প্রযুক্তি ডেস্ক

বন্ধুর সঙ্গে ছবি, ভিডিও আলাদা লাইব্রেরিতে শেয়ার করার সুবিধা নিয়ে এসেছে ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। নতুন এই সুবিধার নাম ‘কোলাবোরেটিভ কালেকশন’। মূলত এখানেই বন্ধুকে যুক্ত করে ছবি ও ভিডিও শেয়ার করা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটারে এক পোস্টে ইনস্টাগ্রাম জানিয়েছে, ব্যবহারকারীরা এখন থেকে বিভিন্ন কনটেন্ট ‘কোলাবোরেটিভ কালেকশন’ নামের এক ফিচারের মাধ্যমে এক জায়গায় সংগ্রহে রাখতে পারবেন। আর সেই ব্যবহারকারী ও তার বন্ধু দুজনই সেই সব কনটেন্ট দেখতে ও সেগুলো নিয়ে কাজ করতে পারবেন।
ইনস্টাগ্রামের ‘আইজি আপডেটস’ চ্যানেলে প্রধান নির্বাহী অ্যাডাম মোসেরি জানিয়েছেন, এখন থেকে ব্যবহারকারী ও তার বন্ধুরা ইনস্টাগ্রাম ফিড, এক্সপ্লোর পেজ এমনকি সরাসরি মেসেজ থেকেও পোস্ট সংরক্ষণ করতে পারবেন।
ফিচারটি ব্যবহারের জন্য ব্যবহারকারী যে পোস্ট সংরক্ষণ করতে চান সেটির নিচের ডান কোনায় থাকা বুকমার্ক আইকনে ক্লিক করে ‘কোলাবোরেটিভ কালেকশন’ তৈরির অপশনটি বাছাই করতে হবে। ব্যবহারকারী নিজের সংগ্রহে ২৫০ জন পর্যন্ত ব্যবহারকারী যুক্ত করতে পারবেন। যে কোনো ব্যবহারকারী এই সংগ্রহে পোস্ট যুক্ত অথবা মুছে ফেলতে পারবেন।
সম্প্রতি, সার্চের ফলাফলেও বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নেয় ইনস্টাগ্রাম। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে শিগগিরই এমন সব জায়গায় বিজ্ঞাপন দেখা যাবে যেখানে আগে দেখা ছিল না। মূলত প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যবসার বিস্তৃতি বাড়ানোর প্রচেষ্টা হিসেবে এই কার্যক্রম পরিচালনা করছে মেটা। এই পরীক্ষার অংশ হিসেবেই ব্যবহারকারীর সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। উদাহরণস্বরূপ, কেউ যদি বাদ্যযন্ত্র লিখে সার্চ করে, তাহলে তাঁর সার্চের ফলাফলে বাদ্যযন্ত্রের বিজ্ঞাপনও দেখা যাবে। শিগগিরই সব দেশের ব্যবহারকারীরা সার্চের ফলাফলের বিজ্ঞাপন দেখতে পাবেন।
এর আগে, ব্যবহারকারীদের বয়স যাচাই করতে এক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল তৈরি করে ইনস্টাগ্রাম। বিগত বছর টুলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বয়স যাচাই করা হয়। এবার নতুন কয়েকটি দেশে এই সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই টুলের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশসহ মেক্সিকো, কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানে বসবাসকারী কিশোর-কিশোরীদের বয়স যাচাই শুরু করেছে ইনস্টাগ্রাম। শিগগির অন্য দেশগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে মেটা।
নতুন এই কার্যক্রমের আওতায় দেশগুলোতে বসবাসকারী কিশোর-কিশোরীদের থেকে ভিডিও সেলফি সংগ্রহ করবে ইনস্টাগ্রাম। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল ভিডিওগুলো পর্যালোচনা করে কিশোর-কিশোরীদের প্রকৃত বয়স সম্পর্কে ধারণা দেবে। এতে করে ১৩ বছরের কম বয়সীদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মুছে ফেলা এবং নতুন অ্যাকাউন্ট খুলতে না দেওয়া সহজ হবে। উল্লেখ্য, বয়স যাচাইয়ের পর ভিডিও সেলফিগুলো মুছে ফেলা হবে।
মেটা জানিয়েছে, বয়স যাচাইয়ের এই কৃত্রিম বুদ্ধিমত্তা টুল প্রায় ৯৬ শতাংশ কার্যকর। ফলে, সহজেই ১৮ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে করে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের তাদের উপযোগী কনটেন্ট প্রদর্শন করতে পারছে ইনস্টাগ্রাম।

