নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আমির হোসেন আমুসহ চারজনের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের অভিযোগ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, দুদকের গোয়েন্দা বিভাগের অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) কমিশন সভায় অভিযুক্তদের দুর্নীতি অনুসন্ধানের সুপারিশ করা হয়। কমিশন সভায় তাঁদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
আমির হোসেন আমু ছাড়াও অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন—কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচনা।
দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতি করেছেন। ঠিকাদারের সঙ্গে যোগসাজশে নিজ সংসদীয় আসন ও সিটি করপোরেশন এলাকায় আর্থিক অনিয়ম করেছেন, যা দুদকের গোয়েন্দা অনুসন্ধানে সঠিক হিসেবে পরিলক্ষিত হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
গত ১৮ আগস্ট আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে।
এরপর গত ২৬ সেপ্টেম্বর আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে তাহসীন বাহার সূচনাসহ পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আমির হোসেন আমুসহ চারজনের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের অভিযোগ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, দুদকের গোয়েন্দা বিভাগের অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) কমিশন সভায় অভিযুক্তদের দুর্নীতি অনুসন্ধানের সুপারিশ করা হয়। কমিশন সভায় তাঁদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
আমির হোসেন আমু ছাড়াও অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন—কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচনা।
দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতি করেছেন। ঠিকাদারের সঙ্গে যোগসাজশে নিজ সংসদীয় আসন ও সিটি করপোরেশন এলাকায় আর্থিক অনিয়ম করেছেন, যা দুদকের গোয়েন্দা অনুসন্ধানে সঠিক হিসেবে পরিলক্ষিত হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
গত ১৮ আগস্ট আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে।
এরপর গত ২৬ সেপ্টেম্বর আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে তাহসীন বাহার সূচনাসহ পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৪ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে