সিফাত রাব্বানী

বাঙালির ভ্রমণ আইকন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি নদীপথে কিংবা গরুর গাড়িতে এদিক-ওদিক যাওয়া-আসার সময় বই পড়তেন। দূর-দূরান্তে জাহাজে যাতায়াতেও পড়তেন বই। সে পদ্ধতি আপনিও কাজে লাগাতে পারেন। অর্থাৎ গন্তব্যে পৌঁছানোর জন্য যে পথ পাড়ি দিতে হবে, তাকে উপভোগ্য করতে পড়তে পারেন নিজের পছন্দের বই।
কোথাও গেলেন, সেটা দেখে ঘুরে এলেন—এটাই ভ্রমণ নয়। ভ্রমণ মানে কোথাও গিয়ে সে জায়গাটা বোঝার চেষ্টা করা, জানার চেষ্টা করা, সেখানকার মানুষের সংস্কৃতি, রীতি-রেওয়াজের খোঁজ করা। তাতে যেমন জায়গাটা দেখা হয়, তেমনি নতুন জায়গার নতুন নতুন বিষয়েও জানা হয়। এগুলোই সারা জীবনের ভ্রমণচিহ্ন হয়ে থাকবে। এ ক্ষেত্রে বই খুব সহায়তা করতে পারে।
ব্যক্তিভেদে বইয়ের পছন্দ ভিন্ন। ভ্রমণে নিজের পছন্দের বই বেছে নিতে পারলে ভ্রমণের সময়টুকু আরও রঙিন হয়ে ওঠে। তবে আকারে বড় কিংবা বহনে সমস্যা করবে তেমন বই ভ্রমণে সঙ্গে না নেওয়াই ভালো।
কোন ধরনের বই
যে অঞ্চলে ভ্রমণে যাচ্ছেন সে অঞ্চলের ওপর লেখা বই পড়তে পারেন। তাতে নির্দিষ্ট অঞ্চলটির অতীতের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে, যা আপনার ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেবে। অথবা পড়তে পারেন ভ্রমণবিষয়ক বই। সে ক্ষেত্রে পড়তে পারেন সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘ছবির দেশে কবিতার দেশে’, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণকাহিনি ‘পালামৌ’ কিংবা রামনাথ বিশ্বাসের লেখা ধ্রুপদি ভ্রমণবিষয়ক বই।
এ ছাড়া ফিকশন, নন-ফিকশন, কবিতা কিংবা প্রবন্ধ-নিবন্ধের বই। অর্থাৎ যে বিষয়গুলো আপনার পছন্দের, সে বিষয়ের বই সঙ্গে নিতে পারেন।

বাঙালির ভ্রমণ আইকন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি নদীপথে কিংবা গরুর গাড়িতে এদিক-ওদিক যাওয়া-আসার সময় বই পড়তেন। দূর-দূরান্তে জাহাজে যাতায়াতেও পড়তেন বই। সে পদ্ধতি আপনিও কাজে লাগাতে পারেন। অর্থাৎ গন্তব্যে পৌঁছানোর জন্য যে পথ পাড়ি দিতে হবে, তাকে উপভোগ্য করতে পড়তে পারেন নিজের পছন্দের বই।
কোথাও গেলেন, সেটা দেখে ঘুরে এলেন—এটাই ভ্রমণ নয়। ভ্রমণ মানে কোথাও গিয়ে সে জায়গাটা বোঝার চেষ্টা করা, জানার চেষ্টা করা, সেখানকার মানুষের সংস্কৃতি, রীতি-রেওয়াজের খোঁজ করা। তাতে যেমন জায়গাটা দেখা হয়, তেমনি নতুন জায়গার নতুন নতুন বিষয়েও জানা হয়। এগুলোই সারা জীবনের ভ্রমণচিহ্ন হয়ে থাকবে। এ ক্ষেত্রে বই খুব সহায়তা করতে পারে।
ব্যক্তিভেদে বইয়ের পছন্দ ভিন্ন। ভ্রমণে নিজের পছন্দের বই বেছে নিতে পারলে ভ্রমণের সময়টুকু আরও রঙিন হয়ে ওঠে। তবে আকারে বড় কিংবা বহনে সমস্যা করবে তেমন বই ভ্রমণে সঙ্গে না নেওয়াই ভালো।
কোন ধরনের বই
যে অঞ্চলে ভ্রমণে যাচ্ছেন সে অঞ্চলের ওপর লেখা বই পড়তে পারেন। তাতে নির্দিষ্ট অঞ্চলটির অতীতের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে, যা আপনার ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেবে। অথবা পড়তে পারেন ভ্রমণবিষয়ক বই। সে ক্ষেত্রে পড়তে পারেন সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘ছবির দেশে কবিতার দেশে’, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণকাহিনি ‘পালামৌ’ কিংবা রামনাথ বিশ্বাসের লেখা ধ্রুপদি ভ্রমণবিষয়ক বই।
এ ছাড়া ফিকশন, নন-ফিকশন, কবিতা কিংবা প্রবন্ধ-নিবন্ধের বই। অর্থাৎ যে বিষয়গুলো আপনার পছন্দের, সে বিষয়ের বই সঙ্গে নিতে পারেন।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১৪ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১৬ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৮ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৮ ঘণ্টা আগে