প্রযুক্তি ডেস্ক

ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৩ বছর। কিন্তু ভুয়া জন্ম তারিখ দেওয়ার মাধ্যমে ১৩ বছরের কম বয়সী অনেকেই এই সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে থাকে। এ সমস্যা সমাধানে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে এক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল তৈরি করে ইনস্টাগ্রাম। বিগত বছর টুলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বয়স যাচাই করা হয়। এবার নতুন কয়েকটি দেশে এই সুবিধা চালু করছে ইনস্টাগ্রাম।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই টুলের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশসহ মেক্সিকো, কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানে বসবাসকারী কিশোর-কিশোরীদের বয়স যাচাই শুরু করেছে ইনস্টাগ্রাম। শিগগির অন্য দেশগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে মেটা।
নতুন এই কার্যক্রমের আওতায় দেশগুলোতে বসবাসকারী কিশোর-কিশোরীদের থেকে ভিডিও সেলফি সংগ্রহ করবে ইনস্টাগ্রাম। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল ভিডিওগুলো পর্যালোচনা করে কিশোর-কিশোরীদের প্রকৃত বয়স সম্পর্কে ধারণা দেবে। এতে করে ১৩ বছরের কম বয়সীদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মুছে ফেলা এবং নতুন অ্যাকাউন্ট খুলতে না দেওয়া সহজ হবে। উল্লেখ্য, বয়স যাচাইয়ের পর ভিডিও সেলফিগুলো মুছে ফেলা হবে।
মেটা জানিয়েছে, বয়স যাচাইয়ের এই কৃত্রিম বুদ্ধিমত্তা টুল প্রায় ৯৬ শতাংশ কার্যকর। ফলে, সহজেই ১৮ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে করে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের তাদের উপযোগী কনটেন্ট প্রদর্শন করতে পারছে ইনস্টাগ্রাম।
সম্প্রতি, ‘চ্যানেলস’ নামের নতুন চ্যাট সুবিধা চালু করে ইনস্টাগ্রাম। এই সুবিধা ব্যবহার করে ফলোয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন কনটেন্ট নির্মাতারা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, চ্যানেলস-সুবিধার মাধ্যমে কনটেন্ট নির্মাতারা সরাসরি ফলোয়ারদের কাছে মেসেজ, ছবি পাঠানোর পাশাপাশি সরাসরি বিভিন্ন বিষয় নিয়ে জরিপও করতে পারছেন। এসব তথ্য কনটেন্ট নির্মাতার ফলোয়ার ছাড়া আর কেউ দেখতে পারবেন না। ফলে ইনস্টাগ্রামের ‘পাবলিক অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরাও শুধু ফলোয়ারদের কাছে মেসেজ ও ছবি পাঠাতে পারছেন।
ইনস্টাগ্রাম জানিয়েছে, ভবিষ্যতে চ্যানেলস-সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা ফলোয়ারদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানও আয়োজন করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক কনটেন্ট নির্মাতার জন্য পরীক্ষামূলকভাবে নতুন এই সুবিধা উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এই সুবিধা চালু করা হবে।
এর আগে, ব্যবহারকারীদের কাছে তেমন সাড়া না পাওয়ায় নিজেদের লাইভ শপিং সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ মার্চ থেকে আর পাওয়া যাবে না ইনস্টাগ্রামের লাইভ শপিং সুবিধা। এই সুবিধা ব্যবহার করে নির্বাচিত কনটেন্ট নির্মাতা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অনলাইনে পণ্যের-প্রচারণা চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে পর্দায় এক বা একাধিক পণ্য প্রদর্শন করতে পারে। এগুলোতে ক্লিক করে পণ্যের বিস্তারিত তথ্যসহ দাম জানার সুযোগ থাকে। ফলে সহজেই ইনস্টাগ্রাম থেকে প্রয়োজনীয় পণ্য কেনা যায়।
ইনস্টাগ্রাম জানায়, লাইভ শপিং সুবিধা বন্ধ হলেও লাইভ অপশন ব্যবহার করে যেকোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে ইনস্টাগ্রামে পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন।

ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৩ বছর। কিন্তু ভুয়া জন্ম তারিখ দেওয়ার মাধ্যমে ১৩ বছরের কম বয়সী অনেকেই এই সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে থাকে। এ সমস্যা সমাধানে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে এক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল তৈরি করে ইনস্টাগ্রাম। বিগত বছর টুলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বয়স যাচাই করা হয়। এবার নতুন কয়েকটি দেশে এই সুবিধা চালু করছে ইনস্টাগ্রাম।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই টুলের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশসহ মেক্সিকো, কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানে বসবাসকারী কিশোর-কিশোরীদের বয়স যাচাই শুরু করেছে ইনস্টাগ্রাম। শিগগির অন্য দেশগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে মেটা।
নতুন এই কার্যক্রমের আওতায় দেশগুলোতে বসবাসকারী কিশোর-কিশোরীদের থেকে ভিডিও সেলফি সংগ্রহ করবে ইনস্টাগ্রাম। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল ভিডিওগুলো পর্যালোচনা করে কিশোর-কিশোরীদের প্রকৃত বয়স সম্পর্কে ধারণা দেবে। এতে করে ১৩ বছরের কম বয়সীদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মুছে ফেলা এবং নতুন অ্যাকাউন্ট খুলতে না দেওয়া সহজ হবে। উল্লেখ্য, বয়স যাচাইয়ের পর ভিডিও সেলফিগুলো মুছে ফেলা হবে।
মেটা জানিয়েছে, বয়স যাচাইয়ের এই কৃত্রিম বুদ্ধিমত্তা টুল প্রায় ৯৬ শতাংশ কার্যকর। ফলে, সহজেই ১৮ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে করে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের তাদের উপযোগী কনটেন্ট প্রদর্শন করতে পারছে ইনস্টাগ্রাম।
সম্প্রতি, ‘চ্যানেলস’ নামের নতুন চ্যাট সুবিধা চালু করে ইনস্টাগ্রাম। এই সুবিধা ব্যবহার করে ফলোয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন কনটেন্ট নির্মাতারা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, চ্যানেলস-সুবিধার মাধ্যমে কনটেন্ট নির্মাতারা সরাসরি ফলোয়ারদের কাছে মেসেজ, ছবি পাঠানোর পাশাপাশি সরাসরি বিভিন্ন বিষয় নিয়ে জরিপও করতে পারছেন। এসব তথ্য কনটেন্ট নির্মাতার ফলোয়ার ছাড়া আর কেউ দেখতে পারবেন না। ফলে ইনস্টাগ্রামের ‘পাবলিক অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরাও শুধু ফলোয়ারদের কাছে মেসেজ ও ছবি পাঠাতে পারছেন।
ইনস্টাগ্রাম জানিয়েছে, ভবিষ্যতে চ্যানেলস-সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা ফলোয়ারদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানও আয়োজন করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক কনটেন্ট নির্মাতার জন্য পরীক্ষামূলকভাবে নতুন এই সুবিধা উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এই সুবিধা চালু করা হবে।
এর আগে, ব্যবহারকারীদের কাছে তেমন সাড়া না পাওয়ায় নিজেদের লাইভ শপিং সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ মার্চ থেকে আর পাওয়া যাবে না ইনস্টাগ্রামের লাইভ শপিং সুবিধা। এই সুবিধা ব্যবহার করে নির্বাচিত কনটেন্ট নির্মাতা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অনলাইনে পণ্যের-প্রচারণা চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে পর্দায় এক বা একাধিক পণ্য প্রদর্শন করতে পারে। এগুলোতে ক্লিক করে পণ্যের বিস্তারিত তথ্যসহ দাম জানার সুযোগ থাকে। ফলে সহজেই ইনস্টাগ্রাম থেকে প্রয়োজনীয় পণ্য কেনা যায়।
ইনস্টাগ্রাম জানায়, লাইভ শপিং সুবিধা বন্ধ হলেও লাইভ অপশন ব্যবহার করে যেকোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে ইনস্টাগ্রামে পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন।

আজ আপনার পকেটে টান পড়ার প্রবল যোগ। অফিসে বসের মুড থাকবে খিটখিটে, তাই ভুলেও ইনক্রিমেন্টের কথা তুলবেন না। বন্ধুদের পাল্লায় পড়ে রেস্টুরেন্টে বিল দিতে গিয়ে নিজের কিডনি বিক্রির চিন্তা করবেন না। সঞ্চয় করার চেষ্টা করুন, নাহলে মাসের শেষে মুড়ি খেয়ে কাটাতে হবে।
১৮ মিনিট আগে
পিঠেপুলির মৌসুম চলছে। ভরা পৌষ মাসে ঘরে ঘরে পিঠে বানানোর ধুম পড়েছে। ফলে প্রায় সবার বাড়িতে চালের গুঁড়া থাকাটা এখন খুব স্বাভাবিক। পিঠা বানানোর পাশাপাশি এই চালের গুঁড়া হতে পারে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার দারুণ এক উপকরণ।
১ ঘণ্টা আগে
শীত কিন্তু জেঁকে বসেছে। এমন শীতে কম্বলে গা জড়িয়ে সিনেমা দেখতে দেখতে মুখরোচক কিছু তো খেতেও মন চায়। বাড়িতে মুরগির মাংস থাকলে তৈরি করে ফেলুন চিকেন কাঠি কাবাব। কীভাবে তৈরি করবেন? আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগে
নতুন বছর এলেই অনেকের মধ্যে স্বাস্থ্য নিয়ে নতুন উদ্দীপনা দেখা যায়। ভালো খাওয়ার পরিকল্পনা, বেশি নড়াচড়া করা, জিমে যাওয়া। সব মিলিয়ে ফিটনেস ঠিক রাখার লক্ষ্য রোমাঞ্চকর হয়ে ওঠে। তবে আসল পরিবর্তন আসে ধারাবাহিকতা ঠিক রাখলে। ফিটনেস মানে তাৎক্ষণিক সমাধান বা অতিরিক্ত কঠিন রুটিন নয়। এমন অভ্যাস গড়ে তোলা, যা সারা
২০ ঘণ্টা আগে