রাজনৈতিক পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় বৈঠকের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানা গেছে। সরকারের সূত্র বলছে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে ঐকমত্যে পৌঁছাতে পারলেই সে ক্ষেত্রে সর্বদলীয় বৈঠক সম্ভব হতে পারে।
গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবনার খবর প্রকাশের পর কয়েকজন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেন। এ কারণে বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, সরকারপ্রধান তাঁর অবস্থান জানিয়ে দিয়েছেন। পরিস্থিতির সর্বশেষ ওই পর্যায়ে রয়েছে; এখন রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন তিনি।
প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে বৃহস্পতিবার থেকে নড়েচড়ে বসে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ডান ও মধ্যপন্থী দলগুলো। বিদ্যমান পরিস্থিতিতে তারা সরকারপ্রধানের পক্ষে থাকার কথা জানিয়েছে। এদিন রাতেই ইসলামী আন্দোলনের কার্যালয়ে এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফতে মজলিসের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মোবাইলে কথাও বলেন তাঁরা। অন্য দলগুলো নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা করছে বলে জানা গেছে। আজ গণতন্ত্র মঞ্চ বৈঠক করবে। বিএনপির সঙ্গেও তারা আলোচনা করবে বলে জানা গেছে।
জানতে চাইলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, সংকট আরও ঘনীভূত হবে। সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়িয়ে যেকোনো বিষয় আলাপ-আলোচনার মধ্য দিয়ে দূরত্ব ঘোচাতে পারে। নির্বাচন, বিচার ও সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করলে সংশয় কেটে যাবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, এমন কথা ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিষয়টি নিয়ে বৈঠক করেন দলটির নেতারাও। সেখানে বলা হয়, নানা কারণে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিবাদ দেখা গেছে। যার জন্য আত্মসমালোচনাও করেন তাঁরা। পরে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, রাজনৈতিক ঐক্য তৈরি করতে দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে একাধিক দলের সঙ্গে কথা বলেন তাঁরা। গতকালও বৈঠক করেন। প্রয়োজনে বিএনপির সঙ্গে বৈঠক করবেন তাঁরা।

বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় বৈঠকের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানা গেছে। সরকারের সূত্র বলছে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে ঐকমত্যে পৌঁছাতে পারলেই সে ক্ষেত্রে সর্বদলীয় বৈঠক সম্ভব হতে পারে।
গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবনার খবর প্রকাশের পর কয়েকজন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেন। এ কারণে বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, সরকারপ্রধান তাঁর অবস্থান জানিয়ে দিয়েছেন। পরিস্থিতির সর্বশেষ ওই পর্যায়ে রয়েছে; এখন রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন তিনি।
প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে বৃহস্পতিবার থেকে নড়েচড়ে বসে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ডান ও মধ্যপন্থী দলগুলো। বিদ্যমান পরিস্থিতিতে তারা সরকারপ্রধানের পক্ষে থাকার কথা জানিয়েছে। এদিন রাতেই ইসলামী আন্দোলনের কার্যালয়ে এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফতে মজলিসের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মোবাইলে কথাও বলেন তাঁরা। অন্য দলগুলো নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা করছে বলে জানা গেছে। আজ গণতন্ত্র মঞ্চ বৈঠক করবে। বিএনপির সঙ্গেও তারা আলোচনা করবে বলে জানা গেছে।
জানতে চাইলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, সংকট আরও ঘনীভূত হবে। সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক যোগাযোগ বাড়িয়ে যেকোনো বিষয় আলাপ-আলোচনার মধ্য দিয়ে দূরত্ব ঘোচাতে পারে। নির্বাচন, বিচার ও সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করলে সংশয় কেটে যাবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, এমন কথা ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিষয়টি নিয়ে বৈঠক করেন দলটির নেতারাও। সেখানে বলা হয়, নানা কারণে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিবাদ দেখা গেছে। যার জন্য আত্মসমালোচনাও করেন তাঁরা। পরে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, রাজনৈতিক ঐক্য তৈরি করতে দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে একাধিক দলের সঙ্গে কথা বলেন তাঁরা। গতকালও বৈঠক করেন। প্রয়োজনে বিএনপির সঙ্গে বৈঠক করবেন তাঁরা।

নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারব।’
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
১১ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে