জীবনধারা ডেস্ক
ঈদের ছুটি কাটাতে বাড়ি গেলে বেশ কয়েক দিন তো থাকাই হয়। ফলে ব্যাগপত্র গুছিয়ে ঈদে বাড়ির পথে পা বাড়ানোর কিছু বিষয়ে খেয়াল রাখুন–
ধুলোবালি এড়াতে ও পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে
ঈদে শহর ছাড়ার আগে ঘর ভালোমতো পরিষ্কার করে রেখে যান। বেশি দিনের জন্য গেলে পুরোনো চাদর বা ওড়না দিয়ে আসবাব ঢেকে যান। বেসিন, স্নানঘর ও ঘরের কোণে ন্যাপথলিন রেখে যাওয়ার চেষ্টা করুন। এতে ছুটি শেষ করে ফিরে অস্বস্তিকর গন্ধ বা পোকামাকড়ের পাল্লায় পড়তে হবে না।
বৈদ্য়ুতিক সুইচ বন্ধ করুন
বাসা থেকে বের হওয়ার আগে লাইট ও ফ্যানের সুইচ বন্ধ করুন। কম্পিউটার ও টিভির মূল সুইচ বন্ধ করে দিন। মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ ইত্যাদির প্লাগ খুলে রাখার চেষ্টা করুন। অনেক সময় ফোনের চার্জারের প্লাগ লাগিয়ে সুইচ অন করে রাখা হয়। এ অভ্যাস থাকলে বাসা থেকে বের হওয়ার আগে দেখে নিন সুইচটি বন্ধ আছে কি না।
ফ্রিজ ও ময়লার ঝুড়ি খালি করুন
বাড়ি যাওয়ার আগে ফ্রিজ ও ময়লার ঝুড়ি যথাসম্ভব খালি রাখার চেষ্টা করুন। নইলে দীর্ঘ ছুটি শেষে বাড়ি ফিরে দেখা যায়, ফ্রিজে থাকা খাবার নষ্ট হয়ে গেছে। অন্যদিকে ময়লার ঝুড়ি পরিষ্কার না করা হলে ময়লা জমে ঘরে দুর্গন্ধের সৃষ্টি হয়। ঘর বন্ধ থাকায় দুর্গন্ধ বেরও হতে পারে না। ফলের ঘরে গুমোটভাব তৈরি হয়।
গ্যাসের লাইন বন্ধ করুন
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন বন্ধ করে বের হবেন। এটা খুব জরুরি। এমনকি বাড়ি থেকে ফিরে এসে চুলা জ্বালানোর আগে বাসার দরজা-জানালা খুলে দিন। এতে বাসার ভেতরে গ্যাস জমে থাকলেও বের হয়ে যাবে।
বারান্দার গাছ ও পোষা প্রাণীর কথা মনে রাখুন
যাওয়ার আগে বাড়ির গাছগুলোতে পর্যাপ্ত পানি দিয়ে যান, যাতে আপনার অনুপস্থিতিতেও এগুলো বেঁচে থাকে। পোষা প্রাণী থাকলে খালি বাসায় রেখে যাবেন না। সম্ভব হলে তাকে সঙ্গে করে নিয়ে চলুন অথবা পরিচিত কারও বাসায় রেখে যান।
ফ্ল্যাট বা বাড়ির নিরাপত্তা
বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন। প্রতিটি ঘরের দরজা লক করে যাবেন। বারান্দার দরজা বন্ধ করেছেন কি না, ভালোভাবে দেখে বের হবেন। বাসার মূল দরজায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না—সেটাও মাথায় রাখবেন।
ঈদের ছুটি কাটাতে বাড়ি গেলে বেশ কয়েক দিন তো থাকাই হয়। ফলে ব্যাগপত্র গুছিয়ে ঈদে বাড়ির পথে পা বাড়ানোর কিছু বিষয়ে খেয়াল রাখুন–
ধুলোবালি এড়াতে ও পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে
