
পূর্বঘোষণা ছাড়াই পিক্সেল ৮এ ফোনটি আকস্মিকভাবে উন্মোচন করেছে গুগল। পিক্সেল ৮ সিরিজের মধ্যে এ মডেলই সবচেয়ে সাশ্রয়ী। ফোনটির প্রধান ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর ও প্রসেসর হিসেবে গুগলের টেনসর জি৩ ব্যবহার করা হয়েছে।
ফোনটির বডিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে অন্যান্য পিক্সেল ফোনের মতো এই মডেলের সঙ্গেও চার্জার থাকবে না। আলাদাভাবে চার্জার কিনতে হবে।
৭ মে ফোনটি উন্মোচন করে গুগল। ১৪ মে থেকে ফোনটি খুচরা বাজারে পাওয়া যাবে। প্রাথমিকভাবে পিক্সেল ৮এ ফোনটি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তাইওয়ানসহ কয়েকটি দেশে পাওয়া যাবে।
পিক্সেল ৮এ-এর দাম ও রং
পিক্সেল ৮এ-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৪৯৯ ডলার। আর ফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৫৫৯ ডলার।
অবসিডিয়ান (কালো), পোর্সেলিন (হলদে সাদা), বে (হালকা নীল) ও অ্যালো (কিছুটা নিয়ন সবুজের মতো)–এই চার রঙে ফোনটি পাওয়া যাবে। তবে ২৫৬ জিবি ইন্টারন্যাল সংস্করণের ফোনটি শুধু অবসিডিয়ান রঙে পাওয়া যাবে।
স্পেসিফিকেশন:
পেছনের ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি ও ৪জি
আয়তন: ১৫২.৪ x ৭৩.৭ x ১০.১ এমএম
ওজন: ১৯২.৮ গ্রাম
সিম: ন্যানো ও ইসিম
ডিসপ্লে: ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড
রেজল্যুশন: ২৪০০ x ১০৮০
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ২০০০ নিটস
আইপি রেটিং: আইপি ৬৭
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক পিক্সেল ইউআই
চিপসেট: টেনসর জি৩ প্রসেসর
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫ দশমিক ৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৪ হাজার ৪৯২ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট ওয়্যারড চার্জিং ও ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি

পূর্বঘোষণা ছাড়াই পিক্সেল ৮এ ফোনটি আকস্মিকভাবে উন্মোচন করেছে গুগল। পিক্সেল ৮ সিরিজের মধ্যে এ মডেলই সবচেয়ে সাশ্রয়ী। ফোনটির প্রধান ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর ও প্রসেসর হিসেবে গুগলের টেনসর জি৩ ব্যবহার করা হয়েছে।
ফোনটির বডিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে অন্যান্য পিক্সেল ফোনের মতো এই মডেলের সঙ্গেও চার্জার থাকবে না। আলাদাভাবে চার্জার কিনতে হবে।
৭ মে ফোনটি উন্মোচন করে গুগল। ১৪ মে থেকে ফোনটি খুচরা বাজারে পাওয়া যাবে। প্রাথমিকভাবে পিক্সেল ৮এ ফোনটি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তাইওয়ানসহ কয়েকটি দেশে পাওয়া যাবে।
পিক্সেল ৮এ-এর দাম ও রং
পিক্সেল ৮এ-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৪৯৯ ডলার। আর ফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৫৫৯ ডলার।
অবসিডিয়ান (কালো), পোর্সেলিন (হলদে সাদা), বে (হালকা নীল) ও অ্যালো (কিছুটা নিয়ন সবুজের মতো)–এই চার রঙে ফোনটি পাওয়া যাবে। তবে ২৫৬ জিবি ইন্টারন্যাল সংস্করণের ফোনটি শুধু অবসিডিয়ান রঙে পাওয়া যাবে।
স্পেসিফিকেশন:
পেছনের ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি ও ৪জি
আয়তন: ১৫২.৪ x ৭৩.৭ x ১০.১ এমএম
ওজন: ১৯২.৮ গ্রাম
সিম: ন্যানো ও ইসিম
ডিসপ্লে: ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড
রেজল্যুশন: ২৪০০ x ১০৮০
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ২০০০ নিটস
আইপি রেটিং: আইপি ৬৭
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক পিক্সেল ইউআই
চিপসেট: টেনসর জি৩ প্রসেসর
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫ দশমিক ৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৪ হাজার ৪৯২ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট ওয়্যারড চার্জিং ও ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
৮ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
১০ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১৬ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১৬ ঘণ্টা আগে