মুনতাসির সিয়াম

পড়াশোনা, সাংবাদিকতা ও লেখালেখি—তিনটিই একযোগে করে চলেছেন মাহবুব এ রহমান। স্নাতকোত্তরে পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। কাজ করেন একটি টেলিভিশন এবং একটি জাতীয় পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে।
মাহবুব এ রহমানের জন্ম সিলেটের কানাইঘাট উপজেলার কাড়াবাল্লা গ্রামে, ১৯৯৭ সালের ২৫ নভেম্বর। ছোটবেলায় মাহবুবের লেখালেখির হাতেখড়ি। এ বছর বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘ভূত স্যার যখন বিজ্ঞান ক্লাসে’ শিরোনামের শিশুতোষ গল্পের বই। অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী নিয়াজ চৌধুরী তুলি। এ পর্যন্ত ছোটদের উপযোগী তিনটি বই লিখেছেন মাহবুব এ রহমান। ২০২১ সালের বইমেলায় অক্ষরবৃত্ত প্রকাশনী থেকেই প্রকাশিত হয়েছিল তাঁর লেখা ‘ভূত স্যার’ নামে গল্পের বই। লেখালেখির স্বীকৃতি হিসেবে মাহবুব এ রহমান পেয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা (চাঁদপুর) বিজয়ী সম্মাননা-২০১৮।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শেষ বর্ষে পড়েন নুসরাত মিতু। জন্ম ১৯৯৯ সালের ১৭ সেপ্টেম্বর। বাড়ি কুমিল্লা জেলায় হলেও বাবার চাকরির সুবাদে বেড়ে ওঠা বন্দরনগরী চট্টগ্রামে। ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস মিতুর। সেই অভ্যাস থেকে একসময় লেখালেখি শুরু। এ বছর অমর একুশে বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনী এনেছে তাঁর অনূদিত বই ‘দ্য সাইকোলজি অব মানি’।
এটি তাঁর দ্বিতীয় অনূদিত বই। বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী। মিতুর প্রথম অনূদিত বই ছিল অস্টিন ক্লিয়নের ‘স্টিল লাইক অ্যান আর্টিস্ট’। প্রকাশিত হয়েছিল ২০২১ সালে।
লেখালেখির পাশাপাশি নুসরাত মিতু বইবিষয়ক বিভিন্ন কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগের মাধ্যমেও বেশ সাড়া জাগিয়েছেন। অবসর সময় কাটান ছবির পেছনে, হোক তা শখের ছবি আঁকা কিংবা ছবি তোলা।
শাহরিয়ার জাওয়াদের নিবাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়। জন্ম ১৯৯৯ সালের ২৫ ফেব্রুয়ারি। বাবার চাকরির সুবাদে থাকতে হয়েছে চট্টগ্রামে। স্নাতকোত্তরে পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে।
এ বছর বইমেলায় প্রকাশিত হয়েছে জাওয়াদের লেখা সায়েন্স ফিকশন ‘নীল পৃথিবীর তরে’। শিল্পী সব্যসাচী মিস্ত্রীর প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। ‘গ্রাফিতিরা জেগে রয়’ নামের একটি সায়েন্স ফিকশন এবং ইতিহাস ও লোকনির্ভর উপন্যাস ‘শৈলবালা’ লেখকের আগে প্রকাশিত দুটি বই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ইফতেখার আবির। জন্ম ১৯৯৮ সালের ১১ নভেম্বর। জন্মস্থান চট্টগ্রামের দেওয়ানহাট। আবিরের লেখালেখি শুরু মূলত কবিতার মধ্য দিয়ে। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা দ্বিতীয় কবিতার বই ‘হিজলের হলুদ সন্ধ্যা’। বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী। কবিতার বইয়ের সঙ্গে প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় অনূদিত বই বৌদ্ধ সন্ন্যাসী থিক নাথ হানের ‘হাউ টু রিলাক্স’। জীবন উদ্যাপন করার উপায় নিয়ে লেখা এ বই। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইগুলো প্রকাশিত হয়েছে অক্ষরবৃত্ত প্রকাশন থেকে। দুই বছর আগে বইমেলায় প্রকাশিত হয়েছিল আবিরের প্রথম কবিতার বই ‘বট পুষ্প আবির রাঙা’। এ ছাড়া সে বছরই প্রকাশিত হয়েছিল তাঁর অনূদিত ‘শো ইওর ওয়ার্ক’ নামের একটি বই।
