ফিচার ডেস্ক

চ্যাটজিপিটি আসার পর গুগলের সার্চ ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সম্প্রতি অ্যাপলের এক নির্বাহী বলেন, আইফোনের গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিনে সার্চ ট্রাফিক কমে যাচ্ছে। ফলে তাদের শেয়ারমূল্য কমেছে। তবে গুগল তো থেমে যাওয়ার পাত্র নয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি তাদের হোম পেজে নতুন এআই সার্চ টুল পরীক্ষামূলকভাবে চালু করেছে এবং ভ্রমণ পরিকল্পনার জন্য চালু করেছে এজেন্টিক এআই।
ভবিষ্যতে ভ্রমণের পরিকল্পনা করতে আলাদাভাবে গুগলে হোটেল খোঁজা বা ফ্লাইট খুঁজে বের করার ঝামেলা হবে না। এখন এআই নিজে থেকে আপনার জন্য ভ্রমণ পরিকল্পনা, দর-কষাকষি এবং সবকিছু বুকিং করে দেবে।
বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান; যেমন মাইক্রোসফট, ওপেনএআই ইত্যাদি এরই মধ্যে এমন উন্নত এআই তৈরি করছে, যেগুলো শুধু সহকারী নয়, বরং পূর্ণাঙ্গ ভ্রমণ এজেন্টের মতো কাজ করছে।
গুগল তাদের জেমিনি এআই দিয়ে এখন এমন প্রযুক্তি সহায়তা দিচ্ছে, যা ছবি দেখে ট্রিপ সাজাতে পারে, হোটেল-ফ্লাইটের দাম ট্র্যাক করতে পারে এবং ব্যবহারকারীর জন্য কাস্টমাইজড ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে পারে। শুধু তা-ই নয়, আপনি কোনো দর্শনীয় স্থানের ছবি তুললে গুগলের লেন্স টুল তার ইতিহাস ও বিস্তারিত জানিয়ে দেবে। চাইলে অনুবাদও করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড় পরিবর্তন।
ভ্রমণ প্রযুক্তিবিদ ম্যাক্স স্টারকভ বলেন, ‘আগে আমরা মোবাইল ফোনে টিকিট কেটে ভ্রমণ করতাম। এখন এআই সবকিছু করে দেবে। এটা আমাদের ভ্রমণকে একেবারেই বদলে দেবে।’
এই বদল শুধু পর্যটকদের জন্য নয়, যাঁরা হোটেল কিংবা ফ্লাইটের সেবা দেন, তাঁদের ব্যবসায়ও বড় ধরনের বদল আসবে।
সূত্র: সিএনবিসি

চ্যাটজিপিটি আসার পর গুগলের সার্চ ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সম্প্রতি অ্যাপলের এক নির্বাহী বলেন, আইফোনের গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিনে সার্চ ট্রাফিক কমে যাচ্ছে। ফলে তাদের শেয়ারমূল্য কমেছে। তবে গুগল তো থেমে যাওয়ার পাত্র নয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি তাদের হোম পেজে নতুন এআই সার্চ টুল পরীক্ষামূলকভাবে চালু করেছে এবং ভ্রমণ পরিকল্পনার জন্য চালু করেছে এজেন্টিক এআই।
ভবিষ্যতে ভ্রমণের পরিকল্পনা করতে আলাদাভাবে গুগলে হোটেল খোঁজা বা ফ্লাইট খুঁজে বের করার ঝামেলা হবে না। এখন এআই নিজে থেকে আপনার জন্য ভ্রমণ পরিকল্পনা, দর-কষাকষি এবং সবকিছু বুকিং করে দেবে।
বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান; যেমন মাইক্রোসফট, ওপেনএআই ইত্যাদি এরই মধ্যে এমন উন্নত এআই তৈরি করছে, যেগুলো শুধু সহকারী নয়, বরং পূর্ণাঙ্গ ভ্রমণ এজেন্টের মতো কাজ করছে।
গুগল তাদের জেমিনি এআই দিয়ে এখন এমন প্রযুক্তি সহায়তা দিচ্ছে, যা ছবি দেখে ট্রিপ সাজাতে পারে, হোটেল-ফ্লাইটের দাম ট্র্যাক করতে পারে এবং ব্যবহারকারীর জন্য কাস্টমাইজড ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে পারে। শুধু তা-ই নয়, আপনি কোনো দর্শনীয় স্থানের ছবি তুললে গুগলের লেন্স টুল তার ইতিহাস ও বিস্তারিত জানিয়ে দেবে। চাইলে অনুবাদও করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড় পরিবর্তন।
ভ্রমণ প্রযুক্তিবিদ ম্যাক্স স্টারকভ বলেন, ‘আগে আমরা মোবাইল ফোনে টিকিট কেটে ভ্রমণ করতাম। এখন এআই সবকিছু করে দেবে। এটা আমাদের ভ্রমণকে একেবারেই বদলে দেবে।’
এই বদল শুধু পর্যটকদের জন্য নয়, যাঁরা হোটেল কিংবা ফ্লাইটের সেবা দেন, তাঁদের ব্যবসায়ও বড় ধরনের বদল আসবে।
সূত্র: সিএনবিসি

কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
৪ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
৬ ঘণ্টা আগে
বাজার চলতি কড়া রাসায়নিক উপাদানযুক্ত ডিশওয়াশিং লিকুইড দিয়ে বাসন মাজতে গিয়ে হাত আরও শুষ্ক ও খসখসে হয়ে যায়। অনেকের তো হাতের চামড়া উঠে যাওয়া বা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে শুরু করে। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে ডিশওয়াশিং লিকুইডের কিছু প্রাকৃতিক বিকল্প রয়েছে। সেগুলো হাত শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন...
৮ ঘণ্টা আগে
যেসব বলিউড অভিনেত্রীকে আমরা আইকন মানি, তাঁদের রূপ রুটিনে চোখ রাখলে দেখা যায়, ঘরোয়া টোটকাই সেখানে রাজত্ব করছে। কৃতি শ্যাননের কথাই ধরুন। তাঁর মাখন কোমল ত্বকের রহস্য় লুকিয়ে আছে সাধারণ গ্লিসারিনের বোতলে। একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। তা ছাড়া এটি...
১০ ঘণ্টা আগে