প্রযুক্তি ডেস্ক

অ্যাপল এবার নতুন একটি রঙের আইফোনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে। উজ্জ্বল হলুদ রঙের আইফোন শিগগিরই দেখা যাবে বাজারে। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস, এই দুই সংস্করণ উন্মোচিত হয়েছে গত সেপ্টেম্বরে। অ্যাপলের এ১৫ বায়োনিক চিপসেট রয়েছে এই দুই ফোনে। শোনা যাচ্ছে, অ্যাপল আইফোন ১৪ সিরিজের এই দুই মডেলের হলুদ রঙের সংস্করণ উন্মোচন করা হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস নীল, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং রেড রঙের পাওয়া যাচ্ছে। ২০২১ সালে আইফোন ১৩ সিরিজ উন্মোচনের প্রায় ৬ মাস পর সবুজ রঙের আইফোন বাজারে এনেছিল অ্যাপল। এর আগে, আইফোন ১২, আইফোন ১২ মিনি-এই দুই আইফোনের পার্পল রঙের সংস্করণ আনা হয়েছিল। তাই অনুমান করা হচ্ছে, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের ক্ষেত্রেও নতুন একটি রং আনবে অ্যাপল কর্তৃপক্ষ।
সম্প্রতি অনলাইনে ফাঁস হয় আইফোন ১৫ এর সম্ভাব্য ডিজাইন। এবার এরই মধ্যে ফাঁস হয়েছে নতুন একটি তথ্য। শোনা যাচ্ছে, আইফোন ১৫ মডেলগুলোর মাধ্যমে অ্যাপল ইউএসবি-সি পোর্টের যুগে প্রবেশ করবে। আইফোন-১৫ সিরিজের সব ফোনেই ইউএসবি-সি পোর্ট থাকলেও শুধু প্রিমিয়াম মডেলের ব্যবহারকারীরাই উচ্চ-গতির ডেটা ট্রান্সফারের সুবিধা পাবেন। প্রিমিয়াম মডেলে ইউএসবি ৩ দশমিক ২ বা থান্ডারবোল্ট ৩ ট্রান্সফার সুবিধা দেওয়া হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, সব ডিভাইসের জন্য টাইপ-সি প্রযুক্তি গ্রহণ অ্যাপল ফ্যান এবং শিল্প পর্যবেক্ষকদের রীতিমতো অবাকই করছে। কারণ, ইউএসবি টাইপ-সি অ্যাপলের নিজস্ব প্রযুক্তির কেবল নয়। এ ছাড়া, ওয়াট মিলে গেলে অন্য যে কোনো ফোনের চার্জার দিয়েই চার্জ করা যাবে এটি। অপরদিকে, অ্যাপল আইপ্যাড ও ম্যাকবুকে ইউএসবি টাইপ-সি চার্জিং সুবিধা যুক্ত করেছে তাও আবার কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই।
আইফোন-১৪ সিরিজের ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকার গুঞ্জন থাকলেও তা আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, আইফোন-১৫ সিরিজের ফোনে এই প্রযুক্তির দেখা পাওয়া পাওয়া যেতে পারে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী তার ফোনের পেছনে ওয়্যারলেস-চার্জ-যোগ্য ইয়ারবাড রাখলে ইয়ারবাডগুলো চার্জ হবে। এই প্রযুক্তির মাধ্যমে অন্য ফোন এবং ডিভাইস চার্জ দেওয়া সম্ভব। অর্থাৎ, এই প্রযুক্তির ফোন পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে।

অ্যাপল এবার নতুন একটি রঙের আইফোনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে। উজ্জ্বল হলুদ রঙের আইফোন শিগগিরই দেখা যাবে বাজারে। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস, এই দুই সংস্করণ উন্মোচিত হয়েছে গত সেপ্টেম্বরে। অ্যাপলের এ১৫ বায়োনিক চিপসেট রয়েছে এই দুই ফোনে। শোনা যাচ্ছে, অ্যাপল আইফোন ১৪ সিরিজের এই দুই মডেলের হলুদ রঙের সংস্করণ উন্মোচন করা হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস নীল, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং রেড রঙের পাওয়া যাচ্ছে। ২০২১ সালে আইফোন ১৩ সিরিজ উন্মোচনের প্রায় ৬ মাস পর সবুজ রঙের আইফোন বাজারে এনেছিল অ্যাপল। এর আগে, আইফোন ১২, আইফোন ১২ মিনি-এই দুই আইফোনের পার্পল রঙের সংস্করণ আনা হয়েছিল। তাই অনুমান করা হচ্ছে, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের ক্ষেত্রেও নতুন একটি রং আনবে অ্যাপল কর্তৃপক্ষ।
সম্প্রতি অনলাইনে ফাঁস হয় আইফোন ১৫ এর সম্ভাব্য ডিজাইন। এবার এরই মধ্যে ফাঁস হয়েছে নতুন একটি তথ্য। শোনা যাচ্ছে, আইফোন ১৫ মডেলগুলোর মাধ্যমে অ্যাপল ইউএসবি-সি পোর্টের যুগে প্রবেশ করবে। আইফোন-১৫ সিরিজের সব ফোনেই ইউএসবি-সি পোর্ট থাকলেও শুধু প্রিমিয়াম মডেলের ব্যবহারকারীরাই উচ্চ-গতির ডেটা ট্রান্সফারের সুবিধা পাবেন। প্রিমিয়াম মডেলে ইউএসবি ৩ দশমিক ২ বা থান্ডারবোল্ট ৩ ট্রান্সফার সুবিধা দেওয়া হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, সব ডিভাইসের জন্য টাইপ-সি প্রযুক্তি গ্রহণ অ্যাপল ফ্যান এবং শিল্প পর্যবেক্ষকদের রীতিমতো অবাকই করছে। কারণ, ইউএসবি টাইপ-সি অ্যাপলের নিজস্ব প্রযুক্তির কেবল নয়। এ ছাড়া, ওয়াট মিলে গেলে অন্য যে কোনো ফোনের চার্জার দিয়েই চার্জ করা যাবে এটি। অপরদিকে, অ্যাপল আইপ্যাড ও ম্যাকবুকে ইউএসবি টাইপ-সি চার্জিং সুবিধা যুক্ত করেছে তাও আবার কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই।
আইফোন-১৪ সিরিজের ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকার গুঞ্জন থাকলেও তা আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, আইফোন-১৫ সিরিজের ফোনে এই প্রযুক্তির দেখা পাওয়া পাওয়া যেতে পারে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী তার ফোনের পেছনে ওয়্যারলেস-চার্জ-যোগ্য ইয়ারবাড রাখলে ইয়ারবাডগুলো চার্জ হবে। এই প্রযুক্তির মাধ্যমে অন্য ফোন এবং ডিভাইস চার্জ দেওয়া সম্ভব। অর্থাৎ, এই প্রযুক্তির ফোন পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে।

জনপ্রিয় বলিউড তারকাদের কাছে নববর্ষ কখনোই শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়ার মতো ঘটনা নয়। তাঁদের কাছে নতুন বছর মানে নতুন শুরুর উত্তেজনা, সংকল্প ও কৃতজ্ঞতা জানানোর নতুন কোনো কারণ। বর্তমানে বলিউডে জনপ্রিয় কয়েকজন তারকা রয়েছেন, যাঁরা ২০২৫ সালে নানাভাবে আলোচনায় ছিলেন।
১ ঘণ্টা আগে
নতুন বছর মানে পুরোনো জীর্ণতা পেছনে ফেলে নতুন শুরুর অঙ্গীকার। সম্পর্কের ক্ষেত্রেও এ কথাটি চিরন্তন সত্য। বছরের শুরুতে আমরা অনেকেই সম্পর্কের টানাপোড়েন নিয়ে চিন্তিত থাকি। ব্রিটিশ বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, বছরের প্রথম তিন মাসে বিবাহবিচ্ছেদের আবেদন পড়ে সবচেয়ে বেশি।
২ ঘণ্টা আগে
শীতে একবার হলেও হাঁসের মাংস খাওয়া হবে না, তা কি হয়? এত দিনেও যাঁরা হাঁসের মাংস রান্না করি করি করে রাঁধতে পারেননি, তাঁরা নতুন বছরের শুরুতে না হয় রেঁধে ফেলুন। শীতের রাতে পোলাও বা খিচুড়ির সঙ্গে অথবা রুমালি রুটি বা চালের আটার রুটি দিয়ে হাঁসের ঝাল ভুনা খেতে নিশ্চয়ই মন্দ লাগবে না! আপনাদের জন্য...
৪ ঘণ্টা আগে
নিজ গ্রামের বাইরে বিয়ে করলে গুনতে হবে জরিমানা! এমন আইনের কথা কি শুনেছেন? কিংবা ধরুন বিয়ে নিবন্ধন না করে একসঙ্গে বসবাস করলেও গুনতে হবে অর্থ। আবার বিয়ের আগে গর্ভবতী হলে কিংবা বিয়ের পর ১০ মাসের কম সময়ের মধ্যে সন্তান জন্ম দিলেও গুনতে হবে জরিমানার অর্থ! ২০২৬ সালে এসে এমন আইনের কথা শুনলে...
৬ ঘণ্টা আগে