কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে-পরে সহিংসতায় প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন অংশ ও প্রতিবেশী ভারত।
এই উদ্বেগ আমলে নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রোববার বলেছেন, ধর্মীয় ও রাজনৈতিক কারণে কেউ অত্যাচার-অনাচারের শিকার হয়ে থাকলে প্রতিটি ঘটনা বিচারের আওতায় আনা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন উপদেষ্টা।
মতবিনিময় সভা বলা হলেও বাস্তবে আয়োজনটি ছিল প্রেস ব্রিফিং। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটি অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সেখানে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে উদ্বেগগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো সরকারেরও উদ্বেগের বিষয়। এটা অস্বীকার করার উপায় নেই। ঘটনাগুলো ঘটতে না দেওয়া গেলে ভালো হতো।’
তৌহিদ হোসেন বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে কিছু হামলা হয়েছে। একই ধরনের আক্রমণ পাশে মুসলমানের ঘরেও হয়েছে।’
এসব হামলা ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে—এমনটা দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তার মানে এই নয় যে এসব কারণে আগুন লাগিয়ে দেওয়া অথবা আঘাত করা যায়। যেকোনো কারণেই হোক, সহিংসতা মেনে নেওয়া যায় না। এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় যে, কোনো একজন ধর্মের কারণে বা তাঁর রাজনৈতিক বিশ্বাসের কারণে নির্যাতনের শিকার হবেন।’
সংখ্যালঘুদের মধ্যে পৃথিবীর সর্বত্রই একধরনের অস্থিরতা কাজ করে, এমনটা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এ কারণে তাঁদের সুরক্ষা একটু বেশি দিতে হয়।’
উপদেষ্টা বলেন, ‘সারা দেশে ঘটে যাওয়া অত্যাচার-অনাচারের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে—কোথায় কী ধরনের অনাচার-অত্যাচার হয়েছে। এগুলো যারা করেছে, তাদের দলমত না দেখে বিচারের আওতায় আনা হবে।’

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে-পরে সহিংসতায় প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন অংশ ও প্রতিবেশী ভারত।
এই উদ্বেগ আমলে নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রোববার বলেছেন, ধর্মীয় ও রাজনৈতিক কারণে কেউ অত্যাচার-অনাচারের শিকার হয়ে থাকলে প্রতিটি ঘটনা বিচারের আওতায় আনা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন উপদেষ্টা।
মতবিনিময় সভা বলা হলেও বাস্তবে আয়োজনটি ছিল প্রেস ব্রিফিং। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটি অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সেখানে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে উদ্বেগগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো সরকারেরও উদ্বেগের বিষয়। এটা অস্বীকার করার উপায় নেই। ঘটনাগুলো ঘটতে না দেওয়া গেলে ভালো হতো।’
তৌহিদ হোসেন বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে কিছু হামলা হয়েছে। একই ধরনের আক্রমণ পাশে মুসলমানের ঘরেও হয়েছে।’
এসব হামলা ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে—এমনটা দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তার মানে এই নয় যে এসব কারণে আগুন লাগিয়ে দেওয়া অথবা আঘাত করা যায়। যেকোনো কারণেই হোক, সহিংসতা মেনে নেওয়া যায় না। এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় যে, কোনো একজন ধর্মের কারণে বা তাঁর রাজনৈতিক বিশ্বাসের কারণে নির্যাতনের শিকার হবেন।’
সংখ্যালঘুদের মধ্যে পৃথিবীর সর্বত্রই একধরনের অস্থিরতা কাজ করে, এমনটা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এ কারণে তাঁদের সুরক্ষা একটু বেশি দিতে হয়।’
উপদেষ্টা বলেন, ‘সারা দেশে ঘটে যাওয়া অত্যাচার-অনাচারের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে—কোথায় কী ধরনের অনাচার-অত্যাচার হয়েছে। এগুলো যারা করেছে, তাদের দলমত না দেখে বিচারের আওতায় আনা হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৮ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে