নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আমির হোসেন আমুসহ চারজনের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের অভিযোগ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, দুদকের গোয়েন্দা বিভাগের অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) কমিশন সভায় অভিযুক্তদের দুর্নীতি অনুসন্ধানের সুপারিশ করা হয়। কমিশন সভায় তাঁদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
আমির হোসেন আমু ছাড়াও অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন—কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচনা।
দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতি করেছেন। ঠিকাদারের সঙ্গে যোগসাজশে নিজ সংসদীয় আসন ও সিটি করপোরেশন এলাকায় আর্থিক অনিয়ম করেছেন, যা দুদকের গোয়েন্দা অনুসন্ধানে সঠিক হিসেবে পরিলক্ষিত হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
গত ১৮ আগস্ট আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে।
এরপর গত ২৬ সেপ্টেম্বর আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে তাহসীন বাহার সূচনাসহ পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আমির হোসেন আমুসহ চারজনের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের অভিযোগ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, দুদকের গোয়েন্দা বিভাগের অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) কমিশন সভায় অভিযুক্তদের দুর্নীতি অনুসন্ধানের সুপারিশ করা হয়। কমিশন সভায় তাঁদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
আমির হোসেন আমু ছাড়াও অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন—কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচনা।
দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতি করেছেন। ঠিকাদারের সঙ্গে যোগসাজশে নিজ সংসদীয় আসন ও সিটি করপোরেশন এলাকায় আর্থিক অনিয়ম করেছেন, যা দুদকের গোয়েন্দা অনুসন্ধানে সঠিক হিসেবে পরিলক্ষিত হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
গত ১৮ আগস্ট আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে।
এরপর গত ২৬ সেপ্টেম্বর আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে তাহসীন বাহার সূচনাসহ পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১৩ মিনিট আগে
বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
২ ঘণ্টা আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
৩ ঘণ্টা আগে