প্রযুক্তি ডেস্ক

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া সংস্থা বলে অভিহিত করে টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানায় বিবিসি। তবে বিবিসির অধীনে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে এই ধরনের কোনো লেখা দেখা যায়নি। আজ বিবিসিকেই সাক্ষাৎকার দেন মাস্ক। টুইটার নিয়ে আলাপকালে প্ল্যাটফর্মটি চালানো বেশ যন্ত্রণাদায়ক একটা কাজ বলেন তিনি।
গত মঙ্গলবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় টুইটারের সান ফ্রান্সেসকো কার্যালয়ে বিবিসির রিপোর্টার জেমস ক্লেটন মাস্কের এই সাক্ষাৎকার নেন। একই দিন সকালে ক্লেটনের সাক্ষাৎকারের অনুরোধে সারা দেন মাস্ক। ওই দিন রাতেই সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন টুইটার প্রধান। ইন্টারভিউটি বিবিসিতে লাইভ প্রচার করা হয়।
ইন্টারভিউতে মাস্ক জানান, তিনি বিবিসির প্রোফাইল থেকে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ বদলে ‘পাবলিক পোষিত সংবাদ সংস্থা’ করে দেবেন। একপর্যায়ে তিনি টুইটার চালানোকে বেশ যন্ত্রণাদায়ক একটা কাজ বলে জানান। ইন্টারভিউতে ছাঁটাই সম্পর্কেও কথা বলেন তিনি। মাস্ক বলেন, ছাঁটাইয়ের ফলে টুইটারের কর্মী সংখ্যা ৮ হাজার থেকে এখন ১ হাজার ৫০০ তে নেমেছে।
টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন সিদ্ধান্ত নিয়মিতই জন্ম দিচ্ছে নানা আলোচনা-সমালোচনার। সম্প্রতি পুরোনো ব্লু টিকধারী প্রোফাইলগুলো থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মাঝেই নতুন এক পরিবর্তন দেখা গেল এই মাইক্রো ব্লগের সাইটে। টুইটারের ব্লু বার্ড লোগোটি পরিবর্তন করে একটি কুকুরের মিম এর লোগো ব্যবহার করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (৩ এপ্রিল) ক্রিপ্টোকারেন্সি ফার্ম ডজকয়েনের লোগোর মতো একটি লোগো টুইটারের ওয়েব সংস্করণে ব্যবহার করা হয়। তবে টুইটারের মোবাইল অ্যাপে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবহারকারীরা লক্ষ করেন, টুইটারের হোমপেজ ও লোডিং স্ক্রিনে টুইটারের বহুল পরিচিত ব্লু-বার্ড লোগোর বদলে জাপানি কুকুরের জাত শিবা ইনুর মুখের আদলে তৈরি ডজকয়েন ক্রিপ্টোকারেন্সির লোগো দেখা যাচ্ছে। এই শিবা ইনুর মুখ মূলত ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া একটি ‘মিম’ টেমপ্লেট। মাস্ক এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা না করলেও টুইটারের লোগোতে আবার ফিরেছে চিরচেনা নীল পাখি।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া সংস্থা বলে অভিহিত করে টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানায় বিবিসি। তবে বিবিসির অধীনে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে এই ধরনের কোনো লেখা দেখা যায়নি। আজ বিবিসিকেই সাক্ষাৎকার দেন মাস্ক। টুইটার নিয়ে আলাপকালে প্ল্যাটফর্মটি চালানো বেশ যন্ত্রণাদায়ক একটা কাজ বলেন তিনি।
গত মঙ্গলবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় টুইটারের সান ফ্রান্সেসকো কার্যালয়ে বিবিসির রিপোর্টার জেমস ক্লেটন মাস্কের এই সাক্ষাৎকার নেন। একই দিন সকালে ক্লেটনের সাক্ষাৎকারের অনুরোধে সারা দেন মাস্ক। ওই দিন রাতেই সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন টুইটার প্রধান। ইন্টারভিউটি বিবিসিতে লাইভ প্রচার করা হয়।
ইন্টারভিউতে মাস্ক জানান, তিনি বিবিসির প্রোফাইল থেকে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ বদলে ‘পাবলিক পোষিত সংবাদ সংস্থা’ করে দেবেন। একপর্যায়ে তিনি টুইটার চালানোকে বেশ যন্ত্রণাদায়ক একটা কাজ বলে জানান। ইন্টারভিউতে ছাঁটাই সম্পর্কেও কথা বলেন তিনি। মাস্ক বলেন, ছাঁটাইয়ের ফলে টুইটারের কর্মী সংখ্যা ৮ হাজার থেকে এখন ১ হাজার ৫০০ তে নেমেছে।
টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন সিদ্ধান্ত নিয়মিতই জন্ম দিচ্ছে নানা আলোচনা-সমালোচনার। সম্প্রতি পুরোনো ব্লু টিকধারী প্রোফাইলগুলো থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মাঝেই নতুন এক পরিবর্তন দেখা গেল এই মাইক্রো ব্লগের সাইটে। টুইটারের ব্লু বার্ড লোগোটি পরিবর্তন করে একটি কুকুরের মিম এর লোগো ব্যবহার করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (৩ এপ্রিল) ক্রিপ্টোকারেন্সি ফার্ম ডজকয়েনের লোগোর মতো একটি লোগো টুইটারের ওয়েব সংস্করণে ব্যবহার করা হয়। তবে টুইটারের মোবাইল অ্যাপে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবহারকারীরা লক্ষ করেন, টুইটারের হোমপেজ ও লোডিং স্ক্রিনে টুইটারের বহুল পরিচিত ব্লু-বার্ড লোগোর বদলে জাপানি কুকুরের জাত শিবা ইনুর মুখের আদলে তৈরি ডজকয়েন ক্রিপ্টোকারেন্সির লোগো দেখা যাচ্ছে। এই শিবা ইনুর মুখ মূলত ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া একটি ‘মিম’ টেমপ্লেট। মাস্ক এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা না করলেও টুইটারের লোগোতে আবার ফিরেছে চিরচেনা নীল পাখি।

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
৮ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
১০ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১৬ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১৬ ঘণ্টা আগে