Ajker Patrika

নাতি-নাতনিদের সাহচর্যে লুকিয়ে রয়েছে বার্ধক্য জয়ের চাবিকাঠি

ফিচার ডেস্ক, ঢাকা 
নাতি-নাতনিদের সাহচর্যে লুকিয়ে রয়েছে বার্ধক্য জয়ের চাবিকাঠি
নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানো দাদি-নানি কিংবা দাদা-নানাদের মস্তিষ্ক সচল রাখতে এবং দীর্ঘায়ু পেতে জাদুকরী ওষুধের মতো কাজ করে। ছবি: পেক্সেলস

একসময় পরিবারের চিত্রগুলো ছিল আলাদা। গ্রামীণ জীবনে বিকেল গড়ালেই চাঁদের বুড়ির সুতো কাটার গল্প শোনাতেন দাদি-নানিরা। কিংবা হাটের দিনে বায়না ধরে দাদা-নানার হাত ধরে বাজারে যাওয়া ছিল এক পরম পাওয়া। কিন্তু সময়ের স্রোতে যৌথ পরিবারগুলো ভেঙে আজ ছোট ছোট পরিবার হয়ে গেছে। এখন নাতি-নাতনিদের সঙ্গে বয়োজ্যেষ্ঠদের দেখা মেলে কেবল উৎসব বা বড় কোনো ছুটিতে। যান্ত্রিক এই জীবনে আমরা ভাবি, বয়স্ক মানুষগুলো বোধ হয় একটু একা থাকলেই শান্তিতে থাকবেন। কোলাহল, হই হই হয়তো তাঁদের ভালো লাগবে না। কিন্তু বিজ্ঞান বলছে ঠিক উল্টো কথা। গবেষণা বলছে, নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানো কেবল শিশুদের জন্য আনন্দদায়ক নয়; বরং এটি দাদি-নানি কিংবা দাদা-নানাদের মস্তিষ্ক সচল রাখতে এবং দীর্ঘায়ু পেতে জাদুকরী ওষুধের মতো কাজ করে।

মস্তিষ্কের সুরক্ষায় নাতি-নাতনিদের স্পর্শ

যাঁরা নিয়মিত নাতি-নাতনিদের সময় দেন, তাঁদের মৃত্যুর ঝুঁকি যাঁরা নিয়মিত সময় দেন না তাঁদের তুলনায় ৩৭ শতাংশ কমে যায়।

আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত নাতি-নাতনিদের দেখাশোনা করলে প্রবীণদের সাবলীলভাবে কথা বলা এবং ব্যক্তিগত স্মৃতি মনে রাখার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। এপিএ ডট ওআরজিতে প্রকাশিত ‘গ্র্যান্ড প্যারেন্টিং ইজ গুড ফর দ্য ব্রেইন’ শিরোনামের এক লেখা থেকে জানা যায়, হোমওয়ার্ক বুঝিয়ে দেওয়া, গল্প বলা কিংবা পার্কে নিয়ে যাওয়ার মতো সাধারণ কাজগুলো প্রবীণদের মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় রাখে। নেদারল্যান্ডসের টিলবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ফ্লাভিয়া চেরেকাস বলেন, ‘কতক্ষণ সময় দিচ্ছেন তার চেয়ে বড় কথা হলো, আপনি নাতি-নাতনিদের দেখাশোনা করছেন। এ দায়িত্ববোধই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে বেশি ভূমিকা রাখে।’

জানা গেছে, নাতি-নাতনিদের সঙ্গ থেকে দাদারা যতটা উপকৃত হন, দাদিরা হন তার চেয়েও বেশি। এর কারণ হিসেবে গবেষকেরা বলছেন, দাদি বা নানিরা শিশুদের সঙ্গে আবেগীয় এবং শারীরিকভাবে বেশি সম্পৃক্ত হন। তাঁদের স্মৃতিশক্তি এবং কথা বলার দক্ষতা অন্য সমবয়সীদের তুলনায় অনেক ধীরগতিতে কমে। অন্যদিকে, দাদা বা নানারা মূলত খেলাধুলা কিংবা অবসরের সঙ্গী হিসেবে শিশুদের সঙ্গে সময় কাটান। এটি তাঁদেরও মানসিকভাবে তরুণ রাখে।