সাহিত্যের সব শাখার পাশাপাশি কবিতা ভীষণ ভালোবাসেন রিদওয়ান আফরিন মীম। জীবনের প্রথম কবিতাটি তিনি লিখেছিলেন স্কুলজীবন শুরুর আগেই। বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাঁর ভেতর কাব্যপ্রেমের স্ফুরণ ঘটতে থাকে প্রবলভাবে। চলতে থাকে অবিরত কবিতা লেখা। মীমের জন্ম ১৯৯৯ সালের ২৭ আগস্ট, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায়। পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শেষ বর্ষে। এ বছর অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর কবিতার বই ‘চিরকুটে অভিলাষ’। বিভিন্ন ধাঁচের বিচিত্র অনুভূতির পসরা সাজানো হয়েছে বইটিতে। বইটির প্রচ্ছদ করেছেন সজল চৌধুরী এবং প্রকাশ করেছে ভূমিপ্রকাশ।
পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শেষ বর্ষে। বইমেলায় উপকথা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তাঁর গল্পের বই ‘শাটল ট্রেন ও অন্যান্য’। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। এর আগে তাঁর ‘অরণ্যে অন্বেষণ’ ও ‘রোদে পোড়া রেলস্টেশন’ নামে দুটি কবিতার বই প্রকাশিত হয়েছিল।
১৯৯৭ সালের ২ ফেব্রুয়ারি জন্ম হয় রহমাতুল্লাহ রাফির। ছোটবেলা কেটেছে মাদারীপুর জেলার শিবচর থানার শিরুয়াইল গ্রামে। লেখালেখির পাশাপাশি ক্যালিগ্রাফি করাও রাফির প্রিয় শখ।

পড়াশোনা, সাংবাদিকতা ও লেখালেখি—তিনটিই একযোগে করে চলেছেন মাহবুব এ রহমান। স্নাতকোত্তরে পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। কাজ করেন একটি টেলিভিশন এবং একটি জাতীয় পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে।
মাহবুব এ রহমানের জন্ম সিলেটের কানাইঘাট উপজেলার কাড়াবাল্লা গ্রামে, ১৯৯৭ সালের ২৫ নভেম্বর। ছোটবেলায় মাহবুবের লেখালেখির হাতেখড়ি। এ বছর বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘ভূত স্যার যখন বিজ্ঞান ক্লাসে’ শিরোনামের শিশুতোষ গল্পের বই। অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী নিয়াজ চৌধুরী তুলি। এ পর্যন্ত ছোটদের উপযোগী তিনটি বই লিখেছেন মাহবুব এ রহমান। ২০২১ সালের বইমেলায় অক্ষরবৃত্ত প্রকাশনী থেকেই প্রকাশিত হয়েছিল তাঁর লেখা ‘ভূত স্যার’ নামে গল্পের বই। লেখালেখির স্বীকৃতি হিসেবে মাহবুব এ রহমান পেয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা (চাঁদপুর) বিজয়ী সম্মাননা-২০১৮।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শেষ বর্ষে পড়েন নুসরাত মিতু। জন্ম ১৯৯৯ সালের ১৭ সেপ্টেম্বর। বাড়ি কুমিল্লা জেলায় হলেও বাবার চাকরির সুবাদে বেড়ে ওঠা বন্দরনগরী চট্টগ্রামে। ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস মিতুর। সেই অভ্যাস থেকে একসময় লেখালেখি শুরু। এ বছর অমর একুশে বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনী এনেছে তাঁর অনূদিত বই ‘দ্য সাইকোলজি অব মানি’।
এটি তাঁর দ্বিতীয় অনূদিত বই। বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী। মিতুর প্রথম অনূদিত বই ছিল অস্টিন ক্লিয়নের ‘স্টিল লাইক অ্যান আর্টিস্ট’। প্রকাশিত হয়েছিল ২০২১ সালে।
লেখালেখির পাশাপাশি নুসরাত মিতু বইবিষয়ক বিভিন্ন কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগের মাধ্যমেও বেশ সাড়া জাগিয়েছেন। অবসর সময় কাটান ছবির পেছনে, হোক তা শখের ছবি আঁকা কিংবা ছবি তোলা।
শাহরিয়ার জাওয়াদের নিবাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়। জন্ম ১৯৯৯ সালের ২৫ ফেব্রুয়ারি। বাবার চাকরির সুবাদে থাকতে হয়েছে চট্টগ্রামে। স্নাতকোত্তরে পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে।
এ বছর বইমেলায় প্রকাশিত হয়েছে জাওয়াদের লেখা সায়েন্স ফিকশন ‘নীল পৃথিবীর তরে’। শিল্পী সব্যসাচী মিস্ত্রীর প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। ‘গ্রাফিতিরা জেগে রয়’ নামের একটি সায়েন্স ফিকশন এবং ইতিহাস ও লোকনির্ভর উপন্যাস ‘শৈলবালা’ লেখকের আগে প্রকাশিত দুটি বই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ইফতেখার আবির। জন্ম ১৯৯৮ সালের ১১ নভেম্বর। জন্মস্থান চট্টগ্রামের দেওয়ানহাট। আবিরের লেখালেখি শুরু মূলত কবিতার মধ্য দিয়ে। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা দ্বিতীয় কবিতার বই ‘হিজলের হলুদ সন্ধ্যা’। বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী। কবিতার বইয়ের সঙ্গে প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় অনূদিত বই বৌদ্ধ সন্ন্যাসী থিক নাথ হানের ‘হাউ টু রিলাক্স’। জীবন উদ্যাপন করার উপায় নিয়ে লেখা এ বই। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইগুলো প্রকাশিত হয়েছে অক্ষরবৃত্ত প্রকাশন থেকে। দুই বছর আগে বইমেলায় প্রকাশিত হয়েছিল আবিরের প্রথম কবিতার বই ‘বট পুষ্প আবির রাঙা’। এ ছাড়া সে বছরই প্রকাশিত হয়েছিল তাঁর অনূদিত ‘শো ইওর ওয়ার্ক’ নামের একটি বই।
সাহিত্যের সব শাখার পাশাপাশি কবিতা ভীষণ ভালোবাসেন রিদওয়ান আফরিন মীম। জীবনের প্রথম কবিতাটি তিনি লিখেছিলেন স্কুলজীবন শুরুর আগেই। বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাঁর ভেতর কাব্যপ্রেমের স্ফুরণ ঘটতে থাকে প্রবলভাবে। চলতে থাকে অবিরত কবিতা লেখা। মীমের জন্ম ১৯৯৯ সালের ২৭ আগস্ট, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায়। পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শেষ বর্ষে। এ বছর অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর কবিতার বই ‘চিরকুটে অভিলাষ’। বিভিন্ন ধাঁচের বিচিত্র অনুভূতির পসরা সাজানো হয়েছে বইটিতে। বইটির প্রচ্ছদ করেছেন সজল চৌধুরী এবং প্রকাশ করেছে ভূমিপ্রকাশ।
পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শেষ বর্ষে। বইমেলায় উপকথা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তাঁর গল্পের বই ‘শাটল ট্রেন ও অন্যান্য’। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। এর আগে তাঁর ‘অরণ্যে অন্বেষণ’ ও ‘রোদে পোড়া রেলস্টেশন’ নামে দুটি কবিতার বই প্রকাশিত হয়েছিল।
১৯৯৭ সালের ২ ফেব্রুয়ারি জন্ম হয় রহমাতুল্লাহ রাফির। ছোটবেলা কেটেছে মাদারীপুর জেলার শিবচর থানার শিরুয়াইল গ্রামে। লেখালেখির পাশাপাশি ক্যালিগ্রাফি করাও রাফির প্রিয় শখ।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১৫ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১৭ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৯ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৯ ঘণ্টা আগে