
প্রশ্ন: শীতকালে চুল শুকাতে আমি হেয়ার ড্রায়ার ব্যবহার করি। কিন্তু এতে চুল খুব বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যাচ্ছে মনে হয়। এ সময় চুল মসৃণ ও সুন্দর রাখতে কী করা যেতে পারে।
সুবর্ণা আহমেদ, নোয়াখালী
শীতে অবশ্যই চুল নিয়মিত পরিষ্কার করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার ব্যবহারের পর চুল প্রচুর পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে চুলে কন্ডিশনার লেগে না থাকে। এরপর চুলে হেয়ার সেরাম ব্যবহার করতে হবে। তারপর ভালোভাবে শুকিয়ে নিলে চুলের শুষ্কতা ও রুক্ষতার সমস্যা থাকবে না।
প্রশ্ন: ব্ল্যাকহেডস তোলার জন্য আমি চারকোল মাস্ক ব্যবহার করছি। কিন্তু এটা ব্যবহারের পর ত্বক পরিচ্ছন্ন হলেও মনে হয় মুখের ত্বকের উপরিভাগে কোনো একটা সমস্যা হচ্ছে। কারণ ব্যবহারের পর প্রথম দুই তিন দিন পানির ঝাপটা দেওয়ার পরও মুখ জ্বালা করে। কেন হচ্ছে এমন? সমাধান কী?
বিপাশা বিনতে শামীম, মানিকগঞ্জ
হয়তো আপনার মাস্কে অনেক বেশি রাসায়নিক উপাদান রয়েছে যা আপনার ত্বকের উপযোগী নয়। তাই আপনি এ ধরনের মাস্ক ব্যবহার না করে ভালো কোনো বিউটি ক্লিনিক বা পারলার থেকে ব্ল্যাকহেডস পরিষ্কার করাতে পারেন মাসে এক থেকে দুইবার। আর যে কোনো প্রসাধনী বা প্যাকের ক্ষেত্রে মনে রাখতে হবে, যা আপনার ত্বকের উপযুক্ত হবে না তা ব্যবহার করবেন না।
প্রশ্ন: আমার চুল অনেক বেশি তৈলাক্ত। তা ছাড়া মুখেও প্রচুর ব্রণ আছে ও হচ্ছে। সমাধান কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
মুখ যদি তৈলাক্ত হয় তাহলে আপনাকে অয়েল ফ্রি কসমেটিকস ব্যবহার করতে হবে। আর ব্রণ থাকলে ভালো কোনো বিউটি ক্লিনিকে গিয়ে তার চিকিৎসা করাতে হবে।
পরামর্শ দিয়েছেন শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

প্রশ্ন: শীতকালে চুল শুকাতে আমি হেয়ার ড্রায়ার ব্যবহার করি। কিন্তু এতে চুল খুব বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যাচ্ছে মনে হয়। এ সময় চুল মসৃণ ও সুন্দর রাখতে কী করা যেতে পারে।
সুবর্ণা আহমেদ, নোয়াখালী
শীতে অবশ্যই চুল নিয়মিত পরিষ্কার করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার ব্যবহারের পর চুল প্রচুর পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে চুলে কন্ডিশনার লেগে না থাকে। এরপর চুলে হেয়ার সেরাম ব্যবহার করতে হবে। তারপর ভালোভাবে শুকিয়ে নিলে চুলের শুষ্কতা ও রুক্ষতার সমস্যা থাকবে না।
প্রশ্ন: ব্ল্যাকহেডস তোলার জন্য আমি চারকোল মাস্ক ব্যবহার করছি। কিন্তু এটা ব্যবহারের পর ত্বক পরিচ্ছন্ন হলেও মনে হয় মুখের ত্বকের উপরিভাগে কোনো একটা সমস্যা হচ্ছে। কারণ ব্যবহারের পর প্রথম দুই তিন দিন পানির ঝাপটা দেওয়ার পরও মুখ জ্বালা করে। কেন হচ্ছে এমন? সমাধান কী?
বিপাশা বিনতে শামীম, মানিকগঞ্জ
হয়তো আপনার মাস্কে অনেক বেশি রাসায়নিক উপাদান রয়েছে যা আপনার ত্বকের উপযোগী নয়। তাই আপনি এ ধরনের মাস্ক ব্যবহার না করে ভালো কোনো বিউটি ক্লিনিক বা পারলার থেকে ব্ল্যাকহেডস পরিষ্কার করাতে পারেন মাসে এক থেকে দুইবার। আর যে কোনো প্রসাধনী বা প্যাকের ক্ষেত্রে মনে রাখতে হবে, যা আপনার ত্বকের উপযুক্ত হবে না তা ব্যবহার করবেন না।
প্রশ্ন: আমার চুল অনেক বেশি তৈলাক্ত। তা ছাড়া মুখেও প্রচুর ব্রণ আছে ও হচ্ছে। সমাধান কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
মুখ যদি তৈলাক্ত হয় তাহলে আপনাকে অয়েল ফ্রি কসমেটিকস ব্যবহার করতে হবে। আর ব্রণ থাকলে ভালো কোনো বিউটি ক্লিনিকে গিয়ে তার চিকিৎসা করাতে হবে।
পরামর্শ দিয়েছেন শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

আজ আপনার তেজ তুঙ্গে! প্রযুক্তির সহায়তায় ব্যবসায় একদম রকেটের গতিতে উন্নতি করবেন। অফিসে বসের প্রিয়পাত্র হতে পারেন, তবে সহকর্মীদের হিংসা থেকে সাবধান। স্বামী বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের যোগ আছে।
১ ঘণ্টা আগে
ত্বক ভেতর ও বাইর থেকে ভালো রাখতে প্রতিদিন যেকোনো একটি মৌসুমি ফল খাওয়া উচিত। ফলের মধ্য়কার অ্যান্টিঅক্সিডেন্ট, পানি, এনজাইম এবং ভিটামিন ত্বকে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং ত্বক করে নরম। এই শীতে যাঁরা উজ্জ্বল ত্বক পেতে চাচ্ছেন, তাঁরা খাদ্যতালিকায় এই ৫টি ফল যোগ করতে পারেন...
২ ঘণ্টা আগে
নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
১৬ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
১৮ ঘণ্টা আগে