
স্মার্টফোন আসক্তি যাঁরা ছাড়তে চান, তাঁদের জন্য এই নতুন ফোন। ন্যূনতম ও সাধারণ ফিচারযুক্ত নতুন এই স্মার্টফোন নিয়ে আসছে মিনিমাল কোম্পানি। একসময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি ফোনের মতো, এতে ফিজিক্যাল কিবোর্ডও যুক্ত করা হয়েছে। ফোনটিতে একবার চার্জ দিলে টানা চার দিন চলবে বলে দাবি করেছে কোম্পানিটি।
যাঁরা ফোনের শুধু সাধারণ ফিচার ব্যবহার করতে চান, তাঁদের জন্যই ফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনটির সঙ্গে ফিজিক্যাল কোয়ার্টি কিবোর্ড যুক্ত করা হয়েছে। ফোনটিতে রয়েছে ই-ইঙ্ক ডিসপ্লে। এই ডিসপ্লে চোখের ওপর চাপ কমায় এবং সাধারণ ফোনের মতো এর নীল রশ্মি ঘুমের ব্যাঘাত ঘটায় না।
ডিভাইসটিতে ৪ হাজার এমএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এটি একটানা চার দিন চলবে। ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় পূর্ণ চার্জ দিতে লাগবে মাত্র এক ঘণ্টা। আর ৩০ মিনিটে ফোনটির ৮০ শতাংশ চার্জ হবে। তবে ফোনটি অ্যান্ড্রয়েড, নাকি অন্য কোনো অপারেটিং সিস্টেম চালিত হবে, তা এখনো স্পষ্ট নয়।
ডিভাইসের কিছু ফাঁস হওয়া ছবি, ওয়েবসাইটে ব্ল্যাক মিরর মুভির মতো কোম্পানির ট্রেলার এবং ওয়েটিং লিস্ট ছাড়া ডিভাইসটি সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। আর ডিভাইসটি সম্পর্কে কম তথ্য প্রচারের জন্য ব্র্যান্ডটি নিয়ে অনেক প্রযুক্তি বিশ্লেষকই সংশয় প্রকাশ করেছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদক বলেন, কোম্পানির ওয়েটলিস্ট পেজ ও ট্রেলারেই ব্র্যান্ডের নামের পাঁচটি ভিন্ন ভিন্ন বানান (Minimal, Mnml, Miniimal, Minml, ও Miniml) দেখা গেছে।
অবশ্য এই ধরনের ফোন তৈরির ধারণা নতুন নয়। আধুনিক স্মার্টফোনের ফিচার কমিয়ে তৈরি দ্য লাইট ফোন, দ্য পাম ফোন ও নকিয়া ১৫০ মডেলের মতো বিভিন্ন কোম্পানি ফোন তৈরি করেছে। অনেক সময় এ ধরনের ফোনে ইন্টারনেট সংযোগের সুবিধাও বাদ দেওয়া হয়েছে।
স্মার্টফোনে আধুনিক বিভিন্ন ফিচার ব্যবহার করতে না চাইলেও নতুন ফোন কেনার দরকার হয় না। কারণ, অনেক অ্যাপ ও সার্ভিসের নোটিফিকেশন ও অ্যালার্ট বন্ধ রাখা যায়। এ ছাড়া নির্বিঘ্নে কাজের জন্য স্মার্টফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করা যায়।

স্মার্টফোন আসক্তি যাঁরা ছাড়তে চান, তাঁদের জন্য এই নতুন ফোন। ন্যূনতম ও সাধারণ ফিচারযুক্ত নতুন এই স্মার্টফোন নিয়ে আসছে মিনিমাল কোম্পানি। একসময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি ফোনের মতো, এতে ফিজিক্যাল কিবোর্ডও যুক্ত করা হয়েছে। ফোনটিতে একবার চার্জ দিলে টানা চার দিন চলবে বলে দাবি করেছে কোম্পানিটি।
যাঁরা ফোনের শুধু সাধারণ ফিচার ব্যবহার করতে চান, তাঁদের জন্যই ফোনটি ডিজাইন করা হয়েছে। ফোনটির সঙ্গে ফিজিক্যাল কোয়ার্টি কিবোর্ড যুক্ত করা হয়েছে। ফোনটিতে রয়েছে ই-ইঙ্ক ডিসপ্লে। এই ডিসপ্লে চোখের ওপর চাপ কমায় এবং সাধারণ ফোনের মতো এর নীল রশ্মি ঘুমের ব্যাঘাত ঘটায় না।
ডিভাইসটিতে ৪ হাজার এমএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এটি একটানা চার দিন চলবে। ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় পূর্ণ চার্জ দিতে লাগবে মাত্র এক ঘণ্টা। আর ৩০ মিনিটে ফোনটির ৮০ শতাংশ চার্জ হবে। তবে ফোনটি অ্যান্ড্রয়েড, নাকি অন্য কোনো অপারেটিং সিস্টেম চালিত হবে, তা এখনো স্পষ্ট নয়।
ডিভাইসের কিছু ফাঁস হওয়া ছবি, ওয়েবসাইটে ব্ল্যাক মিরর মুভির মতো কোম্পানির ট্রেলার এবং ওয়েটিং লিস্ট ছাড়া ডিভাইসটি সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। আর ডিভাইসটি সম্পর্কে কম তথ্য প্রচারের জন্য ব্র্যান্ডটি নিয়ে অনেক প্রযুক্তি বিশ্লেষকই সংশয় প্রকাশ করেছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদক বলেন, কোম্পানির ওয়েটলিস্ট পেজ ও ট্রেলারেই ব্র্যান্ডের নামের পাঁচটি ভিন্ন ভিন্ন বানান (Minimal, Mnml, Miniimal, Minml, ও Miniml) দেখা গেছে।
অবশ্য এই ধরনের ফোন তৈরির ধারণা নতুন নয়। আধুনিক স্মার্টফোনের ফিচার কমিয়ে তৈরি দ্য লাইট ফোন, দ্য পাম ফোন ও নকিয়া ১৫০ মডেলের মতো বিভিন্ন কোম্পানি ফোন তৈরি করেছে। অনেক সময় এ ধরনের ফোনে ইন্টারনেট সংযোগের সুবিধাও বাদ দেওয়া হয়েছে।
স্মার্টফোনে আধুনিক বিভিন্ন ফিচার ব্যবহার করতে না চাইলেও নতুন ফোন কেনার দরকার হয় না। কারণ, অনেক অ্যাপ ও সার্ভিসের নোটিফিকেশন ও অ্যালার্ট বন্ধ রাখা যায়। এ ছাড়া নির্বিঘ্নে কাজের জন্য স্মার্টফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করা যায়।

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
৩ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
৫ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১০ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১১ ঘণ্টা আগে