ফিচার ডেস্ক
সংবেদনশীল ত্বকের মানুষ সারা বছর ত্বকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এ ধরনের ত্বক আবহাওয়ার পরিবর্তন, দূষণ বা ত্বকের অনুপযুক্ত প্রসাধনীতে প্রভাবিত হতে পারে। সংবেদনশীল ত্বক; বিশেষ করে শীতকালে লাল দেখায় এবং চুলকানিপ্রবণ হয়। বিশেষজ্ঞরা বলেন, ঠান্ডা আবহাওয়ায় আর্দ্রতার অভাবে এ ধরনের ত্বক দুর্বল হয়ে তাতে শুষ্কতা, ফ্ল্যাকিনেস এবং লাল ভাব দেখা দেয়। তাই ত্বকের যত্নে যেকোনো পণ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে।
শীতকালে সংবেদনশীল ত্বকের জন্য একটি সঠিক রুটিন অনুসরণ করা উচিত। তাতে আবহাওয়া খুব ঠান্ডা ও শুষ্ক হয়ে গেলেও ত্বক নিয়ে ঝামেলায় পড়তে হবে না।
সকালের রুটিন
ক্লিনজার: হালকা সালফেটমুক্ত ক্লিনজার দিয়ে শুরু হতে পারে ত্বকের যত্ন। এতে ত্বকের ছিদ্রে থাকা তেল আগেই সরে যাবে। বিশেষজ্ঞরা নন-ফোমিং, ক্রিমযুক্ত ক্লিনজার ব্যবহার করতে পরামর্শ দিয়ে থাকেন। এটি পরিষ্কার করার সময় ত্বক হাইড্রেট করে।
হাইড্রেটিং টোনার: গোলাপজল, অ্যালোভেরা বা গ্লিসারিনের মতো প্রশান্তিদায়ক উপাদানসমৃদ্ধ টোনার ব্যবহার করতে হবে। এটি ত্বকে জ্বালা ছাড়াই আর্দ্রতার আলাদা একটি স্তর তৈরি করে।
সেরাম: সংবেদনশীল ত্বকের জন্য শীতকালীন রুটিনের অংশ হিসেবে আর্দ্রতা ধরে রাখতে হায়ালুরনিক অ্যাসিড বা গ্লিসারিনসমৃদ্ধ হাইড্রেটিং সেরাম ব্যবহার করা যেতে পারে। সংবেদনশীল ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য শীতকালে এ ধরনের সেরাম জরুরি।
ময়শ্চারাইজার: ত্বক শক্তিশালী করতে এবং আর্দ্রতা কমা থেকে রক্ষা করতে সিরামাইড, পেপটাইড বা কলয়েডাল ওটমিলসমৃদ্ধ, সুগন্ধিমুক্ত ময়শ্চারাইজার বেছে নিতে হবে।
সানস্ক্রিন: শীতকাল বলে সূর্যের আলোকে অবহেলা করা যাবে না। বাইরে যাওয়ার আগে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
সন্ধ্যার রুটিন
ক্লিনজার: সকালের মতো সন্ধ্যায়ও বাড়ি ফিরে প্রথমে তুলে নিতে হবে ক্লিনজার।
হাইড্রেটিং সেরাম: সংবেদনশীল ত্বকের জন্য দৈনন্দিন শীতকালীন রুটিনের অংশ হিসেবে সেরাম রাখার চেষ্টা করতে হবে। এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখতে ভালোভাবে সাহায্য করে।
ময়শ্চারাইজার বা মাস্ক: ঘুমানোর সময় ত্বকে হাইড্রেটিং ময়শ্চারাইজার বা মাস্ক ব্যবহার করতে হবে।
সংবেদনশীল ত্বকের মানুষ সারা বছর ত্বকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এ ধরনের ত্বক আবহাওয়ার পরিবর্তন, দূষণ বা ত্বকের অনুপযুক্ত প্রসাধনীতে প্রভাবিত হতে পারে। সংবেদনশীল ত্বক; বিশেষ করে শীতকালে লাল দেখায় এবং চুলকানিপ্রবণ হয়। বিশেষজ্ঞরা বলেন, ঠান্ডা আবহাওয়ায় আর্দ্রতার অভাবে এ ধরনের ত্বক দুর্বল হয়ে তাতে শুষ্কতা, ফ্ল্যাকিনেস এবং লাল ভাব দেখা দেয়। তাই ত্বকের যত্নে যেকোনো পণ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে।
শীতকালে সংবেদনশীল ত্বকের জন্য একটি সঠিক রুটিন অনুসরণ করা উচিত। তাতে আবহাওয়া খুব ঠান্ডা ও শুষ্ক হয়ে গেলেও ত্বক নিয়ে ঝামেলায় পড়তে হবে না।
সকালের রুটিন
ক্লিনজার: হালকা সালফেটমুক্ত ক্লিনজার দিয়ে শুরু হতে পারে ত্বকের যত্ন। এতে ত্বকের ছিদ্রে থাকা তেল আগেই সরে যাবে। বিশেষজ্ঞরা নন-ফোমিং, ক্রিমযুক্ত ক্লিনজার ব্যবহার করতে পরামর্শ দিয়ে থাকেন। এটি পরিষ্কার করার সময় ত্বক হাইড্রেট করে।
হাইড্রেটিং টোনার: গোলাপজল, অ্যালোভেরা বা গ্লিসারিনের মতো প্রশান্তিদায়ক উপাদানসমৃদ্ধ টোনার ব্যবহার করতে হবে। এটি ত্বকে জ্বালা ছাড়াই আর্দ্রতার আলাদা একটি স্তর তৈরি করে।
সেরাম: সংবেদনশীল ত্বকের জন্য শীতকালীন রুটিনের অংশ হিসেবে আর্দ্রতা ধরে রাখতে হায়ালুরনিক অ্যাসিড বা গ্লিসারিনসমৃদ্ধ হাইড্রেটিং সেরাম ব্যবহার করা যেতে পারে। সংবেদনশীল ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য শীতকালে এ ধরনের সেরাম জরুরি।
ময়শ্চারাইজার: ত্বক শক্তিশালী করতে এবং আর্দ্রতা কমা থেকে রক্ষা করতে সিরামাইড, পেপটাইড বা কলয়েডাল ওটমিলসমৃদ্ধ, সুগন্ধিমুক্ত ময়শ্চারাইজার বেছে নিতে হবে।
সানস্ক্রিন: শীতকাল বলে সূর্যের আলোকে অবহেলা করা যাবে না। বাইরে যাওয়ার আগে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
সন্ধ্যার রুটিন
ক্লিনজার: সকালের মতো সন্ধ্যায়ও বাড়ি ফিরে প্রথমে তুলে নিতে হবে ক্লিনজার।
হাইড্রেটিং সেরাম: সংবেদনশীল ত্বকের জন্য দৈনন্দিন শীতকালীন রুটিনের অংশ হিসেবে সেরাম রাখার চেষ্টা করতে হবে। এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখতে ভালোভাবে সাহায্য করে।
ময়শ্চারাইজার বা মাস্ক: ঘুমানোর সময় ত্বকে হাইড্রেটিং ময়শ্চারাইজার বা মাস্ক ব্যবহার করতে হবে।
পুরুষদের বয়স যত বাড়ে, নিজেদের প্রতি খেয়াল নেওয়া যেন তত কমতে থাকে। বয়স ৪০ বছর পার করার পর পুরুষদের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই বয়সে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, মাঝেমধ্যে ব্যায়াম, উৎকণ্ঠা নিয়ন্ত্রণসহ কিছু ভালো অভ্যাস গড়ে তোলা জরুরি
১২ ঘণ্টা আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ইউভিআই তিনের বেশি হলে সূর্যরশ্মি থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশ্বের অনেক জনপ্রিয় ভ্রমণ গন্তব্য আছে, যেখানে নিয়মিতভাবে ইউভিআই থাকে ৮ থেকে ১১-এর মধ্যে। এতে ত্বকের ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।
১৩ ঘণ্টা আগেমেঘবালিকারা ছুটছে। পরির মতোই ছুটছে। এখন তাদের ছোটার দিন। চরাচর ছাপিয়ে চোখ ভিজিয়ে অভিমান দেখানোর দিন। পরি বলে কথা!
১ দিন আগেবর্ষাকাল শুরু হয়েছে। এখন আক্ষরিক অর্থেই ঝরবে ঝুম বৃষ্টি। এ সময় খিচুড়ি না খেলে কি চলে? বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে ইলিশ খাওয়ার চল আছে আমাদের দেশে। কিন্তু স্বাদ খানিক বদলে নেওয়া গেলে বৃষ্টির তোড়ে ভেসে আসা ঠান্ডা বাতাসে পাঁচফোড়ন বাগার দেওয়ার সুবাস খুব একটা খারাপ লাগবে না। বলতে চাইছি...
১ দিন আগে