বন্ধুর সঙ্গে ছবি, ভিডিও আলাদা লাইব্রেরিতে শেয়ার করার সুবিধা নিয়ে এসেছে ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। নতুন এই সুবিধার নাম ‘কোলাবোরেটিভ কালেকশন’। মূলত এখানেই বন্ধুকে যুক্ত করে ছবি ও ভিডিও শেয়ার করা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটারে এক পোস্টে ইনস্টাগ্রাম জানিয়েছে, ব্যবহারকারীরা এখন থেকে বিভিন্ন কনটেন্ট ‘কোলাবোরেটিভ কালেকশন’ নামের এক ফিচারের মাধ্যমে এক জায়গায় সংগ্রহে রাখতে পারবেন। আর সেই ব্যবহারকারী ও তার বন্ধু দুজনই সেই সব কনটেন্ট দেখতে ও সেগুলো নিয়ে কাজ করতে পারবেন।
ইনস্টাগ্রামের ‘আইজি আপডেটস’ চ্যানেলে প্রধান নির্বাহী অ্যাডাম মোসেরি জানিয়েছেন, এখন থেকে ব্যবহারকারী ও তার বন্ধুরা ইনস্টাগ্রাম ফিড, এক্সপ্লোর পেজ এমনকি সরাসরি মেসেজ থেকেও পোস্ট সংরক্ষণ করতে পারবেন।
ফিচারটি ব্যবহারের জন্য ব্যবহারকারী যে পোস্ট সংরক্ষণ করতে চান সেটির নিচের ডান কোনায় থাকা বুকমার্ক আইকনে ক্লিক করে ‘কোলাবোরেটিভ কালেকশন’ তৈরির অপশনটি বাছাই করতে হবে। ব্যবহারকারী নিজের সংগ্রহে ২৫০ জন পর্যন্ত ব্যবহারকারী যুক্ত করতে পারবেন। যে কোনো ব্যবহারকারী এই সংগ্রহে পোস্ট যুক্ত অথবা মুছে ফেলতে পারবেন।
সম্প্রতি, সার্চের ফলাফলেও বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নেয় ইনস্টাগ্রাম। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে শিগগিরই এমন সব জায়গায় বিজ্ঞাপন দেখা যাবে যেখানে আগে দেখা ছিল না। মূলত প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যবসার বিস্তৃতি বাড়ানোর প্রচেষ্টা হিসেবে এই কার্যক্রম পরিচালনা করছে মেটা। এই পরীক্ষার অংশ হিসেবেই ব্যবহারকারীর সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। উদাহরণস্বরূপ, কেউ যদি বাদ্যযন্ত্র লিখে সার্চ করে, তাহলে তাঁর সার্চের ফলাফলে বাদ্যযন্ত্রের বিজ্ঞাপনও দেখা যাবে। শিগগিরই সব দেশের ব্যবহারকারীরা সার্চের ফলাফলের বিজ্ঞাপন দেখতে পাবেন।
এর আগে, ব্যবহারকারীদের বয়স যাচাই করতে এক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল তৈরি করে ইনস্টাগ্রাম। বিগত বছর টুলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বয়স যাচাই করা হয়। এবার নতুন কয়েকটি দেশে এই সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই টুলের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশসহ মেক্সিকো, কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানে বসবাসকারী কিশোর-কিশোরীদের বয়স যাচাই শুরু করেছে ইনস্টাগ্রাম। শিগগির অন্য দেশগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে মেটা।
নতুন এই কার্যক্রমের আওতায় দেশগুলোতে বসবাসকারী কিশোর-কিশোরীদের থেকে ভিডিও সেলফি সংগ্রহ করবে ইনস্টাগ্রাম। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল ভিডিওগুলো পর্যালোচনা করে কিশোর-কিশোরীদের প্রকৃত বয়স সম্পর্কে ধারণা দেবে। এতে করে ১৩ বছরের কম বয়সীদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মুছে ফেলা এবং নতুন অ্যাকাউন্ট খুলতে না দেওয়া সহজ হবে। উল্লেখ্য, বয়স যাচাইয়ের পর ভিডিও সেলফিগুলো মুছে ফেলা হবে।
মেটা জানিয়েছে, বয়স যাচাইয়ের এই কৃত্রিম বুদ্ধিমত্তা টুল প্রায় ৯৬ শতাংশ কার্যকর। ফলে, সহজেই ১৮ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে করে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের তাদের উপযোগী কনটেন্ট প্রদর্শন করতে পারছে ইনস্টাগ্রাম।

কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
৩ ঘণ্টা আগে
এখন শীতকাল। শীতকালে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণত বেশি ঘটে। বিভিন্ন জায়গা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রান্নাঘর এর মধ্যে অন্যতম। বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের বড় কারণও এটি। যেকোনোভাবেই হোক, অসাবধানতাবশত এখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
৪ ঘণ্টা আগে
আজ অফিসে এমনভাবে প্রবেশ করবেন যেন আপনিই কোম্পানির মালিক। কিন্তু লাঞ্চের আগেই বস আপনাকে এমন সব ফাইলের পাহাড় দেবে যে সেই ‘সিংহ’ ভাবটা মুহূর্তেই ‘ভেজা বেড়াল’-এ পরিণত হবে। সহকর্মীদের থেকে সাবধান, তারা আপনার টিফিনের ওপর নজর রেখেছে!
৪ ঘণ্টা আগেমনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি!
৫ ঘণ্টা আগে