নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যা ও বৃষ্টিতে দেশের ২১ জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসলি তলিয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকুলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী ভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে মাঠে থাকা আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান, তরমুজ ইত্যাদি ফসল পানিতে তলিয়ে গেছে।
মাঠতথ্য দিয়ে মন্ত্রনালয় বলছে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মনবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালোকাঠি, পটুয়াখালি, বরগুনা, ভোলা, শরীয়তপুর মোট ২১ (একুশ) টি জেলার ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।
এর মধ্যে আউশ ৪৪,৬৬২ হেক্টর, আমন বীজতলা ১৪,৩৯৩ (চোদ্দ হাজার তিনশত তিরানব্বই) হেক্টর, পাট ১৩৫ (একশত পঁয়ত্রিশ) হেক্টর, শাকসবজি ৯,৬৭৩ (নয় হাজার ছয়শত তেহাত্তর) হেক্টর, কলা ১১৪ (একশত চোদ্দ) হেক্টর, পেঁপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, পান ৩৮৭ (তিনশত সাতাশি) হেক্টর, বোনা আমন আবাদ ২৯৭ (দুইশত সাতানব্বই) হেক্টর, মরিচ ১০৪ (একশত চার) হেক্টর, পেপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, গ্রীষ্মকালীন তরমুজ ২৮১ (দুইশত একাশি) হেক্টরসহ মোট ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।
কুমিল্লা জেলার ১১,৫৯০ (এগারো হাজার পাঁচশত নব্বই) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ, আখ) পানিতে নিমজ্জিত হয়েছে।
নোয়াখালী জেলার ৭,৮০৬ (সাত হাজার আটশত ছয়) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ, তরমুজ) পানিতে নিমজ্জিত হয়েছে।
ফেনী জেলার ১,৬৫৫ (এক হাজার ছয়শত পঞ্চান্ন) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ) পানিতে নিমজ্জিত হয়েছে।
তবে বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় ফসলসমূহের নিমজ্জিত থাকার হার ক্রমান্বয়ে কমে যাচ্ছে।

বন্যা ও বৃষ্টিতে দেশের ২১ জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসলি তলিয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকুলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী ভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে মাঠে থাকা আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান, তরমুজ ইত্যাদি ফসল পানিতে তলিয়ে গেছে।
মাঠতথ্য দিয়ে মন্ত্রনালয় বলছে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মনবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালোকাঠি, পটুয়াখালি, বরগুনা, ভোলা, শরীয়তপুর মোট ২১ (একুশ) টি জেলার ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।
এর মধ্যে আউশ ৪৪,৬৬২ হেক্টর, আমন বীজতলা ১৪,৩৯৩ (চোদ্দ হাজার তিনশত তিরানব্বই) হেক্টর, পাট ১৩৫ (একশত পঁয়ত্রিশ) হেক্টর, শাকসবজি ৯,৬৭৩ (নয় হাজার ছয়শত তেহাত্তর) হেক্টর, কলা ১১৪ (একশত চোদ্দ) হেক্টর, পেঁপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, পান ৩৮৭ (তিনশত সাতাশি) হেক্টর, বোনা আমন আবাদ ২৯৭ (দুইশত সাতানব্বই) হেক্টর, মরিচ ১০৪ (একশত চার) হেক্টর, পেপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, গ্রীষ্মকালীন তরমুজ ২৮১ (দুইশত একাশি) হেক্টরসহ মোট ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।
কুমিল্লা জেলার ১১,৫৯০ (এগারো হাজার পাঁচশত নব্বই) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ, আখ) পানিতে নিমজ্জিত হয়েছে।
নোয়াখালী জেলার ৭,৮০৬ (সাত হাজার আটশত ছয়) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ, তরমুজ) পানিতে নিমজ্জিত হয়েছে।
ফেনী জেলার ১,৬৫৫ (এক হাজার ছয়শত পঞ্চান্ন) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ) পানিতে নিমজ্জিত হয়েছে।
তবে বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় ফসলসমূহের নিমজ্জিত থাকার হার ক্রমান্বয়ে কমে যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ওই দলের মুখ্য সমন্বয়ক ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১ ঘণ্টা আগে
আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল চেয়ে দায়ের করা আপিলের শুনানি শেষে ইসি এ রায় দেয়।
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজ রোববার আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ এই মামলার....
৩ ঘণ্টা আগে
ঋণখেলাপির জিম্মাদার হওয়ার পরেও চট্টগ্রাম-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে এশিয়া ব্যাংকের আপিল খারিজ করে দিয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেন, ‘উনার মনোনয়ন গ্রহণ করা হলো। তবে উনাকে অর্থ পরিশোধ করতে হবে।’
৩ ঘণ্টা আগে