নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের এত দিন শোকজ করা হয়েছে। এখন দৃশ্যমান ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করার মতো সিদ্ধান্তও আসতে পারে।
আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
অশোক কুমার বলেন, ‘নির্বাচন কর্মকর্তারা ঢাকার বাইরে ছিলেন। এ জন্য আমাদের অনেকগুলো ফাইল পেন্ডিং ছিল। আজকে আলোচনার পর পেন্ডিং ফাইল নিষ্পত্তি করেছি।’
আচরণবিধি মানাতে পারছেন না কেন—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘যেকোনো ধরনের অভিযোগ, ভিডিও ক্লিপস যেখান থেকেই আসুক না কেন, সকল বিষয় আমরা রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এসপির কাছে পাঠাব এবং তাদের কাছ থেকে আসা তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর, ঝিনাইদহ ও রাজশাহীর তদন্ত রিপোর্ট নিয়ে কী ব্যবস্থা হলো—প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘সেটার ব্যবস্থা হয়েছে। প্রতিবেদনে যা পেয়েছি সেটা হলো সংশ্লিষ্ট থানার ওসিদের নির্লিপ্ততা। তার জন্য তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা আর হরিণাকুণ্ডুর ওসির নির্লিপ্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাজশাহীতে মামলা হয়েছে। তাই কোনো সিদ্ধান্ত হয়নি। যশোরেও মামলা হয়েছে। যেখানে মামলা হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়নি।’
এত রদবদল তবু কেন পুলিশ, প্রশাসনে নির্লিপ্ততা—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘প্রশাসনে তো গণহারে নির্লিপ্ততা নেই।’
আপনারা কেবল শোকজ করছেন, ব্যবস্থা কেন নিচ্ছেন না—এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘এখন শোকজ করাই কেবল নয়, তাদের (ডিসি-এসপি) প্রতিবেদনের ভিত্তিতে এখন আমরা ব্যবস্থা নেব। কোনো একটা দৃশ্যমান আপডেট আপনারা পাবেন।’
অশোক কুমার বলেন, যেখানে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্বাচনী তদন্ত কমিটি আচরণবিধি না মানলে সংশ্লিষ্টদের শোকজ করছে। তবুও সেকেন্ড টাইম করলে এখন ব্যবস্থা নেওয়া হবে।
স্বতন্ত্র প্রার্থীরা নৌকা প্রার্থীদের চাপে রয়েছেন, এমন বিষয় উত্থাপন করা হলে অশোক কুমার বলেন, কমিশন বিভিন্ন জেলায় সফর করেছে। তাদের মেসেজ হচ্ছে, কোনোভাবেই যেন পক্ষপাত আচরণ না হয়। আপনারা অচিরেই দেখবেন, যে তারা স্বাভাবিকভাবে প্রচার চালাতে পারবেন। মামলা, প্রয়োজনে প্রার্থীও বাতিল হতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের এত দিন শোকজ করা হয়েছে। এখন দৃশ্যমান ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করার মতো সিদ্ধান্তও আসতে পারে।
আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
অশোক কুমার বলেন, ‘নির্বাচন কর্মকর্তারা ঢাকার বাইরে ছিলেন। এ জন্য আমাদের অনেকগুলো ফাইল পেন্ডিং ছিল। আজকে আলোচনার পর পেন্ডিং ফাইল নিষ্পত্তি করেছি।’
আচরণবিধি মানাতে পারছেন না কেন—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘যেকোনো ধরনের অভিযোগ, ভিডিও ক্লিপস যেখান থেকেই আসুক না কেন, সকল বিষয় আমরা রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এসপির কাছে পাঠাব এবং তাদের কাছ থেকে আসা তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর, ঝিনাইদহ ও রাজশাহীর তদন্ত রিপোর্ট নিয়ে কী ব্যবস্থা হলো—প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘সেটার ব্যবস্থা হয়েছে। প্রতিবেদনে যা পেয়েছি সেটা হলো সংশ্লিষ্ট থানার ওসিদের নির্লিপ্ততা। তার জন্য তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা আর হরিণাকুণ্ডুর ওসির নির্লিপ্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাজশাহীতে মামলা হয়েছে। তাই কোনো সিদ্ধান্ত হয়নি। যশোরেও মামলা হয়েছে। যেখানে মামলা হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়নি।’
এত রদবদল তবু কেন পুলিশ, প্রশাসনে নির্লিপ্ততা—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘প্রশাসনে তো গণহারে নির্লিপ্ততা নেই।’
আপনারা কেবল শোকজ করছেন, ব্যবস্থা কেন নিচ্ছেন না—এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘এখন শোকজ করাই কেবল নয়, তাদের (ডিসি-এসপি) প্রতিবেদনের ভিত্তিতে এখন আমরা ব্যবস্থা নেব। কোনো একটা দৃশ্যমান আপডেট আপনারা পাবেন।’
অশোক কুমার বলেন, যেখানে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্বাচনী তদন্ত কমিটি আচরণবিধি না মানলে সংশ্লিষ্টদের শোকজ করছে। তবুও সেকেন্ড টাইম করলে এখন ব্যবস্থা নেওয়া হবে।
স্বতন্ত্র প্রার্থীরা নৌকা প্রার্থীদের চাপে রয়েছেন, এমন বিষয় উত্থাপন করা হলে অশোক কুমার বলেন, কমিশন বিভিন্ন জেলায় সফর করেছে। তাদের মেসেজ হচ্ছে, কোনোভাবেই যেন পক্ষপাত আচরণ না হয়। আপনারা অচিরেই দেখবেন, যে তারা স্বাভাবিকভাবে প্রচার চালাতে পারবেন। মামলা, প্রয়োজনে প্রার্থীও বাতিল হতে পারে।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
১০ ঘণ্টা আগে