ফিচার ডেস্ক
সংবেদনশীল ত্বকের মানুষ সারা বছর ত্বকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এ ধরনের ত্বক আবহাওয়ার পরিবর্তন, দূষণ বা ত্বকের অনুপযুক্ত প্রসাধনীতে প্রভাবিত হতে পারে। সংবেদনশীল ত্বক; বিশেষ করে শীতকালে লাল দেখায় এবং চুলকানিপ্রবণ হয়। বিশেষজ্ঞরা বলেন, ঠান্ডা আবহাওয়ায় আর্দ্রতার অভাবে এ ধরনের ত্বক দুর্বল হয়ে তাতে শুষ্কতা, ফ্ল্যাকিনেস এবং লাল ভাব দেখা দেয়। তাই ত্বকের যত্নে যেকোনো পণ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে।
শীতকালে সংবেদনশীল ত্বকের জন্য একটি সঠিক রুটিন অনুসরণ করা উচিত। তাতে আবহাওয়া খুব ঠান্ডা ও শুষ্ক হয়ে গেলেও ত্বক নিয়ে ঝামেলায় পড়তে হবে না।
সকালের রুটিন
ক্লিনজার: হালকা সালফেটমুক্ত ক্লিনজার দিয়ে শুরু হতে পারে ত্বকের যত্ন। এতে ত্বকের ছিদ্রে থাকা তেল আগেই সরে যাবে। বিশেষজ্ঞরা নন-ফোমিং, ক্রিমযুক্ত ক্লিনজার ব্যবহার করতে পরামর্শ দিয়ে থাকেন। এটি পরিষ্কার করার সময় ত্বক হাইড্রেট করে।
হাইড্রেটিং টোনার: গোলাপজল, অ্যালোভেরা বা গ্লিসারিনের মতো প্রশান্তিদায়ক উপাদানসমৃদ্ধ টোনার ব্যবহার করতে হবে। এটি ত্বকে জ্বালা ছাড়াই আর্দ্রতার আলাদা একটি স্তর তৈরি করে।
সেরাম: সংবেদনশীল ত্বকের জন্য শীতকালীন রুটিনের অংশ হিসেবে আর্দ্রতা ধরে রাখতে হায়ালুরনিক অ্যাসিড বা গ্লিসারিনসমৃদ্ধ হাইড্রেটিং সেরাম ব্যবহার করা যেতে পারে। সংবেদনশীল ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য শীতকালে এ ধরনের সেরাম জরুরি।
ময়শ্চারাইজার: ত্বক শক্তিশালী করতে এবং আর্দ্রতা কমা থেকে রক্ষা করতে সিরামাইড, পেপটাইড বা কলয়েডাল ওটমিলসমৃদ্ধ, সুগন্ধিমুক্ত ময়শ্চারাইজার বেছে নিতে হবে।
সানস্ক্রিন: শীতকাল বলে সূর্যের আলোকে অবহেলা করা যাবে না। বাইরে যাওয়ার আগে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
সন্ধ্যার রুটিন
ক্লিনজার: সকালের মতো সন্ধ্যায়ও বাড়ি ফিরে প্রথমে তুলে নিতে হবে ক্লিনজার।
হাইড্রেটিং সেরাম: সংবেদনশীল ত্বকের জন্য দৈনন্দিন শীতকালীন রুটিনের অংশ হিসেবে সেরাম রাখার চেষ্টা করতে হবে। এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখতে ভালোভাবে সাহায্য করে।
ময়শ্চারাইজার বা মাস্ক: ঘুমানোর সময় ত্বকে হাইড্রেটিং ময়শ্চারাইজার বা মাস্ক ব্যবহার করতে হবে।
সংবেদনশীল ত্বকের মানুষ সারা বছর ত্বকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এ ধরনের ত্বক আবহাওয়ার পরিবর্তন, দূষণ বা ত্বকের অনুপযুক্ত প্রসাধনীতে প্রভাবিত হতে পারে। সংবেদনশীল ত্বক; বিশেষ করে শীতকালে লাল দেখায় এবং চুলকানিপ্রবণ হয়। বিশেষজ্ঞরা বলেন, ঠান্ডা আবহাওয়ায় আর্দ্রতার অভাবে এ ধরনের ত্বক দুর্বল হয়ে তাতে শুষ্কতা, ফ্ল্যাকিনেস এবং লাল ভাব দেখা দেয়। তাই ত্বকের যত্নে যেকোনো পণ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে।