ঈদে শহর ছাড়ার আগে ঘর ভালোমতো পরিষ্কার করে রেখে যান। বেশি দিনের জন্য গেলে পুরোনো চাদর বা ওড়না দিয়ে আসবাব ঢেকে যান। বেসিন, স্নানঘর ও ঘরের কোণে ন্যাপথলিন রেখে যাওয়ার চেষ্টা করুন। এতে ছুটি শেষ করে ফিরে অস্বস্তিকর গন্ধ বা পোকামাকড়ের পাল্লায় পড়তে হবে না।
বৈদ্য়ুতিক সুইচ বন্ধ করুন
বাসা থেকে বের হওয়ার আগে লাইট ও ফ্যানের সুইচ বন্ধ করুন। কম্পিউটার ও টিভির মূল সুইচ বন্ধ করে দিন। মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ ইত্যাদির প্লাগ খুলে রাখার চেষ্টা করুন। অনেক সময় ফোনের চার্জারের প্লাগ লাগিয়ে সুইচ অন করে রাখা হয়। এ অভ্যাস থাকলে বাসা থেকে বের হওয়ার আগে দেখে নিন সুইচটি বন্ধ আছে কি না।
ফ্রিজ ও ময়লার ঝুড়ি খালি করুন
বাড়ি যাওয়ার আগে ফ্রিজ ও ময়লার ঝুড়ি যথাসম্ভব খালি রাখার চেষ্টা করুন। নইলে দীর্ঘ ছুটি শেষে বাড়ি ফিরে দেখা যায়, ফ্রিজে থাকা খাবার নষ্ট হয়ে গেছে। অন্যদিকে ময়লার ঝুড়ি পরিষ্কার না করা হলে ময়লা জমে ঘরে দুর্গন্ধের সৃষ্টি হয়। ঘর বন্ধ থাকায় দুর্গন্ধ বেরও হতে পারে না। ফলের ঘরে গুমোটভাব তৈরি হয়।
গ্যাসের লাইন বন্ধ করুন
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন বন্ধ করে বের হবেন। এটা খুব জরুরি। এমনকি বাড়ি থেকে ফিরে এসে চুলা জ্বালানোর আগে বাসার দরজা-জানালা খুলে দিন। এতে বাসার ভেতরে গ্যাস জমে থাকলেও বের হয়ে যাবে।
বারান্দার গাছ ও পোষা প্রাণীর কথা মনে রাখুন
যাওয়ার আগে বাড়ির গাছগুলোতে পর্যাপ্ত পানি দিয়ে যান, যাতে আপনার অনুপস্থিতিতেও এগুলো বেঁচে থাকে। পোষা প্রাণী থাকলে খালি বাসায় রেখে যাবেন না। সম্ভব হলে তাকে সঙ্গে করে নিয়ে চলুন অথবা পরিচিত কারও বাসায় রেখে যান।
ফ্ল্যাট বা বাড়ির নিরাপত্তা
বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন। প্রতিটি ঘরের দরজা লক করে যাবেন। বারান্দার দরজা বন্ধ করেছেন কি না, ভালোভাবে দেখে বের হবেন। বাসার মূল দরজায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না—সেটাও মাথায় রাখবেন।
নানা কারণে লিভারের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। লিভারের বিষ হলো অ্যালকোহল—এটি খুব প্রতিষ্ঠিত তথ্য, তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ভাইরাস সংক্রমণ, ওষুধ এবং পরিবেশগত বিষাক্ত পদার্থও লিভারের ক্ষতির কারণ হতে পারে। এই কারণগুলো নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হেপাটাইটিস, ফাইব্রোসিস বা এমনক
১ দিন আগেভেটকি মাছের ফিলে দিয়ে দারুণ রোল তৈরি করা যায়। যেকোনো সুপারশপে পাওয়া যায় মাছের ফিলে। সেখান থেকে ভেটকি মাছের ফিলে কিনে বানিয়ে ফেলতে পারেন মজাদার ভেটকি রোল।
১ দিন আগেবিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর।
৩ দিন আগেহিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি...
৩ দিন আগে