
আইফোন ১৬ সিরিজে কী কী ফিচার আসবে, তা জানার জন্য পুরো বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা উন্মুখ হয়ে আছে। কিছুদিন পরপরই ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এখন পর্যন্ত জানা গেছে, আইফোনের ক্যামেরা ও চার্জিংয়ের জন্য ব্যবহৃত ম্যাগসেফ রিং নকশায় কিছুটা পরিবর্তন আনতে পারে অ্যাপল।
আইফোন তৈরির একটি ছাঁচের ছবি প্রকাশ করেছে ফরাসি কেস প্রস্তুতকারক কোম্পানি শপসিস্টেম। ছাঁচের ছবি থেকে বোঝা যায়, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার লেআউটে পরিবর্তন আসছে এবং আগের মডেলগুলোর তুলনায় এবারের ম্যাগসেফ রিংটি চিকন হবে।
২০২০ সালের আইফোন ১২-এ প্রথম ম্যাগসেফ প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল। এর মাধ্যমে কোনো কেবলের সাহায্য (ওয়্যারলেস) ছাড়াই আইফোন চার্জ দেওয়া যায়।
ছাঁচের ছবি থেকে আরও বোঝা যায়, আইফোন ১৫-এর তুলনায় আইফোন ১৬-এর ম্যাগসেফ রিংয়ের চুম্বক ও কয়েলগুলো চিকন করা হবে।
শপসিস্টেম বলছে, চিকন ম্যাগসেফের কারণে আইফোন মোটা হবে না এবং একে আরও সহজভাবে চার্জ দেওয়া যাবে। তবে নতুন এই ম্যাগসেফ রিংয়ের কারণে ফোনের ভেতরের যন্ত্রাংশের আকারেও পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার নকশায় পরিবর্তন আসবে। আইফোনের ১৬ ক্যামেরা আগের মডেলের তুলনায় কিছুটা ছোট হবে এবং লেন্সগুলো ওষুধের খোলসের (পিল শেপড) আকৃতির হবে।
এর আগে আইফোন ১৬-এর বিভিন্ন ছবি ফাঁস হয়েছে। তবে এবারের ছাঁচগুলোর ছবি অন্য ছবির তুলনায় কিছুটা বিশ্বাসযোগ্যই মনে হয়।
আইফোন ১৬ প্রো মডেলের নকশা আইফোন ১৫ প্রো-এর মতো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইফোন ১৬ প্রো-তে আরও উন্নত ও শক্তিশালী লেন্স ব্যবহার করা হতে পারে।
আইফোনে ১৬-এর ক্যামেরায় নতুন নকশার কারণে এতে স্পেশাল ভিডিও ধারণ করার সুবিধা থাকতে পারে।
তথ্যসূত্র: টমস গাইড

আইফোন ১৬ সিরিজে কী কী ফিচার আসবে, তা জানার জন্য পুরো বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা উন্মুখ হয়ে আছে। কিছুদিন পরপরই ফোনটি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এখন পর্যন্ত জানা গেছে, আইফোনের ক্যামেরা ও চার্জিংয়ের জন্য ব্যবহৃত ম্যাগসেফ রিং নকশায় কিছুটা পরিবর্তন আনতে পারে অ্যাপল।
আইফোন তৈরির একটি ছাঁচের ছবি প্রকাশ করেছে ফরাসি কেস প্রস্তুতকারক কোম্পানি শপসিস্টেম। ছাঁচের ছবি থেকে বোঝা যায়, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার লেআউটে পরিবর্তন আসছে এবং আগের মডেলগুলোর তুলনায় এবারের ম্যাগসেফ রিংটি চিকন হবে।
২০২০ সালের আইফোন ১২-এ প্রথম ম্যাগসেফ প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল। এর মাধ্যমে কোনো কেবলের সাহায্য (ওয়্যারলেস) ছাড়াই আইফোন চার্জ দেওয়া যায়।
ছাঁচের ছবি থেকে আরও বোঝা যায়, আইফোন ১৫-এর তুলনায় আইফোন ১৬-এর ম্যাগসেফ রিংয়ের চুম্বক ও কয়েলগুলো চিকন করা হবে।
শপসিস্টেম বলছে, চিকন ম্যাগসেফের কারণে আইফোন মোটা হবে না এবং একে আরও সহজভাবে চার্জ দেওয়া যাবে। তবে নতুন এই ম্যাগসেফ রিংয়ের কারণে ফোনের ভেতরের যন্ত্রাংশের আকারেও পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের ক্যামেরার নকশায় পরিবর্তন আসবে। আইফোনের ১৬ ক্যামেরা আগের মডেলের তুলনায় কিছুটা ছোট হবে এবং লেন্সগুলো ওষুধের খোলসের (পিল শেপড) আকৃতির হবে।
এর আগে আইফোন ১৬-এর বিভিন্ন ছবি ফাঁস হয়েছে। তবে এবারের ছাঁচগুলোর ছবি অন্য ছবির তুলনায় কিছুটা বিশ্বাসযোগ্যই মনে হয়।
আইফোন ১৬ প্রো মডেলের নকশা আইফোন ১৫ প্রো-এর মতো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইফোন ১৬ প্রো-তে আরও উন্নত ও শক্তিশালী লেন্স ব্যবহার করা হতে পারে।
আইফোনে ১৬-এর ক্যামেরায় নতুন নকশার কারণে এতে স্পেশাল ভিডিও ধারণ করার সুবিধা থাকতে পারে।
তথ্যসূত্র: টমস গাইড
মনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি!
১ ঘণ্টা আগে
হাতের নখের দুপাশে প্রচুর মরা চামড়া ওঠে। যত খুঁটি, ততই উঠতে থাকে। পেট্রোলিয়াম জেলি মেখে রাখি বেশ কয়েকবার। তারপরও এই অংশ সাদা হয়ে থাকে। কী করণীয়?
১ ঘণ্টা আগে
কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
১৮ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
১৯ ঘণ্টা আগে