শীতকালে সংবেদনশীল ত্বকের জন্য একটি সঠিক রুটিন অনুসরণ করা উচিত। তাতে আবহাওয়া খুব ঠান্ডা ও শুষ্ক হয়ে গেলেও ত্বক নিয়ে ঝামেলায় পড়তে হবে না।
সকালের রুটিন
ক্লিনজার: হালকা সালফেটমুক্ত ক্লিনজার দিয়ে শুরু হতে পারে ত্বকের যত্ন। এতে ত্বকের ছিদ্রে থাকা তেল আগেই সরে যাবে। বিশেষজ্ঞরা নন-ফোমিং, ক্রিমযুক্ত ক্লিনজার ব্যবহার করতে পরামর্শ দিয়ে থাকেন। এটি পরিষ্কার করার সময় ত্বক হাইড্রেট করে।
হাইড্রেটিং টোনার: গোলাপজল, অ্যালোভেরা বা গ্লিসারিনের মতো প্রশান্তিদায়ক উপাদানসমৃদ্ধ টোনার ব্যবহার করতে হবে। এটি ত্বকে জ্বালা ছাড়াই আর্দ্রতার আলাদা একটি স্তর তৈরি করে।
সেরাম: সংবেদনশীল ত্বকের জন্য শীতকালীন রুটিনের অংশ হিসেবে আর্দ্রতা ধরে রাখতে হায়ালুরনিক অ্যাসিড বা গ্লিসারিনসমৃদ্ধ হাইড্রেটিং সেরাম ব্যবহার করা যেতে পারে। সংবেদনশীল ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য শীতকালে এ ধরনের সেরাম জরুরি।
ময়শ্চারাইজার: ত্বক শক্তিশালী করতে এবং আর্দ্রতা কমা থেকে রক্ষা করতে সিরামাইড, পেপটাইড বা কলয়েডাল ওটমিলসমৃদ্ধ, সুগন্ধিমুক্ত ময়শ্চারাইজার বেছে নিতে হবে।
সানস্ক্রিন: শীতকাল বলে সূর্যের আলোকে অবহেলা করা যাবে না। বাইরে যাওয়ার আগে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
সন্ধ্যার রুটিন
ক্লিনজার: সকালের মতো সন্ধ্যায়ও বাড়ি ফিরে প্রথমে তুলে নিতে হবে ক্লিনজার।
হাইড্রেটিং সেরাম: সংবেদনশীল ত্বকের জন্য দৈনন্দিন শীতকালীন রুটিনের অংশ হিসেবে সেরাম রাখার চেষ্টা করতে হবে। এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখতে ভালোভাবে সাহায্য করে।
ময়শ্চারাইজার বা মাস্ক: ঘুমানোর সময় ত্বকে হাইড্রেটিং ময়শ্চারাইজার বা মাস্ক ব্যবহার করতে হবে।
ফ্যাশনের ধারণা কখনো এক জায়গায় আটকে থাকে না। প্রায় প্রতিবছর এর ভিন্নতা চোখে পড়ে। এতে শুধু যে নতুনত্ব যোগ হয়, তা কিন্তু নয়। অনেক সময় পুরোনো হারিয়ে যাওয়া ফ্যাশনও ফিরে আসে। এসব জটিলতার মিশেলে নতুন বছরের ফ্যাশন কেমন হবে? ডিজাইনারদের সঙ্গে কথা বলে সেটাই বোঝার চেষ্টা করা হয়েছে।
২ দিন আগেবিভিন্ন কারণে চুল পড়ে যায়। এতে দুশ্চিন্তার কিছু নেই। কিছু টিপস অনুসরণ করলে চুল পড়ার পরিমাণ কমে যাবে।
২ দিন আগেকিপটেমি আর সচেতনভাবে খরচ করার মধ্যে একটা পার্থক্য আছে। অনেকে যাচাই-বাছাই করে কেনাকাটা পছন্দ করেন। এটা দেখে আশপাশের লোকজন তাঁকে কিপটে বলে তকমা দেন। সচেতনভাবে কেনাকাটা করা শুধু অর্থ সঞ্চয়ে সহায়ক নয়; বরং এটি পরিবেশ সুরক্ষিত রাখতে এবং আরও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে...
২ দিন আগেঅনেক সময় প্রিয় অলংকারই হয়ে ওঠে শারীরিক অস্বস্তির কারণ। গয়না পরলেই ত্বক হয়ে ওঠে লালচে অথবা দেখা দেয় ছোট ছোট গুটি। কখনো আবার ফোসকাও পড়ে যায়। এসব লক্ষণ থাকলে ধরে নেওয়া যেতে পারে, আপনার গয়নায় অ্যালার্জি আছে। দীর্ঘ মেয়াদে এটি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি করে। অনেক সময় সমস্যা এত বেশি হয় যে...
২ দিন আগে