প্রযুক্তি ডেস্ক

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া সংস্থা বলে অভিহিত করেছে টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে বিবিসি। তবে বিবিসির অধীনে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে এই ধরনের কোনো লেখা দেখা যায়নি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিবিসি ছাড়াও এনপিআর, ভয়েস অব আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলোর প্রোফাইলেও একই কথা লিখেছে টুইটার কর্তৃপক্ষ। এরই মধ্যে বিবৃতি প্রকাশ করে টুইটারকে যত দ্রুত সম্ভব এটি সংশোধন করতে বলেছে বিবিসি। এতে আরও বলা হয়, বিবিসি বরাবর স্বাধীন ছিল, ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি’র মাধ্যমে ব্রিটিশ জনতার টাকায় কাজ করে এই সংস্থা। এর আগে, টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিবিসিকে সবচেয়ে কম পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন। টুইটারে বিবিসি নিউজের অ্যাকাউন্ট ফলো করেন বলেও জানান তিনি।
এদিকে, টুইটারের এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া আউটলেট ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)। সংবাদসংস্থাটি জানিয়েছে, খবর প্রচারের মাধ্যম হিসাবে তারা টুইটারকে আর ব্যবহার করবে না। তবে হটাত কেন মিডিয়া সংস্থা গুলোর প্রোফাইলে এমন পরিবর্তন করা হলো সেই বিষয়ে টুইটার এখনো কিছু জানায়নি।
এদিকে, নিউইয়র্ক টাইমসের ব্লু টিক সরিয়ে নিয়েছে টুইটার। ব্লু টিকের জন্য অর্থ দিতে অস্বীকৃতি জানায় নিউইয়র্ক টাইমস। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাওয়ের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক টাইমসের পাশাপাশি হোয়াইট হাউস, ওয়াশিংটন পোস্ট এবং লস অ্যাঞ্জেলেস টাইমের পক্ষ থেকেও টুইটারের ব্লু টিকের জন্য কোনো অর্থ খরচ না করার কথা জানানো হয়েছে। তবে হোয়াইট হাউসের ব্লু টিক এখনো দেখা গেলেও নিউইয়র্ক টাইমসের ব্লু টিক মুছে ফেলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া সংস্থা বলে অভিহিত করেছে টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে বিবিসি। তবে বিবিসির অধীনে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে এই ধরনের কোনো লেখা দেখা যায়নি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিবিসি ছাড়াও এনপিআর, ভয়েস অব আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলোর প্রোফাইলেও একই কথা লিখেছে টুইটার কর্তৃপক্ষ। এরই মধ্যে বিবৃতি প্রকাশ করে টুইটারকে যত দ্রুত সম্ভব এটি সংশোধন করতে বলেছে বিবিসি। এতে আরও বলা হয়, বিবিসি বরাবর স্বাধীন ছিল, ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি’র মাধ্যমে ব্রিটিশ জনতার টাকায় কাজ করে এই সংস্থা। এর আগে, টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিবিসিকে সবচেয়ে কম পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দেন। টুইটারে বিবিসি নিউজের অ্যাকাউন্ট ফলো করেন বলেও জানান তিনি।
এদিকে, টুইটারের এমন কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া আউটলেট ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)। সংবাদসংস্থাটি জানিয়েছে, খবর প্রচারের মাধ্যম হিসাবে তারা টুইটারকে আর ব্যবহার করবে না। তবে হটাত কেন মিডিয়া সংস্থা গুলোর প্রোফাইলে এমন পরিবর্তন করা হলো সেই বিষয়ে টুইটার এখনো কিছু জানায়নি।
এদিকে, নিউইয়র্ক টাইমসের ব্লু টিক সরিয়ে নিয়েছে টুইটার। ব্লু টিকের জন্য অর্থ দিতে অস্বীকৃতি জানায় নিউইয়র্ক টাইমস। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাওয়ের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক টাইমসের পাশাপাশি হোয়াইট হাউস, ওয়াশিংটন পোস্ট এবং লস অ্যাঞ্জেলেস টাইমের পক্ষ থেকেও টুইটারের ব্লু টিকের জন্য কোনো অর্থ খরচ না করার কথা জানানো হয়েছে। তবে হোয়াইট হাউসের ব্লু টিক এখনো দেখা গেলেও নিউইয়র্ক টাইমসের ব্লু টিক মুছে ফেলা হয়েছে।

শীতে বাড়িতে কোনো না কোনো স্য়ুপ তো তৈরি করছেনই। খাওয়ার সময় একটা জিনিসই মিস করছেন, তা হলো অনথন। ইতস্তত না করে বাড়িতে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এই খাবার।
২৬ মিনিট আগে
কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
৪ ঘণ্টা আগে
এখন শীতকাল। শীতকালে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণত বেশি ঘটে। বিভিন্ন জায়গা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রান্নাঘর এর মধ্যে অন্যতম। বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের বড় কারণও এটি। যেকোনোভাবেই হোক, অসাবধানতাবশত এখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
৫ ঘণ্টা আগে
আজ অফিসে এমনভাবে প্রবেশ করবেন যেন আপনিই কোম্পানির মালিক। কিন্তু লাঞ্চের আগেই বস আপনাকে এমন সব ফাইলের পাহাড় দেবে যে সেই ‘সিংহ’ ভাবটা মুহূর্তেই ‘ভেজা বেড়াল’-এ পরিণত হবে। সহকর্মীদের থেকে সাবধান, তারা আপনার টিফিনের ওপর নজর রেখেছে!
৫ ঘণ্টা আগে