Ajker Patrika

ভ্যালেন্টাইনস ডেটে যাওয়ার আগে জেনে নিন

ফিচার ডেস্ক
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০: ৪৪
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

প্রথমবারের মতো ভ্যালেন্টাইনস ডেটে যাওয়ার অনুভূতি রোমাঞ্চকর। এ সময় রেস্টুরেন্ট, পোশাক কিংবা মেনু নির্বাচন—সবকিছুতেই যেন একধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। কিন্তু আগে থেকে পরিকল্পনা করলে প্রথম ডেট স্মরণীয় ও উপভোগ্য হয়ে উঠতে পারে।

রেস্তোরাঁ নির্বাচন

ডেটের জন্য দুজনই স্বচ্ছন্দ অনুভব করবেন এমন রেস্টুরেন্ট নির্বাচন করুন। কিছুটা কোলাহলমুক্ত রেস্টুরেন্ট বিবেচনায় নিতে হবে। এতে দুজনের কথাগুলো অন্য কারও শোনার সুযোগ থাকবে না। খাবার অর্ডার করার ক্ষেত্রে নির্দিষ্ট প্ল্যাটার না নিয়ে আলাদা করে যাতে অর্ডারের ব্যবস্থা থাকে, সেদিকে খেয়াল রেখে রেস্টুরেন্ট নির্বাচন করতে হবে।

ফিটফাট থাকুন

ডেটে স্টাইলিশ লুকে হাজির হওয়ার ব্যাপারে প্রায় সবাই সজাগ থাকেন। তবে এমন জামাকাপড় পরতে হবে, যাতে হাঁটা, খাওয়া, নিশ্বাস নেওয়া এবং কথা বলার মতো বিষয়গুলো স্বস্তিকর হয়। এ ক্ষেত্রে ক্যাজুয়াল জামা পরা যেতে পারে। ক্যাজুয়াল পোশাকে লুক থাকবে পরিপাটি, সঙ্গে মিলবে প্রশান্তিও। যা-ই পরুন না কেন, ডেটে আসার পর পোশাকের প্রশংসা করুন।

সময়ানুবর্তিতা

প্রথম ডেটে অবশ্যই দেরি করা চলবে না। যদি অপ্রত্যাশিত কোনো সমস্যার কারণে দেরি হয়েই যায়, সঙ্গে সঙ্গে কল করে অথবা টেক্সটের মাধ্যমে জানিয়ে দেওয়া ভালো। ডেটে নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার অর্থ হলো, আপনি আত্মবিশ্বাসী, উৎসাহী ও সুসংগঠিত।

স্মার্টফোন থেকে দূরে থাকুন

ডেটে স্মার্টফোনটি সাইলেন্ট মুডে রাখা যেতে পারে। বারবার মোবাইল ফোন চেক করা থেকে বিরত থাকুন। সব মনোযোগ পাশে থাকা ব্যক্তিটির দিকে রাখুন। এতে ডেট উপভোগ্য হয়ে উঠবে।

চোখে চোখ রেখে কথা বলুন

খাবার টেবিলে নিস্তব্ধতা অস্বস্তিকর। কথা বলুন এবং চোখের দিকে তাকিয়ে মনোযোগসহকারে প্রিয় মানুষটির কথাগুলো শোনার চেষ্টা করুন। এর অর্থ, আপনি তাঁর প্রতি আগ্রহী। এ ছাড়া প্রিয় রেস্টুরেন্ট ও পছন্দের খাবার নিয়ে প্রশ্ন করতে পারে। শখ, পরিবার ও কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করুন। খোলা মনের পরিচয় দিন এবং সঙ্গীর মতামতগুলো গুরুত্বের সঙ্গে শুনুন।

সহজ খাবার অর্ডার করুন

নিজে যে ধরনের খাবার পছন্দ করেন, সেগুলোরই অর্ডার দিন। অভ্যস্ত নন তেমন খাবার না খাওয়াই ভালো। চামচ ও ছুরি দিয়ে খেতে অভ্যস্ত হলে সেগুলো ব্যবহার করতে পারেন। নিজের পছন্দের খাবার অর্ডার করলে অস্বস্তিতে পড়ার সুযোগ কম থাকে।

জেনে রাখা ভালো

খাবার টেবিলে ভদ্রতা এবং শিষ্টাচার বজায় রাখুন। এ জন্য যা করতে পারেন—

  • মুখ খোলা রেখে খাবেন না।
  • টুথপিক ব্যবহার না করাই ভালো।
  • নখ কামড়ানো, বারবার চুল ও মুখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে।
  • রেস্টুরেন্টের কর্মীদের সঙ্গে বিনয়ী আচরণ করুন।
  • পুরুষদের ক্ষেত্রে, আপনার নারী সঙ্গী টেবিল ছেড়ে ওঠার পর কিংবা টেবিলে ফিরে আসার পর দাঁড়িয়ে আবার বসুন।
  • ব্যক্তিত্বের পরিচয় দিন।
  • ইতিবাচক থাকা এবং সঙ্গীকে সম্মান দেওয়ার পাশাপাশি স্বকীয়তা বজায় রাখুন। নিজের ব্যক্তিত্বের পরিচয় দিন।

সূত্র: গুডফুড গিফ্টকার্ড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত