেও মামলা হয়েছে। যেখানে মামলা হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়নি।’
এত রদবদল তবু কেন পুলিশ, প্রশাসনে নির্লিপ্ততা—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘প্রশাসনে তো গণহারে নির্লিপ্ততা নেই।’
আপনারা কেবল শোকজ করছেন, ব্যবস্থা কেন নিচ্ছেন না—এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘এখন শোকজ করাই কেবল নয়, তাদের (ডিসি-এসপি) প্রতিবেদনের ভিত্তিতে এখন আমরা ব্যবস্থা নেব। কোনো একটা দৃশ্যমান আপডেট আপনারা পাবেন।’
অশোক কুমার বলেন, যেখানে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্বাচনী তদন্ত কমিটি আচরণবিধি না মানলে সংশ্লিষ্টদের শোকজ করছে। তবুও সেকেন্ড টাইম করলে এখন ব্যবস্থা নেওয়া হবে।
স্বতন্ত্র প্রার্থীরা নৌকা প্রার্থীদের চাপে রয়েছেন, এমন বিষয় উত্থাপন করা হলে অশোক কুমার বলেন, কমিশন বিভিন্ন জেলায় সফর করেছে। তাদের মেসেজ হচ্ছে, কোনোভাবেই যেন পক্ষপাত আচরণ না হয়। আপনারা অচিরেই দেখবেন, যে তারা স্বাভাবিকভাবে প্রচার চালাতে পারবেন। মামলা, প্রয়োজনে প্রার্থীও বাতিল হতে পারে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে সেনাবাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর। ডাবলু পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ওপার থেকে আসা গুলিতে এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।
২ ঘণ্টা আগে
প্রবাসী কল্যাণ ব্যাংকে শিগগির শরিয়াহভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
১৫ ঘণ্টা আগে