নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি। আর দেশে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এসে দাঁড়িয়েছে ২০ লাখে। সেই সঙ্গে ৫২ হাজার ওয়েবসাইট ও ৮ হাজার ২০০-এরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিটি করপোরেশন ডিজিটাল সেন্টার এবং মাই অ্যাপ সার্ভিসসহ দেড় হাজার সেবা দিয়ে যাচ্ছে আইসিটি মন্ত্রণালয়। প্রতি মাসে এ ধরনের সেবা পায় ১ কোটিরও অধিক মানুষ।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল সেন্টারে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১-এর কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি। আমাদের ডিজিটাল সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ মানুষ এই সেবার মাধ্যমে উপকৃত হচ্ছে। করোনাকালে আমরা দেখেছি, একজন করোনা রোগী থেকে শুরু করে গ্রামের একজন গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের টেলিমেডিসিন সেবা কাজ করে যাচ্ছে। এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলের লোকজন গ্রামে বসে ডিজিটাল সেবার মাধ্যমে সব রকম সেবা খুব সহজে গ্রহণ করতে পারছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ডিজিটাল সেবার মাধ্যমে নারী নির্যাতন, যৌন হয়রানি, দুর্নীতির খবর এবং নদী বা সমুদ্রে আটকে যাওয়ার মতো দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে ডিজিটাল সেবা কাজ করে যাচ্ছে। আমরা এই ডিজিটাল সেবার মাধ্যমে গত চার বছরে ৫ কোটি মানুষ ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশের সেবা পেয়েছে। করোনার গত ২০ মাসে ভার্চুয়াল কোর্টে দেড় লাখ মামলার শুনানি হয়েছে এবং গত কোরবানি ঈদে ডিজিটাল সেবার মাধ্যমে ৩ লাখ ৮৭ হাজার কোরবানির গরু বিক্রি হয়েছে।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সব জনগণ, এ প্রতিপাদ্য নিয়ে আগামী রোববার জেলা-উপজেলা এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে উদ্যাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি। আর দেশে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এসে দাঁড়িয়েছে ২০ লাখে। সেই সঙ্গে ৫২ হাজার ওয়েবসাইট ও ৮ হাজার ২০০-এরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিটি করপোরেশন ডিজিটাল সেন্টার এবং মাই অ্যাপ সার্ভিসসহ দেড় হাজার সেবা দিয়ে যাচ্ছে আইসিটি মন্ত্রণালয়। প্রতি মাসে এ ধরনের সেবা পায় ১ কোটিরও অধিক মানুষ।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল সেন্টারে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১-এর কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি। আমাদের ডিজিটাল সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ মানুষ এই সেবার মাধ্যমে উপকৃত হচ্ছে। করোনাকালে আমরা দেখেছি, একজন করোনা রোগী থেকে শুরু করে গ্রামের একজন গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের টেলিমেডিসিন সেবা কাজ করে যাচ্ছে। এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলের লোকজন গ্রামে বসে ডিজিটাল সেবার মাধ্যমে সব রকম সেবা খুব সহজে গ্রহণ করতে পারছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ডিজিটাল সেবার মাধ্যমে নারী নির্যাতন, যৌন হয়রানি, দুর্নীতির খবর এবং নদী বা সমুদ্রে আটকে যাওয়ার মতো দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে ডিজিটাল সেবা কাজ করে যাচ্ছে। আমরা এই ডিজিটাল সেবার মাধ্যমে গত চার বছরে ৫ কোটি মানুষ ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশের সেবা পেয়েছে। করোনার গত ২০ মাসে ভার্চুয়াল কোর্টে দেড় লাখ মামলার শুনানি হয়েছে এবং গত কোরবানি ঈদে ডিজিটাল সেবার মাধ্যমে ৩ লাখ ৮৭ হাজার কোরবানির গরু বিক্রি হয়েছে।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সব জনগণ, এ প্রতিপাদ্য নিয়ে আগামী রোববার জেলা-উপজেলা এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে উদ্যাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।

আইনি জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই দুই আসনে ভোট গ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র সফরে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া তিনি সহকারী ইউএসটিআর জনাব ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করেন।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। গোয়েন্দা সংস্থা বলছে, এসব অস্ত্র অপরাধী চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের একাধিক ঘটনায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫৩ জন প্রার্থীর কাছে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তাঁদের প্রায় এক-তৃতীয়াংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন...
১০ ঘণ্টা আগে