প্রযুক্তি ডেস্ক

টুইটার অধিগ্রহণের পর থেকেই নানা কারণ দেখিয়ে একের পর এক কর্মী ছাঁটাই করছেন মাস্ক। সম্প্রতি তাঁর জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। এবার এক শারীরিক প্রতিবন্ধী কর্মীকে বিদ্রূপ ও ছাঁটাই করে আবারও সমালোচনার মুখে পড়েন তিনি। তবে পরে ক্ষমা চেয়ে নেন মাস্ক।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হ্যারালডুর থরলিফসন নামের ওই কর্মী টুইটারে ‘হ্যালি’ নামে পরিচিত। একটি হুইলচেয়ার ব্যবহার করেন তিনি এবং তাঁর পেশি সংক্রান্ত সমস্যা রয়েছে। হ্যালিকে ছাঁটাই করার পাশাপাশি টুইটারে তাঁর সঙ্গে বাক-বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন মাস্ক। প্রকাশ্যেই ওই কর্মীকে বিদ্রূপ করেন তিনি। তবে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই কর্মীর কাছে এক টুইটে ক্ষমা চেয়েছেন মাস্ক।
এর আগে বিগত মাসে, জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি টুইটারের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন ইলন মাস্ক। বৈঠকে সম্প্রতি নিজের করা টুইটের ভিউ কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। যেখানে টুইটারে তার ফলোয়ার ১০ কোটিরও বেশি, সেখানে টুইটের ভিউ কাউন্ট মাত্র কয়েক হাজার কীভাবে হয় তা জানতে চান মাস্ক।
মাস্কের প্রশ্নের জবাবে কর্মকর্তারা তথ্য-উপাত্ত ও গুগল ট্রেন্ডস চার্ট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখান তাঁর প্রতি মানুষের আগ্রহ আর আগের মতো নেই। টুইটার কেনার পর থেকেই মাস্কের জনপ্রিয়তা কমছে বলে জানান এক কর্মকর্তা। এ বক্তব্য নিতে না পেরে মাস্ক তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন।

টুইটার অধিগ্রহণের পর থেকেই নানা কারণ দেখিয়ে একের পর এক কর্মী ছাঁটাই করছেন মাস্ক। সম্প্রতি তাঁর জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। এবার এক শারীরিক প্রতিবন্ধী কর্মীকে বিদ্রূপ ও ছাঁটাই করে আবারও সমালোচনার মুখে পড়েন তিনি। তবে পরে ক্ষমা চেয়ে নেন মাস্ক।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হ্যারালডুর থরলিফসন নামের ওই কর্মী টুইটারে ‘হ্যালি’ নামে পরিচিত। একটি হুইলচেয়ার ব্যবহার করেন তিনি এবং তাঁর পেশি সংক্রান্ত সমস্যা রয়েছে। হ্যালিকে ছাঁটাই করার পাশাপাশি টুইটারে তাঁর সঙ্গে বাক-বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন মাস্ক। প্রকাশ্যেই ওই কর্মীকে বিদ্রূপ করেন তিনি। তবে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই কর্মীর কাছে এক টুইটে ক্ষমা চেয়েছেন মাস্ক।
এর আগে বিগত মাসে, জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি টুইটারের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন ইলন মাস্ক। বৈঠকে সম্প্রতি নিজের করা টুইটের ভিউ কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। যেখানে টুইটারে তার ফলোয়ার ১০ কোটিরও বেশি, সেখানে টুইটের ভিউ কাউন্ট মাত্র কয়েক হাজার কীভাবে হয় তা জানতে চান মাস্ক।
মাস্কের প্রশ্নের জবাবে কর্মকর্তারা তথ্য-উপাত্ত ও গুগল ট্রেন্ডস চার্ট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখান তাঁর প্রতি মানুষের আগ্রহ আর আগের মতো নেই। টুইটার কেনার পর থেকেই মাস্কের জনপ্রিয়তা কমছে বলে জানান এক কর্মকর্তা। এ বক্তব্য নিতে না পেরে মাস্ক তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন।

বিশ্বের ধনী ও উচ্চ-মধ্যবিত্তদের কাছে ‘গোল্ডেন ভিসা’ শুধু একটি বাড়তি ভিসা নয়; বরং এটি এখন নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নত জীবনের একধরনের নিশ্চয়তা। ২০২৫ সাল সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিয়েছে। কোথাও কর্মসূচি বন্ধ, কোথাও কঠোর আইন, আবার কোথাও নতুন করে দরজা খুলে দেওয়া...
৪০ মিনিট আগে
বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১৬ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, ভাগ্য হঠাৎ আকাশ থেকে নেমে আসে। কিন্তু বাস্তবে ভাগ্য তৈরি হয় আমাদের অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং চারপাশের পৃথিবীর সঙ্গে আমাদের আচরণের মাধ্যমে। ১৯৪৫ সালের ৬ আগস্ট। জাপানের হিরোশিমায় কাজ করছিলেন সুতোমু ইয়ামাগুচি। সেদিন ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় ঠিক তাঁর সামনেই।
১৭ ঘণ্টা আগে
শীতে বাড়িতে কোনো না কোনো স্য়ুপ তো তৈরি করছেনই। খাওয়ার সময় একটা জিনিসই মিস করছেন, তা হলো অনথন। ইতস্তত না করে বাড়িতে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এই খাবার।
১৯ ঘণ্টা আগে