আজকের পত্রিকা ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ব্যবহৃত গাড়িগুলোর অতিরিক্ত তেলের বিল প্রতিরোধে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি স্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আগে গাড়িচালক তাঁদের ইচ্ছেমতো দূরত্ব লিখে বিল-ভাউচার তৈরি করে তা দাখিল করতেন। কোনো স্থানের দূরত্ব পাঁচ কিলোমিটার বাড়িয়ে লেখা হলে আসা-যাওয়ায় ১০ কিলোমিটারের বিল বেশি পরিশোধ করতে হতো। এতে প্রতি মাসে মোটা অঙ্কের তেলের বিল মন্ত্রণালয়কে বহন করতে হয়েছে। তবে দুই মাস ধরে নজরদারি থাকায় বিল কম আসা শুরু হয়েছে। জিপিএস সেবার বিল গতকাল মঙ্গলবার পর্যন্ত হাতে পাওয়া যায়নি। তবে জিপিএস স্থাপনের পর বিল কম আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গাড়ির লোকেশন ট্র্যাক করা, গাড়ির তেলের খরচ, মাইলেজের হিসাব, স্পিড রিপোর্ট, ইঞ্জিনের অবস্থাসহ অনেক কিছুই নজরে রাখা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের গাড়িগুলো জিপিএস সেবার আওতায় আনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের ১৬টি গাড়িতে জিপিএস প্রযুক্তি স্থাপনে ব্যয় হয়েছে ৪৮ হাজার টাকা। আর প্রতি মাসে সার্ভিসের জন্য দিতে হবে গাড়িপ্রতি ৩৫০ টাকা। তবে সচিব ও উপদেষ্টার গাড়ি জিপিএসের আওতামুক্ত রাখা হয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব খলিল আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমিনের নির্দেশে গাড়িগুলোতে জিপিএস ট্র্যাকার স্থাপন করা হয়েছে। এতে গাড়িগুলো থেকে বাড়তি বিল প্রতিরোধ করা সম্ভব হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ব্যবহৃত গাড়িগুলোর অতিরিক্ত তেলের বিল প্রতিরোধে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি স্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আগে গাড়িচালক তাঁদের ইচ্ছেমতো দূরত্ব লিখে বিল-ভাউচার তৈরি করে তা দাখিল করতেন। কোনো স্থানের দূরত্ব পাঁচ কিলোমিটার বাড়িয়ে লেখা হলে আসা-যাওয়ায় ১০ কিলোমিটারের বিল বেশি পরিশোধ করতে হতো। এতে প্রতি মাসে মোটা অঙ্কের তেলের বিল মন্ত্রণালয়কে বহন করতে হয়েছে। তবে দুই মাস ধরে নজরদারি থাকায় বিল কম আসা শুরু হয়েছে। জিপিএস সেবার বিল গতকাল মঙ্গলবার পর্যন্ত হাতে পাওয়া যায়নি। তবে জিপিএস স্থাপনের পর বিল কম আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গাড়ির লোকেশন ট্র্যাক করা, গাড়ির তেলের খরচ, মাইলেজের হিসাব, স্পিড রিপোর্ট, ইঞ্জিনের অবস্থাসহ অনেক কিছুই নজরে রাখা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের গাড়িগুলো জিপিএস সেবার আওতায় আনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের ১৬টি গাড়িতে জিপিএস প্রযুক্তি স্থাপনে ব্যয় হয়েছে ৪৮ হাজার টাকা। আর প্রতি মাসে সার্ভিসের জন্য দিতে হবে গাড়িপ্রতি ৩৫০ টাকা। তবে সচিব ও উপদেষ্টার গাড়ি জিপিএসের আওতামুক্ত রাখা হয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব খলিল আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমিনের নির্দেশে গাড়িগুলোতে জিপিএস ট্র্যাকার স্থাপন করা হয়েছে। এতে গাড়িগুলো থেকে বাড়তি বিল প্রতিরোধ করা সম্ভব হবে।’

সব ধরনের পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করে এবং এ বিধান লঙ্ঘনের অপরাধে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে অধ্যাদেশ কার্যকর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, বে সিটি অ্যাপারেলস, ইয়েলো অ্যাপারেলস, পিংক মেকার ও অ্যাপোলো অ্যাপারেলস নামে চারটি কথিত গ্রাহক প্রতিষ্ঠান ঋণের নামে প্রায় ২ হাজার ৮৫৭ কোটি ৯৩ লাখ ১২ হাজার ৯৪১ টাকা আত্মসাৎ করেছে। মূলত সালমান এফ রহমান তাঁর ক্ষমতার অপব্যবহার করে, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসির...
২ ঘণ্টা আগে
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৮ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
১৯ ঘণ্টা আগে