হয়ে যাক চকলেট রঙা মেকআপ
মধ্যরাতের ক্রেভিংয়ে মন ভরিয়ে দেয় একটি চকলেট বার। মেকআপের টোনেও যদি থাকে চকলেট রং, কেমন লাগবে? একদম ঠাট্টা হচ্ছে না। চকলেট টোনের মেকআপ এখন ট্রেন্ড। একটু ডার্ক, মোলায়েম, ক্যারামেল হোক বা টফি—শেডের মেকআপ পুরো লুকে এনে দেবে আভিজাত্য়। কীভাবে করবেন? জানাচ্ছেন কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শো