দাদা বা নানারা খেলাধুলা বা অবসরের সঙ্গী হিসেবে শিশুদের সঙ্গে সময় কাটলে মানসিকভাবে তরুণ থাকতে পারেন। ছবি: পেক্সেলস
দাদা বা নানারা খেলাধুলা বা অবসরের সঙ্গী হিসেবে শিশুদের সঙ্গে সময় কাটলে মানসিকভাবে তরুণ থাকতে পারেন। ছবি: পেক্সেলস

এক ভিন্ন টনিক

এ ধারাটা এখনো প্রচলিত আছে যে, দাদা-দাদি কিংবা নানা-নানি যে কেউ শিশুদের স্কুল থেকে আনতে যান। কিংবা স্কুলে দিয়ে আসতে যান। যেসব দাদা-দাদি বা নানা-নানি নাতি-নাতনিদের স্কুল থেকে আনতে যান, তাঁদের কথা বলার সাবলীলতা অন্যদের চেয়ে অনেক বেশি থাকে। বাইরের পরিবেশের সঙ্গে যোগাযোগ এবং শিশুদের সঙ্গে ফেরার পথের আড্ডা তাঁদের স্নায়বিক নেটওয়ার্ক শক্তিশালী করে। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের করা ‘বার্লিন এজিং স্টাডি’র ২০ বছরের একটি দীর্ঘ সমীক্ষায় দেখা গেছে, যাঁরা নিয়মিত নাতি-নাতনিদের সময় দেন, তাঁদের মৃত্যুর ঝুঁকি যাঁরা নিয়মিত সময় দেন না তাঁদের তুলনায় ৩৭ শতাংশ কমে যায়।

কেন এটি কাজ করে

ক্লিভল্যান্ড ক্লিনিকের ডক্টর রোনান ফ্যাক্টরা মনে করেন, বার্ধক্যে সুস্থ থাকার তিনটি প্রধান শর্ত আছে। সেগুলো হলো শারীরিকভাবে সক্রিয় থাকা, সামাজিক যোগাযোগ রাখা এবং মস্তিষ্ক উদ্দীপিত করা। শিশুদের সঙ্গে সময় কাটালে এই তিনটি কাজই একসঙ্গে ঘটে। এটি কেবল প্রবীণদের নিঃসঙ্গতা দূর করে না; বরং তাঁদের জীবনের এক নতুন উদ্দেশ্য ও আনন্দ দেয়। আর এ বিষয়টিই তাঁদের স্ট্রেস বা মানসিক চাপ কমিয়ে হার্টকে সুস্থ রাখে।

ভারসাম্যই আসল কথা

তবে মনে রাখা জরুরি, এই যত্ন বা দেখাশোনা যেন প্রবীণদের ওপর ‘বোঝা’ হয়ে না দাঁড়ায়। যদি তাঁরা স্বেচ্ছায় এবং হাসিমুখে শিশুদের সঙ্গে সময় কাটান, তবেই এর সুফল মিলবে। অতিনির্ভরশীলতা বা অতিরিক্ত চাপ হিতে বিপরীত হতে পারে।

আজকের ছোট হয়ে আসা পরিবারগুলোতে দাদি-নানিদের সে রূপকথার গল্পগুলো হারিয়ে যাচ্ছে। অথচ এই মহামূল্যবান বন্ধনটি আমাদের পরবর্তী প্রজন্মের যেমন নৈতিক ভিত্তি গড়ে দেয়, তেমনি আমাদের প্রিয় প্রবীণদের দিয়ে যায় একটি ধারালো মস্তিষ্ক আর দীর্ঘ আয়ু। তাই ব্যস্ততার মধ্যেও শিশুদের সঙ্গে তাঁদের এই আত্মিক সংযোগ স্থাপনের সুযোগ করে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব।

সূত্র: দ্য বাম্প, দ্য ডেইলি ডাইজেস্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত