
স্মার্টফোনের বাজার মাতাচ্ছে হুয়াওয়ের সর্বাধুনিক মডেলের অ্যান্ড্রয়েড ফোন মেট ৬০ প্রো। গত ছয় সপ্তাহে ১৬ লাখ ফোন বিক্রি করেছে এই চীনা কোম্পানি। মোবাইল ফোনের বাজারে মন্দাভাবের মধ্যেও চীনা ফোনের চাহিদা বেড়েছে। কাউন্টারপয়েন্টের গবেষণার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত দুই সপ্তাহেই ৪ লাখ মেট ৬০ প্রো বিক্রি হয়েছে। একই সময়ে বাজারে আসে অ্যাপলের আইফোন ১৫ প্রো।
প্রথম ১৭ দিনে আইফোন ১৪ মডেলের তুলনায় আইফোন ১৫-এর বিক্রি ৪ দশমিক ৫ শতাংশ কম হয়। তবে এই বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা গবেষণায় জানানো হয়নি। এ বিষয়ে হুয়াওয়ের মন্তব্য জানা যায়নি।
গত আগস্টে প্রিমিয়াম মেট ৬০ প্রো ফোনটি বাজারে ছেড়ে চমক দেয় হুয়াওয়ে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যেই চীনে তৈরি চিপ দিয়ে ফোনটি তৈরি করা হয়েছে।
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে। হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
কাউন্টারপয়েন্টের সিনিয়র বিশ্লেষক ইভান ল্যাম বলেন, ফোনগুলোর চাহিদা বেশি থাকায় সেগুলো মজুত করার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে।
বিশ্বে স্মার্টফোনের বিক্রি কমে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে স্মার্টফোনের বিক্রি ৮ শতাংশ কমেছে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলোর চাহিদাও কমেছে।
শুধু হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার এবং চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক ট্রান্সসিয়ন গ্রুপের বিক্রি এই সময়ের মধ্যে বেড়েছে।
আরও পড়ুন—

স্মার্টফোনের বাজার মাতাচ্ছে হুয়াওয়ের সর্বাধুনিক মডেলের অ্যান্ড্রয়েড ফোন মেট ৬০ প্রো। গত ছয় সপ্তাহে ১৬ লাখ ফোন বিক্রি করেছে এই চীনা কোম্পানি। মোবাইল ফোনের বাজারে মন্দাভাবের মধ্যেও চীনা ফোনের চাহিদা বেড়েছে। কাউন্টারপয়েন্টের গবেষণার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত দুই সপ্তাহেই ৪ লাখ মেট ৬০ প্রো বিক্রি হয়েছে। একই সময়ে বাজারে আসে অ্যাপলের আইফোন ১৫ প্রো।
প্রথম ১৭ দিনে আইফোন ১৪ মডেলের তুলনায় আইফোন ১৫-এর বিক্রি ৪ দশমিক ৫ শতাংশ কম হয়। তবে এই বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা গবেষণায় জানানো হয়নি। এ বিষয়ে হুয়াওয়ের মন্তব্য জানা যায়নি।
গত আগস্টে প্রিমিয়াম মেট ৬০ প্রো ফোনটি বাজারে ছেড়ে চমক দেয় হুয়াওয়ে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যেই চীনে তৈরি চিপ দিয়ে ফোনটি তৈরি করা হয়েছে।
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে। হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
কাউন্টারপয়েন্টের সিনিয়র বিশ্লেষক ইভান ল্যাম বলেন, ফোনগুলোর চাহিদা বেশি থাকায় সেগুলো মজুত করার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে।
বিশ্বে স্মার্টফোনের বিক্রি কমে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে স্মার্টফোনের বিক্রি ৮ শতাংশ কমেছে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলোর চাহিদাও কমেছে।
শুধু হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার এবং চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক ট্রান্সসিয়ন গ্রুপের বিক্রি এই সময়ের মধ্যে বেড়েছে।
আরও পড়ুন—
মনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি!
৬ মিনিট আগে
হাতের নখের দুপাশে প্রচুর মরা চামড়া ওঠে। যত খুঁটি, ততই উঠতে থাকে। পেট্রোলিয়াম জেলি মেখে রাখি বেশ কয়েকবার। তারপরও এই অংশ সাদা হয়ে থাকে। কী করণীয়?
৩৫ মিনিট আগে
কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
১৭ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
১৮ ঘণ্টা আগে